রাহুল থিওরিতে মুগ্ধ গ্রেগ চ্যাপেল

রাহুল থিওরিই যে পাল্টে দিয়েছে ভারতকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অস্ট্রেলিয়াকে যদি পুরনো ছন্দ ফিরে পেতে হয়, এখন এই রাহুল থিওরিকেই আঁকড়ে ধরতে হবে স্মিথ-ওয়ার্নারদের দেশকে।

রাহুল থিওরিতে মুগ্ধ গ্রেগ চ্যাপেল
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: May 12, 2021 | 6:13 PM

সিডনি: অস্ট্রেলিয়ার ‘মস্তিষ্ক’ ব্যবহার করেই ভারতীয় ক্রিকেটকে পাল্টে দিয়েছেন রাহুল দ্রাবিড় (Rahul Dravid)। এমনই মন্তব্য করলেন ভারতের প্রাক্তন কোচ গ্রেগ চ্যাপেল (Greg Chappell)। বেশ কয়েক বছর ধরে ভারতীয় ক্রিকেটকে একের পর এক ক্রিকেটার উপহার দিচ্ছেন দ্রাবিড়। বয়সভিত্তিক জাতীয় টিমগুলোর কোচ হিসেবে কাজ করছেন তিনি। এখন জাতীয় অ্যাকাডেমির ডিরেক্টর। লোকেশ রাহুল থেকে শুভমন গিল— তরুণ প্রজন্মের ক্রিকেটাররা যেন সাফল্যে ভরিয়ে দিচ্ছেন ভারতকে (India)।

দ্রাবিড়ের এই সাফল্য নিয়ে চ্যাপেল বলেছেন, ‘একটা সময় অস্ট্রেলিয়া যে ভাবে তরুণ প্রজন্মকে তুলে আনত, ঠিক সেই কাজটাই করছে ভারতের রাহুল দ্রাবিড়। ও অস্ট্রেলিয়ান মডেলটাকে ফলো করেছে। সেটাকে কাজে লাগিয়েই সাফল্য দিচ্ছে টিমকে। নতুন প্রজন্ম তুলে আনছে।’

অস্ট্রেলিয়া (Australia) আগের ঐতিহ্য অনেকটাই হারিয়ে ফেলেছে। নতুন মুখ উঠে আসছে না। স্টিভ স্মিথ, ডেভিড ওয়ার্নারদের পরবর্তী প্রজন্মের খোঁজ এখনও পায়নি অস্ট্রেলিয়া। পারফরম্যান্সে যার প্রভাব পড়ছে। চ্যাপেল এই খারাপ দিকটা চোখে আঙুল দিয়ে দেখিয়েছেন কর্তাদের। বলেছেন, ‘ঐতিহাসিক ভাবে আমরা কিন্তু সেরা একটা ক্রিকেট দেশ ছিলাম। যারা একটা সিস্টেম ফলো করত। সেই সিস্টেমের জন্যই তরুণ প্রজন্মকে তুলে আনা হত। কিন্তু সেই সিস্টেমটা বেশ কয়েক বছর হল নষ্ট হয়ে গিয়েছে। অসংখ্য নতুন মুখ রয়েছে, যারা গুরুত্ব পাচ্ছে না। এটা কিন্তু মেনে নেওয়া যায় না। একটাও প্লেয়ারকে হারানো ঠিক হবে না অস্ট্রেলিয়ান ক্রিকেটের পক্ষে।’

আরও পড়ুন: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আগে বিরাটদের অনুশীলন ভাবাচ্ছে শ্রীধর-ভরতকে

চলতি বছরের শুরুতেই ঘরের মাঠে ভারতের কাছে টেস্ট সিরিজ হেরে বসেছিল অস্ট্রেলিয়া। এই নিয়ে টানা দ্বিতীয় বার। যা আসলে ছিল অস্ট্রেলিয়ানদের কাছে বিরাট একটা ধাক্কা। কিন্তু তার পরও ওই দেশের বোর্ড খুব একটা পাল্টেছে বলে মনে করছেন না চ্যাপেল। তাঁর কথায়, ‘ব্রিসবেন টেস্টের কথা মনে করুন, ভারতীয় টিমে ৩-৪জন নতুন মুখ ছিল। যারা প্রথমবার টিমে খেলছিল। সবাই বলছিল, এটা ভারতের দ্বিতীয় টিম। কারণ, এই টিমের অধিকাংশ প্লেয়ারই ভারতের এ টিমের নিয়মিত ক্রিকেটার। একেবারে অন্য রকম একটা পরিবেশে ওরাই কিন্তু চাপটা সামলে সাফল্য দিল টিমকে।’

রাহুল থিওরিই যে পাল্টে দিয়েছে ভারতকে, তা নিয়ে কোনও সন্দেহ নেই। অস্ট্রেলিয়াকে যদি পুরনো ছন্দ ফিরে পেতে হয়, এখন এই রাহুল থিওরিকেই আঁকড়ে ধরতে হবে স্মিথ-ওয়ার্নারদের দেশকে।