T20 World Cup 2021: তেরঙ্গা রঙে শরীর রাঙিয়ে দুবাইতে হাজির থাকবেন ধোনি ভক্ত রাম বাবু

রবিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ধুন্ধুমার ম্যাচ চাক্ষুষ করতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত রাম বাবু (Ram Babu)।

T20 World Cup 2021: তেরঙ্গা রঙে শরীর রাঙিয়ে দুবাইতে হাজির থাকবেন ধোনি ভক্ত রাম বাবু
T20 World Cup 2021: তেরঙ্গা রঙে শরীর রাঙিয়ে দুবাইতে হাজির থাকবেন ধোনি ভক্ত রাম বাবু (ছবি-টুইটার)
Follow Us:
| Edited By: | Updated on: Oct 22, 2021 | 8:22 PM

দুবাই: রবিবার টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2021) ভারত-পাকিস্তানের (India vs Pakistan) ধুন্ধুমার ম্যাচ চাক্ষুষ করতে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হাজির থাকবেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির অন্ধভক্ত রাম বাবু (Ram Babu)। করোনার (COVID-19) কারণে দীর্ঘদিন দর্শকশূন্য গ্যালারিতে ক্রিকেট ম্যাচ হয়েছে। তবে বিদেশের গ্যালারিতে দর্শক প্রবেশের অনুমতি রয়েছে। এবং সঠিক সময়ে স্পনসর পাওয়ার ফলে ফের গ্যালারিতে হাজির থেকে বিরাটব্রিগেডের জন্য গলা ফাটাতে পারবেন মোহালির রাম বাবু।

টি-২০ বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচ নিয়ে রাম বাবু বলেন, “ভারত-পাকিস্তানের যে কোনো ম্যাচই ভক্তদের জন্য একটি স্মৃতি তৈরি করে এবং আমি আনন্দিত যে আমি ম্যাচটি দেখতে যাচ্ছি। আমি গত সপ্তাহে চাচা শিকাগোর সাথে কথা বলেছিলাম এবং বরাবরের মতোই, আমাদের কথার মধ্যে ছিল এখনও পর্যন্ত বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ভারতের জয় নিয়ে। এবং আমি আশা করি এটা এ বারও একই থাকবে। পাকিস্তান থেকে চাচা ক্রিকেট নামে পরিচিত চৌধুরী আবদুল জলিলের মতো ভক্তরাও বহু প্রতীক্ষিত ভারত-পাক দ্বৈরথ দেখার জন্য সংযুক্ত আরব আমিরশাহিতে আসছেন এবং আমি খুশি যে আমি সেখানে ভারতীয় পতাকা ওড়াতে পারব।”

গত ১৩ বছর ধরে বিভিন্ন স্টেডিয়ামে গিয়ে গিয়ে ভারতের জন্য চিৎকার করতে দেখা গিয়েছে রাম বাবুকে। ভারতীয় দলকে সমর্থন করার পাশাপাশি তিনি মোহালিতে পার্ট টাইম জব হিসেবে গাড়ি চালান। করোনার কারণে ক্রিকেটাররা বায়ো বাবলের মধ্যে থেকে খেলা চালিয়ে যাচ্ছেন। যার ফলে কোনও সমর্থকদের সঙ্গে দেখা করতেও পারবেন না কোনও দলের ক্রিকেটাররা। কিন্তু রাম বাবু জানিয়েছেন তিনি ভারতীয় টিমের হোটেলের বাইরে থেকেও কোহলিদের সমর্থন করবেন। এই নিয়ে ভারতীয় সমর্থক রাম বাবু বলেন, “ভক্তরা বায়ো-বাবলের প্রয়োজনীয়তা বুঝতে পারে এবং আমরা নিজেদের ভাগ্যবান বোধ করি যে আমরা ভারতের জন্য আনন্দ করতে সেখানে হাজির থাকতে পারব। অনেক ভারতীয় সংযুক্ত আরব আমিরশাহিতে বাস করে এবং তারা আমাদের পরিবারের মতোই সমর্থন করে। তাদের অনেকেই আমাদের রাতের খাবারের জন্য ডাকে এবং আমাদের স্টেডিয়ামেও নিয়ে যায়।”

আরও পড়ুন: T20 World Cup 2021: ভারত-পাক মহারণে নজরে যে ৫ সেরা ক্রিকেটার

আরও পড়ুন: T20 World Cup 2021: টিমের দায়বদ্ধতা নিয়ে প্রশ্ন তুলবেন না: মাহমুদুল্লাহ

আরও পড়ুন: T20 World Cup 2021: রোহিত-রাহুল, বুমরা-সামিতেই বিশ্বকাপ জিততে পারে ভারত, মত বিশেষজ্ঞদের