Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি করতে নারাজ, পাকিস্তানে বরখাস্ত শতাধিক পুলিশকর্মী!

ICC Men's Champions Trophy 2025: শুধুমাত্র ভারতের ম্যাচগুলি আরব আমির শাহির দুবাইয়ে। নানা বিতর্ক ছিলই। যোগ হল নতুন বিতর্ক। পাকিস্তানে বরখাস্ত শতাধিক পুলিশকর্মী। তাঁদের অপরাধ, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তার ডিউটি করতে নারাজ।

Pakistan: চ্যাম্পিয়ন্স ট্রফিতে ডিউটি করতে নারাজ, পাকিস্তানে বরখাস্ত শতাধিক পুলিশকর্মী!
Image Credit source: PTI
Follow Us:
| Updated on: Feb 25, 2025 | 11:58 PM

দীর্ঘ আট বছর পর ফিরেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। কিন্তু বিতর্ক পিছু ছাড়ছে না। ক্রমশ হাস্যকর পরিস্থিতি তৈরি হচ্ছে পাকিস্তানে। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন পাকিস্তান। এ বারের টুর্নামেন্টের আয়োজকও। পাকিস্তানের তিনটি ভেনু করাচি, লাহোর এবং রাওয়ালপিন্ডিতে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচ হচ্ছে। শুধুমাত্র ভারতের ম্যাচগুলি আরব আমির শাহির দুবাইয়ে। নানা বিতর্ক ছিলই। যোগ হল নতুন বিতর্ক। পাকিস্তানে বরখাস্ত শতাধিক পুলিশকর্মী। তাঁদের অপরাধ, চ্যাম্পিয়ন্স ট্রফির নিরাপত্তার ডিউটি করতে নারাজ।

পাকিস্তানের পঞ্জাব পুলিশের তরফে এ কথা জানানো হয়েছে। পুলিশ কর্মী এবং আধিকারিক মিলিয়ে শতাধিককে বরখাস্ত করা হয়েছে। তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফির ডিউটি করতে চাননি বলে। শুধু তাই নয়, অনেকের ডিউটি থাকলেও তাঁরা সেই স্থানে ডিউটিতে যোগই দেননি। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, পাকিস্তানের পঞ্জাব পুলিশের এক উচ্চপদস্থ কর্তা বলেছেন, ‘অনেকেই নানা দায়িত্ব দেওয়া হয়েছিল। এর মধ্যে টিম হোটেল থেকে লাহোরের গদ্দাফি স্টেডিয়াম পর্যন্ত সংশ্লিষ্ট টিমের নিরাপত্তার দায়িত্বেও ছিলেন অনেক পুলিশকর্মী ও আধিকারিক। কিন্তু তাঁদের অনেকই হয় এই ডিউটি করতে সরাসরি মানা করেছেন, আবার অনেকে কিছু না জানিয়ে ডিউটিতে যোগই দেননি।’

সেই আধিকারিক আরও জানান, বিষয়টি পঞ্জাব পুলিশের আইজিপি উসমান আনোয়ারের নজরে আনা হয়। সেই সমস্ত পুলিশকর্মী ও আধিকারিকদের বিরুদ্ধে কড়া ব্যবস্থার নির্দেশ আসে। সেই আধিকারিক বলেন, ‘এখানে গাফিলতির কোনও সুযোগ নেই। আন্তর্জাতিক স্তরের একটা ইভেন্ট চলছে।’ সেই পুলিশকর্মী ও আধিকারিকরা কেন ডিউটি করতে চাননি, সে বিষয়ে সরকারি ভাবে কোনও তথ্য আসেনি। তবে মনে করা হচ্ছে, দীর্ঘ সময় ধরে ডিউটি দেওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন।