India vs England 2021: বিদেশে রোহিতের প্রথম সেঞ্চুরির পর কী করলেন স্ত্রী রিতিকা?
স্বামীর সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠেন রিতিকা।
লন্ডন: ওভাল টেস্টের (Oval Test) তৃতীয় দিন (3rd Day) বিদেশের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরি (Test Century) পেয়েছেন ভারতের তারকা ব্যাটসম্যান রোহিত শর্মা (Rohit Sharma)। আট বছরের টেস্ট (Teat) কেরিয়ারে এটাই হিটম্যানের প্রথম সেঞ্চুরি। ওভালের ভিআইপি গ্যালারিতে বসে খেলা দেখছিলেন রোহিতের স্ত্রী রিতিকা (Ritika Sajdeh)। স্বামীর সেঞ্চুরির পর স্বাভাবিকভাবেই খুশিতে মেতে ওঠেন রিতিকা। হিটম্যানের উদ্দেশ্যে গ্যালারি থেকেই ছুড়ে দেন ফ্লাইং কিসও (Flying kiss)।
First century outside India for the Hitman! ?He gets there with a monster six over long on!
Tune into Sony Six (ENG), Sony Ten 3 (HIN), Sony Ten 4 (TAM, TEL) & SonyLIV (https://t.co/AwcwLCPFGm ) now! ?#ENGvINDOnlyOnSonyTen #BackOurBoys #RohitSharma pic.twitter.com/4HDSE276Ow
— Sony Sports (@SonySportsIndia) September 4, 2021
সোশ্যাল মিডিয়ায় (Social Media) মুহূর্তের মধ্যে ভাইরাল (Viral Video) হয়েছে রীতিকার বিশেষ সেলিব্রেশনের দৃশ্য। টেলিভিশন ক্যামেরাতেও ধরা পড়েছে সেই ছবি। ওভালে রোহিতের সেঞ্চুরির পর কোহলি থেকে শুরু করে টিম ইন্ডিয়ার বাকি সদস্যরাও হাততালি দিয়ে ওঠেন। সেই সময় দাঁড়িয়ে দাঁড়িয়ে হাততালি দিতে দেখা যায় রিতিকাকেও। হাততালির সঙ্গে রোহিতের জন্য ফ্লাইং কিসও দেন রিতিকা। তাঁর মুখের হাবভাব দেখেই বোঝা যাচ্ছিল তিনি হিটম্যানের সেঞ্চুরিতে কতটা খুশি।
টুইটারে রোহিতভক্তদের একজন লেখেন, “রিতিকা ভাবিজি সব খারাপ সময়ে সমর্থন করেছেন রোহিত ভাইয়াকে।”
Ritika Bhabhi ji always Supported Rohit in Bad Phases
Please everyone just like for this Great Lady ❤️❤️❤️??? pic.twitter.com/EkQx83JGJp
— ?????? ♥ LOVER ♥ (@ILoveYouJanu143) September 5, 2021
রোহিতের সেঞ্চুরির পর রিতিকার খুশি দেশে হিটম্যানের এক অনুরাগী লেখেন, “স্ত্রীর কাছ থেকে পাওয়া ফ্লাইং কিস।”
Flying kiss from wife? pic.twitter.com/lcwrgwRFn7
— Shubham Rai (@Shubhamrai_) September 4, 2021
২০১৫ সালে রোহিত-রিতিকার বিয়ে হয়। ২০১৮ সালে তাঁদের একমাত্র ফুটফুটে মেয়ে সামাইরার জন্ম।
আরও পড়ুন: India vs England 2021: বিদেশে প্রথম সেঞ্চুরি রোহিতের
আরও পড়ুন: IND vs ENG 4th Test Day 5 Live: হামিদকে ফেরালেন জাডেজা