Pakistan, Lahore: ১৮০০ কোটিতে স্টেডিয়াম সংস্কার, খেলারই সুযোগ পাচ্ছে না পাকিস্তান!
ICC Men's Champions Trophy 2025: আট দলের টুর্নামেন্ট, সব মিলিয়ে ১৫ ম্যাচ। কতটা কঠিন ফরম্যাট, নতুন করে বলার প্রয়োজন পড়ে না। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আয়োজক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড।

চ্যাম্পিয়ন্স ট্রফির আয়োজক পাকিস্তান। ভারতীয় দলের ম্যাচ দুবাইয়ে। বাকি সব ম্যাচই হচ্ছে পাকিস্তানের তিনটি ভেনুতে। চ্যাম্পিয়ন্স ট্রফি নিজেদের দেশে আয়োজনে মরিয়া ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড। যে কারণে তিনটি ভেনু ঢেলে সাজিয়েছে। কিন্তু যে স্টেডিয়াম ১৮০০ কোটি দিয়ে সংস্কার করা হয়েছে, সেখানে খেলার সুযোগ পাচ্ছে না পাকিস্তান ক্রিকেট টিমই! এমনটাই পরিস্থিতি। কিন্তু কেন?
আট দলের টুর্নামেন্ট, সব মিলিয়ে ১৫ ম্যাচ। কতটা কঠিন ফরম্যাট, নতুন করে বলার প্রয়োজন পড়ে না। গ্রুপ এ-তে ভারতের সঙ্গে রয়েছে নিউজিল্যান্ড, বাংলাদেশ ও আয়োজক পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয়েছিল পাকিস্তান ও নিউজিল্যান্ড। সেটি হয়েছিল করাচি আন্তর্জাতিক স্টেডিয়ামে। উদ্বোধনী ম্যাচেই হার পাকিস্তানের। এরপর দুবাইয়ে ভারতের বিরুদ্ধে ম্যাচ ছিল। সেখানেও একপেশে হার। ক্ষীণ আশা ছিল, যদি নিউজিল্যান্ডকে হারিয়ে দেয় বাংলাদেশ! আর ভারতও যদি নিউজিল্যান্ডকে হারায় গ্রুপের শেষ ম্যাচ। সঙ্গে নিজেরাও যদি বাংলাদেশকে হারায়!
বাকি দুটি অঙ্কের পরিস্থিতিই আসেনি। নিউজিল্যান্ডের কাছে বাংলাদেশ হারতেই বিদায় হয়ে গিয়েছে পাকিস্তানের। গ্রুপ এ থেকে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে ভারত ও নিউজিল্যান্ড। গ্রুপ পর্বে পাকিস্তান বনাম বাংলাদেশ ম্যাচটি হবে রাওয়ালপিন্ডিতে। দুটি সেমিফাইনালের একটি লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, অন্যটি দুবাইয়ে।
আরও পরিষ্কার করে বললে ভারত সেমিফাইনাল খেলবে দুবাইয়ে। পাকিস্তান যদি সেমিফাইনালে উঠত তা হলে লাহোরে খেলার সুযোগ পেত। আয়োজকদের কাছে হতাশার বিষয়, সেমিফাইনালের কোনও অঙ্কই নেই। ১৮০০ কোটি দিয়ে যে স্টেডিয়াম সংস্কার করেছে, সেই মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আর নামা হচ্ছে না পাকিস্তানের।





