India vs England 2021: টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট শিকার বুমরার
১০০ উইকেট শিকারের তালিকায় বুমরা, কপিলের ঠিক পরেই ইরফান পাঠান। ২৮ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। বুমরার এখনকার সতীর্থ মহম্মদ সামি চার নম্বরে।
লন্ডন: ইংল্যান্ড (England) সফরে যেন নিজেকে মেলে ধরছেন জশপ্রীত বুমরা (Jasprit Bumrah)। ভারতীয় পেসার হিসেবে দ্রুততম ১০০ উইকেটের মাইলফলক পেরিয়ে গেলেন তিনি। লাল বলের ক্রিকেটে উইকেট শিকারের তালিকায় ওলি পোপ তাঁর ১০০তম শিকার। তাঁর আগে কপিল দেব (Kapil Dev) ছিলেন টেস্টে (Test) দ্রুততম ভারতীয় পেসার। যিনি ২৫ টেস্টে ১০০ উইকেট (100 wickets) নিয়েছিলেন। বুমরার সময় লাগল ২৪ টেস্ট।
?
What a way to reach the milestone! @Jaspritbumrah93 bowls a beauty as Pope is bowled. Among Indian pacers, he is the quickest to reach the mark of 100 Test wickets. ?https://t.co/OOZebPnBZU #TeamIndia #ENGvIND pic.twitter.com/MZFSFQkONB
— BCCI (@BCCI) September 6, 2021
১০০ উইকেট শিকারের তালিকায় বুমরা, কপিলের ঠিক পরেই ইরফান পাঠান। ২৮ ম্যাচে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি। বুমরার এখনকার সতীর্থ মহম্মদ সামি চার নম্বরে। আর বোলার হিসেবে দেখলে, সবচেয়ে আগে রয়েছে রবিচন্দ্রন অশ্বিন। ১৮ টেস্টে ১০০ উইকেট নিয়েছিলেন তিনি।
আইপিএল থেকে উঠে আসা বুমরা টি-টোয়েন্টি ও ওয়ান ডে ফর্ম্যাটে নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছিলেন। একটু অন্যরকম বোলিং অ্যাকশন, যা নিয়ে চোটের আশঙ্কা থেকে যায় সব সময়। তার পরও বুমরা নিজেকে সর্বোচ্চ পর্যায়ে তুলে নিয়ে গিয়েছেন। তাঁর ধারালো ইয়র্কার, নিখুঁত বাউন্সার, আচমকা গতি বাড়ানো বিশ্ব ক্রিকেটে স্বতন্ত্র জায়গা করে দিয়েছিল। বিশ্বের সেরা বোলারদের প্রথম তিনে এই মুহূর্তে রয়েছেন তিনি।
ক্রিকেটে লম্বা খেলতে হলে ফিটনেসটাই আসল। বিশেষ করে লাল বলের ক্রিকেটে সেরা দিতে হলে এ ছাড়া আর কোনও বিকল্প নেই। বিরাট কোহলির ফিটনেস মন্ত্রকেই সামনে রেখে এগোতে শুরু করেছিলেন। সাফল্যের মধ্যেই বরাবর থেকে গিয়েছেন বুমরা। সেটাই যেন আরও বেশি করে তুলে ধরছেন তিনি।
আরও পড়ুন: IND vs ENG 4th Test Day 5 Live: রুটকে উপড়ে ফেললেন শার্দূল, জয়ের কাছে বিরাটব্রিগেড