Rahul Dravid: ক্যারিবিয়ান সফরে দ্রাবিড়ের সামনে তাঁরই বিশেষ রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট-রোহিতরা?

IND vs WI: চলতি জুলাইয়ের ১২ তারিখ থেকে শুরু হবে ভারত-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ। ডমিনিকায় টেস্ট ম্যাচ দিয়ে ভারতের ওয়েস্ট ইন্ডিজ সফর শুরু হচ্ছে।

Rahul Dravid: ক্যারিবিয়ান সফরে দ্রাবিড়ের সামনে তাঁরই বিশেষ রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট-রোহিতরা?
ক্যারিবিয়ান সফরে দ্রাবিড়ের সামনে তাঁরই বিশেষ রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট-রোহিতরা?Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jul 05, 2023 | 8:00 AM

কলকাতা: আর কয়েক দিন পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ২২ গজের লড়াইয়ে নামতে চলেছে রোহিত শর্মার ভারত (India)। ওয়েস্ট ইন্ডিজের (West Indies) মাটিতে টেস্ট সিরিজ দিয়ে ভারতের ক্যারিবিয়ান সফর শুরু হচ্ছে। আগামী ১২ জুলাই থেকে শুরু হচ্ছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্ট। ডমিনিকায় হবে সেই ম্যাচটি। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে রাহুল দ্রাবিড়ের এমন এক রেকর্ড রয়েছে, যা বিরাট কোহলি, রোহিত শর্মারা ভাঙতে পারেননি এখনও। আরও ভালো করে বললে ওই রেকর্ড থেকে অনেক দূরে রয়েছেন বর্তমান টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা। এখন ভারতীয় দলের হেড কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এ বারের ক্যারিবিয়ান সফরে দ্রাবিড়ের সামনে তাঁরই বিশেষ রেকর্ড কি ভাঙতে পারবেন বিরাট-রোহিতরা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

আসলে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে টেস্ট ক্রিকেটে সবচেয়ে বেশি রান করা ভারতীয় ক্রিকেটারের তালিকায় শীর্ষে রয়েছেন রাহুল দ্রাবিড়। তিনি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে মোট ১৫১১ রান করেছেন। ১৯৯৭ থেকে ২০১১ অবধি ওয়েস্ট ইন্ডিজের মাঠে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে ১৭টি ম্যাচে ২৮টি ইনিংসে মোট ১৫১১ রান করেছেন দ্রাবিড়। তাঁর সর্বাধিক রান ১৪৬। ক্যারিবিয়ানদের বিরুদ্ধে দ্রাবিড়ের বিরুদ্ধে রয়েছে ৩টি শতরান এবং ১১টি অর্ধশতরান।

রোহিত, বিরাট, রাহানেরা কখনও দ্রাবিড়ের এই রেকর্ড ভাঙতে পারবেন না

ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ভারতীয় ব্যাটার হিসেবে সবচেয়ে বেশি রানের দিক থেকে রাহুর দ্রাবিড়ের ধারে কাছে কেউ নেই। কারণ ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাদের দেশের মাটিতে ভারত অধিনায়ক রোহিত শর্মার ব্যাটে এর আগে এসেছে মাত্র ৫০ রান। অজিঙ্ক রাহানের ব্যাটে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এসেছে ৫১৪ রান। বিরাট কোহলি ক্যারিবিয়ানদের বিরুদ্ধে তাঁদের দেশের মাটিতে করেছেন ৪৬৩ রান। ফলে রাহুল দ্রাবিড়ের সবচেয়ে বেশি টেস্ট রানের রেকর্ড থেকে এখনও বহু দূরে রয়েছেন বিরাট-রোহিতরা। এ বারের ক্যারিবিয়ান সফরে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ২ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে ভারত। তাতে অবশ্য এই ত্রয়ীর কাছে সুযোগ থাকবে দ্রাবিড়ের সঙ্গে ব্যবধান কমানোর।