T20 World Cup 2021: ফিটনেস মন্ত্রই অস্ত্র শোয়েবের, দুরন্ত ইনিংসয়ে উচ্ছ্বসিত সানিয়া মির্জাও

খাতায় কলমে তাঁর বয়স ৩৯। কিন্তু তাতে কী! ২২ গজে এখনও তিনি যেভাবে ব্যাটে ফুলঝুরি ফোটাচ্ছেন, দলকে জেতাচ্ছেন তা দেখে তাঁর বয়স ঠাহর করার উপায় নেই। রবিবার শারজায় স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১৮ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন। ৩৯-এও তিনি এতটা ফিট.. কিন্তু কোন জাদুবলে? ম্যাচের পরে উত্তর মিলল এই প্রশ্নেরও।

T20 World Cup 2021: ফিটনেস মন্ত্রই অস্ত্র শোয়েবের, দুরন্ত ইনিংসয়ে উচ্ছ্বসিত সানিয়া মির্জাও
T20 World Cup 2021: ফিটনেস মন্ত্রই অস্ত্র শোয়েবের, দুরন্ত ইনিংসয়ে উচ্ছ্বসিত সানিয়া মির্জাও
Follow Us:
| Edited By: | Updated on: Nov 08, 2021 | 5:12 PM

শারজা: বয়সকে থুড়ি মেরে এখনও উজ্জ্বল পাকিস্তানের (Pakistan) প্রাক্তন অধিনায়ক শোয়েব মালিক (Shoaib Malik)। খাতায় কলমে তাঁর বয়স ৩৯। কিন্তু তাতে কী! ২২ গজে এখনও তিনি যেভাবে ব্যাটে ফুলঝুরি ফোটাচ্ছেন, দলকে জেতাচ্ছেন তা দেখে তাঁর বয়স ঠাহর করার উপায় নেই। রবিবার শারজায় স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি মাত্র ১৮ বলে দ্রুততম হাফসেঞ্চুরি করলেন। ৫৪ রানের অপরাজিত বিধ্বংসী ইনিংসটি শোয়েব সাজিয়েছিলেন একটি চার ও ৬টি দুরন্ত ছক্কায়। তাঁর মারকাটারি ইনিংস গ্যালারিতে বসে উপভোগ করলেন ভারতীয় টেনিস তারকা ও শোয়েবপত্নী সানিয়া মির্জা (Sania Mirza)। ৩৯-এও তিনি এতটা ফিট.. কিন্তু কোন জাদুবলে? ম্যাচের পরে উত্তর মিলল এই প্রশ্নেরও।

পাকিস্তান-স্কটল্যান্ড ম্যাচের সেরার পুরস্কারও পেয়েছেন শোয়েব। ম্যাচের শেষে তিনি বলেন, ‘সত্যি কথা বলতে কী, যখন আমি নিজেকে আয়নায় দেখি, তখন নিজেকে ফিট দেখতে চাই। এই নিয়ে আমার একটা খুঁতখুঁতে বিষয় রয়েছে। সবচেয়ে বড় কথা আমি এখনও ক্রিকেট খেলা উপভোগ করছি, এবং এটি আমাকে সাহায্যও করছে। আমি মনে করি যদি কেউ নিজেকে ফিট দেখতে চায়, তা হলে তাকে নিয়মিত পরিশ্রম করতে হবে; যা আমি করে থাকি।’

সুপার-১২ (Super 12) এর ৫টি ম্যাচের ৫টিতেই জিতে ১০ পয়েন্ট নিয়ে লিগ পর্বের খেলা শেষ করল পাকিস্তান। শোয়েবকে বিশ্বকাপের দলে নেওয়ার সময়ই পাক বোর্ড থেকে জানানো হয়েছিল তাঁর অভিজ্ঞতাকেই বিশ্বকাপে দলের কাজে লাগাতে চাইছে। শোয়েব ফর্মে থাকলেও আর কত দিন তিনি খেলবেন তা নিয়ে এখনই মন্তব্য করতে চাইছেন না। তাঁর কথায়, ‘আমি আরও এক বছর বা আরও দুই বছর খেলার বিষয়ে নিশ্চিত নই। এই মুহূর্তে আমি একটি খুব গুরুত্বপূর্ণ বিষয়ের মাঝখানে আছি এবং তাই সে গুলো নিয়ে ভাবছি না।’

প্রথমে পিসিবি থেকে টি-২০ বিশ্বকাপের জন্য পাকিস্তানের যে দল ঘোষণা হয়েছিল, তাতে নাম ছিল না শোয়েবের। এই ব্যাপারে শোয়েব বলেন, ‘বিশ্বকাপের জন্য দল যখন ঘোষণা করা হয়েছিল, আমি তখন ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলছিলাম। সেইসময় অবশ্যই আমার মন খারাপ হয়েছিল। আমি হতাশ হয়ে পড়েছিলাম। বিশ্বকাপের দলে যখন নিজের নাম দেখা যায় না, তখন খুব খারাপই লাগে। তবে একজন পেশাদার প্লেয়ার ও অ্যাথলিট হিসেবে সকলের লক্ষ্য থাকা উচিত সেই হতাশা থেকে বেরিয়ে আসার।’

আরও পড়ুন: Hardik Pandya: চোট নিয়ম মানা হয়নি, হার্দিকে চটেছে বোর্ড

আরও পড়ুন: T20 World Cup 2021: কোহলিদের বিশ্বকাপের পারফরম্যান্সের জন্য আইপিএলকে দুষছেন সানি

আরও পড়ুন: T20 World Cup 2021: বাবল ‘ক্লান্তি’র অজুহাতে অসন্তুষ্ট বোর্ড