PAKISTAN CRICKET : দল ঘোষণার পরই মিসবা-ওয়াকারের পদত্যাগ !
এদিন পাকিস্তানের টি২০ বিশ্বকাপের জন্য় যে দল ঘোষিত হয়েছে, সেখানে ৫জন তারকা ক্রিকেটার বাদ পড়েছেন। যার মধ্যে রয়েছেন ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিকের মত নাম। সমস্যা শুরু সেখানেই
করাচিঃ পাকিস্তান ক্রিকেটে বিতর্ক একেবারে জলভাত। সে স্পট ফিক্সিং হোক বা দলের মধ্যে কোন্দল। এমন পর্যায়ে যায় যেখানে ক্রিকেট দূরে সরে যায়। বিতর্কই তখন গিলে খায় পাকিস্তান ক্রিকেটে। যা নিয়ে আলোচনা হয় বিশ্বজুড়ে। এবারও ফের বিতর্কে পাকিস্তান ক্রিকেট। দল ঘোষণার আধঘন্টার পরেই পদত্যাগ করলেন হেড কোচ মিসবা উল হক ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। যা নিয়ে শুরু বিতর্ক।
হঠাৎ পদত্যাগ করলেন কেন ওয়াকার ও মিসবা। দুজনেই জানিয়েছেন, করোনা পরিস্থিতিতে দলের সঙ্গে দীর্ঘদিনের সফর। বায়ো বাবল। যা ক্লান্তি তৈরি করছে। এমনকি এতদিন পরিবারের থেকেও দূরে থাকা তাঁদের পক্ষে সম্ভব নয়। এই ইস্যুতেই পদত্যাগ করছেন হেড কোচ মিসবা ও বোলিং কোচ ওয়াকার ইউনিস। তাও বিশ্বকাপ শুরুর মাত্র ১ মাস আগেই? ঘটনাপ্রবাহ এমন হলে বিতর্কের কিছুই থাকত না। কিন্তু পদত্যাগের সময় যে অনেক প্রশ্ন তুলে দিচ্ছে। কারন, টি২০ বিশ্বকাপের দল ঘোষণার ৩০ মিনিটেই নিজেদের পদত্যাগপত্র পাঠিয়ে দেন ওয়াকার ও মিসবা। দল ঘোষণার পর কেন পদত্যাগ?
Misbah and Waqar step down from coaching roles
More details ⤵️https://t.co/PHRwRNazCH
— PCB Media (@TheRealPCBMedia) September 6, 2021
এদিন পাকিস্তানের টি২০ বিশ্বকাপের জন্য় যে দল ঘোষিত হয়েছে, সেখানে ৫জন তারকা ক্রিকেটার বাদ পড়েছেন। যার মধ্যে রয়েছেন ওয়াহাব রিয়াজ, সরফরাজ আহমেদ, শোয়েব মালিকের মত নাম। সমস্যা শুরু সেখানেই। সূত্রের খবর হেড কোচ মিসবা ও বোলিং কোচ ওয়াকার দুজনেই দলে চেয়েছিলেন সরফরাজকে। তবে তাঁদের অন্ধকারে রেখে এই দলগঠন হয়েছে বলে সূত্রের খবর। আর সেখানেই বাদ পড়েন সরফরাজ। সূত্রের খবর, সেজন্যই কোচের পদ থেকে সরে দাঁড়ান মিসবা ও ওয়াকার। প্রসঙ্গত, সপ্তাহ খানেক আগেই পাকিস্তান ক্রিকেটের শীর্ষপদে বসেছেন প্রাক্তন ক্রিকেটার ও ইমরান ঘনিষ্ঠ রামিজ রাজা। রামিজ আসার পরেই পাকিস্তান ক্রিকেটের সবচেয়ে বড় ঘটনা ছিল টি২০ বিশ্বকাপের জন্য দল নির্বাচন। আর সেই নির্বাচনের পরেই আবার বিপত্তি পাক ক্রিকেটে!
বিতর্ক এখানেই শেষ নয়। সূত্রের খবর, হেড কোচ ও বোলিং কোচ সরে দাঁড়ানোর পর তাঁদের বোঝানোর চেষ্টাও করা হয়নি পিসিবির পক্ষ থেকে। শুধু তাই নয়, পদত্যাগের ১ ঘন্টার মধ্যে অন্তর্বর্তী কোচের নাম ঘোষণা করে দেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড। দুই প্রাক্তন তারকা ক্রিকেটার সাকলিন মুস্তাক ও আব্দুর রজ্জাককে দায়িত্ব দেওয়া হয়েছে অন্তর্বর্তী কোচ হিসেবে। এই দুই প্রাক্তনীই বিশ্বকাপ পর্যন্ত বাবর আজমদের দায়িত্বে।
এই ঘটনার পর ফের নতুন বিতর্কে পাকিস্তান ক্রিকেট। দলবদল নিয়ে চরম ডামাডোল। তারপর দুই কোচের পদত্যাগ। পাকিস্তান ক্রিকেটের প্রাক্তনীদের অনেকেরই ধারণা, এর প্রভাব পড়তে পারে বিশ্বকাপে। প্রসঙ্গত, টি২০ বিশ্বকাপে প্রথম ম্যাচেই পাকিস্তান মুখোমুখি হচ্ছে ভারতের।