Virat Kohli: অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা বিরাট সাফল্যের চাবিকাঠি
অস্ট্রেলিয়ায় দুরন্ত গতিতে ছুটছেন বিরাট কোহলি। পরপর ম্যাচে সাফল্য, রেকর্ড ভাঙাগড়া চলছে বিরাটের ব্যাটে। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জয়ের পর এই সাফল্য রহস্য ফাঁস করলেন বিরাট।
অ্যাডিলেড: এশিয়া কাপের শেষ ম্যাচের আগে পর্যন্ত ফর্ম নিয়ে যুঝছিলেন। অস্ট্রেলিয়ায় পা দিতেই ১৮০ ডিগ্রি বদলে গিয়েছে বিরাট কোহলির ব্যাট। তাতে প্রতিপক্ষ যেই হোক। পাকিস্তানের বিরুদ্ধে প্রথম ম্যাচ থেকে ব্যাট হাতে ভারতকে ম্যাচ জেতাচ্ছেন। বুধবার অ্যাডিলেডে বাংলাদেশের (India vs Bangladesh) বিরুদ্ধে ৪৪ বলে ৬৪ রানের ঝকঝকে ইনিংস খেলেছেন বিরাট (Virat Kohli)। এদিনের ম্যাচের সর্বাধিক রান তোলা ব্যাটার। বিরাট ব্যাটে ভরসা ফিরে পেয়েছেন সমর্থকরা। কোন জাদুতে অস্ট্রেলিয়ার মাঠে একের পর সাফল্য ধরা দিচ্ছে বিরাটের ঝুলিতে? বাংলাদেশের বিরুদ্ধে জয়ের পর খোলসা করলেন কিং কোহলি। ম্যাচের সেরা বিরাট বলে দিলেন, অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা কাজে লাগছে তাঁর। পাশাপাশি জানালেন, অ্যাডিলেড ওভালের মাঠে খেলতে কতটা পছন্দ করেন তিনি। আর কী কী জানালেন বিরাট? পড়ে দেখুন Tv9 Bangla-র এই প্রতিবেদনে।
বিশ্বকাপের শুরুর পর থেকেই ছন্দে বিরাট। পাকিস্তান, নেদারল্যান্ডসের বিরুদ্ধে পরপর দুটি ম্যাচে অর্ধশতরান করেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তেমন দাগ কাটতে না পারলেও বুধবার সাকিব আল হাসানের বাংলাদেশের বিরুদ্ধে অনবদ্য পারফরম্যান্স বিরাটের। ৪৪ বলে ৬৪ রানের ইনিংসে ভর করে বাংলাদেশকে চ্যালেঞ্জিং লক্ষ্যমাত্রা দেয় মেন ইন ব্লু। একই সঙ্গে রেকর্ড গড়েছেন বিরাট। চলতি টি-২০ বিশ্বকাপে রান স্কোরারের তালিকার শীর্ষে কিং কোহলি। বুধবারের ম্যাচে সেরা হলেন তিনি। ম্যাচের পর সঞ্চালকের প্রশ্নের জবাবে কোহলি বলেন, “খুব ক্লোজ মার্জিনে জয়। ব্যাট হাতে আরও একটা ভালো দিন কাটালাম। ইনিংসে নিজস্ব ভঙ্গিতে খেলার চেষ্টা করছিলাম। মাঠে যখন নামলাম তখন চাপ ছিল। ভালোভাবে বল লক্ষ্য করছিলাম। অন্য কিছুর সঙ্গে তুলনা করতে চাই না। একটা দারুণ সময় কাটাচ্ছি। অতীতে যা হয়ে গিয়েছে সেগুলো ভাবি না। যখনই জানতে পারি অস্ট্রেলিয়ায় বিশ্বকাপ হচ্ছে, কান এঁটো করা হাসি হেসেছি। কয়েকটা ভালো ক্রিকেটীয় শট আপনাকে সাফল্য এনে দিতে পারে। আমি জানতাম, অস্ট্রেলিয়ায় খেলার অভিজ্ঞতা এবং সচেতনতা দলের কাজে লাগবে।”
অ্যাডিলেড ওভালের প্রতি আলাদা ভালোবাসা রয়েছে বিরাট কোহলির। বললেন, “অনুশীলনের পর যখন মাঠে প্রবেশ করলাম, বাড়ি ফেরার মতো অনুভূতি হচ্ছিল। মেলবোর্নের ইনিংসটি খেলতেই হত। কিন্তু অ্যাডিলেডে এসে আমার মনে হয়েছে, ব্যাটিংটা উপভোগ করতে এসেছি।” শ্রীলঙ্কার মাহেলা জয়বর্ধনের পর টি-২০ বিশ্বকাপে ১ হাজার রানের গণ্ডি অতিক্রম করেছেন বিরাট। জয়বর্ধনের ঝুলিতে রয়েছে ২৩টি ইনিংসে ১০১৬ রানের রেকর্ড। সেই রেকর্ডকেও ছাপিয়ে গেল বিরাটের ব্যাট। টি টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচে বিরাটের গড় ৮৪.৬৬। এখনও অবধি সবকটি বিশ্বকাপ মিলিয়ে বিরাটের ১২ অর্ধশতরান