T20 World Cup 2021: আজ অপরিচিত নামিবিয়ার সামনে পাকিস্তান
পাকিস্তান ও নামিবিয়া (Pakistan vs Namibia ) আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে মাত্র একটা ম্যাচ। সেটাও ২০০৩ বিশ্বকাপে। ওয়াসিম আক্রমের পাকিস্তান যে ম্যাচটা জিতেছিল ১৭১ রানে। টি-২০ ক্রিকেটে এই দুই দলের কোনও ইতিহাস নেই।
আবু ধাবি: এবারের টি-২০ বিশ্বকাপে (T20 World Cup) সব থেকে আনপ্রেডিক্টেবল দল হিসেবে এক নম্বরে ছিল পাকিস্তান (Pakistan)। কিন্তু খেলা শুরু হওয়ার পর সব হিসেব বদলে দিয়েছে বাবর আজমের (Babar Azam) দল। পরপর তিনটি ম্যাচ জিতে সেমিফাইনালের দিকে এক ধাপ এগিয়ে গিয়েছে তারা। গ্রুপের দুই কঠিন প্রতিপক্ষ ভারত ও নিউজিল্যান্ডকে হারিয়ে হইচই ফেলে দেওয়া পাকিস্তান তৃতীয় ম্যাচে হারিয়েছে আফগানিস্তানকে। তিন কঠিন বাধা পেরিয়ে আসা পাকিস্তানের সামনে মঙ্গলবার নামিবিয়া (Namibia)। যারা এবারের বিশ্বকাপে স্কটল্যান্ডকে হারিয়েছে। তবে মজার বিষয় পাকিস্তান ও নামিবিয়া (Pakistan vs Namibia ) আন্তর্জাতিক পর্যায়ে খেলেছে মাত্র একটা ম্যাচ। সেটাও ২০০৩ বিশ্বকাপে। ওয়াসিম আক্রমের পাকিস্তান যে ম্যাচটা জিতেছিল ১৭১ রানে। টি-২০ ক্রিকেটে এই দুই দলের কোনও ইতিহাস নেই। আজই নতুন ইতিহাস লেখার কথা। বর্তমান ফর্ম সহজ ভাবেই একটা কথা বলছে পাকিস্তানের সামনে নামিবিয়া তল খুঁজে পাবে না। তবে ক্রিকেট এমন একটা খেলা যেখানে আগে থেকে ভবিষ্যত্বাণী করটা ঠিক নয়। আজ ম্যাচটা জিতলেই সেমিফাইনালের টিকিটে নিজেদের নামটে লিখে ফেলবে বাবর আজমের দল। সেটাই একমাত্র লক্ষ্য তাঁদের। বড় ব্যবধানে জয়ের কোনও প্রয়োজন নেই। প্রয়োজন শুধু ২ পয়েন্টের।
Sarfaraz Ahmed, Mohammad Wasim jnr, Mohammad Nawaz, Usman Qadir, Khushdil Shah and Haider Ali attending a practice session at the ICC Academy, Dubai.#WeHaveWeWill #T20WorldCup https://t.co/EqNjA5bxKq pic.twitter.com/SzIGGwqBKJ
— Pakistan Cricket (@TheRealPCB) October 31, 2021
প্রশ্ন একটাই দুরন্ত ছন্দে থাকা পাকিস্তানের সামনে কতটা লড়াই করতে পারবে ক্রিকেট বিশ্বের বামন দেশ নিমাবিয়? একটা পরিসংখ্যানের কথা বলা যাকে। টি-২০ ক্রিকেটে নামিবিয়ার সব থেকে কম তিনটি রানের দুটিই এসেছে এবারের বিশ্বকাপে। যোগ্যতা নির্নায়ক পর্বে শ্রীলঙ্কার বিরুদ্ধে তারা অল আউট হয়েছে ৯৬ রানে। ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৯৮ রান মূল পর্বে আফগানিস্তানের বিরুদ্ধে। তাই কাজটা যে খুব কঠিন সেটা সবাই জানেন। জানে নামিবিয়া শিবিরও। তারা এবারের বিশ্বকাপ থেকে দেশের ক্রিকেটে একটা দৃষ্টান্ত স্থাপন করতে চাইছে। যাতে ভবিষ্যত্ তারা চমক দেখাতে পারে।
অন্যিদিকে পাকিস্তান ক্রিকেট বিশ্বকে অবাক করে চলেছে। ভারতের বিরুদ্ধে বাবর-রিজওয়ানের ওপেনিং দেখেছে ক্রিকেট বিশ্ব। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অভিজ্ঞ হাফিজ ও শোয়েব মালিক দেখিয়েছেন এত বয়েসের পরও কেন তারা এই দলের কাছে গুরুত্বপূর্ণ। আর শেষ বেলায় ফিনিশার আসিফ আলি। যে কোনও রান যেন তাড়া করতে পারেন শেষ দিকে নেমে। সঙ্গে বলতে হবে বোলিংয়ের কথা। শাহিন-ইমাদ-হাসানরা ধারাবাহিকতা দেখিয়ে অধিনায়কের চিন্তা কমিয়িছেন। আর সব থেকে স্বস্তিুর পাক দলের ফিল্ডিং। সেমিফাইনালে কঠিন পরীক্ষা হবে। তাই নামিবিয়া ম্যাচ জিতে সেমিফাইনালের টিকিটটা পাকা করে ফেলতে চান বাবররা।
আরও পড়ুন : T20 World Cup 2021: আফগাননামায় উজ্জ্বল ইতিহাস লিখতে চান রশিদরা