Prithvi Shaw: কাউন্টিতে ফের পৃথ্বী ‘শো’! বিধ্বংসী শতরানে দলকে জেতালেন
Prithvi Shaw Century: জাতীয় দলে ফিরতে মরিয়া পৃথ্বী। দেশের হয়ে শেষ বার খেলার সুযোগ মিলেছিল ২০২১ সালে শ্রীলঙ্কায় একটি টি-টোয়েন্টিতে।
এক ম্যাচ আগেই বিধ্বংসী একটা ইনিংস খেলেছেন পৃথ্বী শ। লিস্ট এ ক্রিকেট কেরিয়ারে দ্বিতীয় বার ডাবল সেঞ্চুরি। ২৪৪ রানের অনবদ্য ইনিংসে নজর কেড়েছিলেন ভারতের এই ওপেনার। ভারতীয় ক্রিকেটে এখন হারিয়ে যাওয়া বলা যায়। ঘরোয়া ক্রিকেটেই কিছুটা সুযোগ পাচ্ছেন। জাতীয় দলে ব্রাত্য। ধারাবাহিক পারফর্ম করতে না পারলে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরার কোনও সম্ভাবনাই নেই। তবে ঘরোয়া মরসুমও ভালো কাটেনি তাঁর। আইপিএল, দলীপ ট্রফিতে ভরসা দিতে ব্যর্থ। দেওধর ট্রফি না খেলে কাউন্টি ক্রিকেটের চ্যালেঞ্জ নেওয়ার সিদ্ধান্ত নেন। এখনও অবধি নজর কাড়ছেন। বিস্তারিত রইল TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
এ দিন ডারহামের বিরুদ্ধে বিধ্বংসী শতরান পৃথ্বীর। তাও আবার রান তাড়া করতে নেমে। টস জিতে প্রথমে ব্যাট করে ডারহাম। মাত্র ১৯৮ রানের লক্ষ্য নর্দ্যাম্পটনশায়ারের সামনে। ওপেনার পৃথ্বী শ ৭৬ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। তাঁর এই বিধ্বংসী ইনিংসে ১৫টি বাউন্ডারি এবং সাতটি ওভার বাউন্ডারি রয়েছে। উল্টোদিকে তাঁকে দারুণ সাপোর্ট করেন রব কেয়োঘ। ৪০ বলে ৪২ রান করেন তিনি। তবে ম্যাচে আকর্ষণ ছিল পৃথ্বীর ইনিংসই।
আগের ম্যাচে ২৪৪ রানের ইনিংসে সতীর্থদের মন জয় করেছিলেন পৃথ্বী। এ দিন ১৯৮ রান তাড়া করতে নর্দ্যাম্পটনশায়ারের লাগে মাত্র ২৫.৪ ওভার। চার দিন আগে মাত্র ১৫৩ বলে ২৪৪ রানের মারকুটে ইনিংস খেলেছিলেন পৃথ্বী শ। সেই ম্যাচে ২৮টি বাউন্ডারি ও ১১টি ছয় মেরেছিলেন। জাতীয় দলে ফিরতে মরিয়া পৃথ্বী। দেশের হয়ে শেষ বার খেলার সুযোগ মিলেছিল ২০২১ সালে শ্রীলঙ্কায় একটি টি-টোয়েন্টিতে।