India vs West Indies: কোচ কুম্বলের কাছে কৃতজ্ঞ রবি বিষ্ণোই

Ravi Bishnoi: ভারতীয় টিমের হয়ে নামার জন্য মুখিয়ে আছেন রবি বিষ্ণোই।

India vs West Indies: কোচ কুম্বলের কাছে কৃতজ্ঞ রবি বিষ্ণোই
ভারতীয় টিমের হয়ে নামার জন্য মুখিয়ে আছেন রবি বিষ্ণোই (Pic Courtesy - Twitter)
Follow Us:
| Edited By: | Updated on: Jan 28, 2022 | 10:00 AM

মুম্বই: কুলদীপ যাদবের (Kuldeep Yadav) প্রত্যাবর্তন যেমন অবাক করার মতো, তেমনই ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে নির্বাচকরা চমক দিয়েছেন রবি বিষ্ণোইয়ের (Ravi Bishnoi) মতো তরুণ প্লেয়ারকে ভারতীয় টিমে নিয়ে। পঞ্জাব কিংসের হয়ে আইপিএলে দারুণ পারফরম্যান্স ভারতীয় টিমের দরজা খুলে দিয়েছে লেগস্পিনারের। ২০২০ সালের আইপিএলের আগে পঞ্জাব তাঁকে টিমে নেয়। অনিল কুম্বলের (Anil Kumble) মতো কিংবদন্তি স্পিনারের হাত ধরে রকেট গতিতে উত্থান হয়েছে তাঁর। সেই তিনিই এখন নতুন প্রজন্মের ক্রিকেটার হিসেবে রোহিত শর্মার টিমে। রবি কিন্তু এই সুযোগ পাওয়ার জন্য কৃতজ্ঞ কুম্বলের কাছে।

রবি বলছেনও, ‘আমি অনিল স্যরের কাছে অনেক কিছু শিখেছি। ওই জিনিসগুলোই ক্রিকেটার হিসেবে আমাকে আরও তৈরি করে দিয়েছে। চাপের মুখে কী ভাবে নিজেকে সামলাব, কঠিন পরিস্থিতিতে কী করা উচিত, এগুলো আমি শিখেছি ওঁর কাছে। এ সব থেকেই উন্নতি হয়েছে আমার।’

আইপিএলে প্রথম বার নেমেই ১৪টা উইকেট পেয়েছিলেন রবি। গত আইপিএলে আবার ৯ ম্যাচে ১২ উইকেট পেয়েছেন। কোচ কুম্বলে যে তাঁর পারফর্ম করার রাস্তাটা পাল্টে দিয়েছিলেন, তা নিয়ে কোনও সন্দেহ নেই। ‘অনিল স্যর আমার যেটা শক্তি, তাতে সব সময় ফোকাস করতে বলেছেন। স্বাভাবিক ক্রিকেটটা খেলার পাশাপাশি যেন টিমের পরিকল্পনা সফল করার চেষ্টা করি। আর সেই কারণেই পরীক্ষা নিরীক্ষা করতে বারণ করেছেন। খোলা মনে যাতে খেলতে পারি, সেই আত্মবিশ্বাসটা দিয়েছেন অনিল স্যরই।’

ভারতীয় টিমের হয়ে নামার জন্য মুখিয়ে আছেন রবি বিষ্ণোই। তাঁর কথায়, ‘সুযোগ পাওয়ার জন্য অপেক্ষা করব। আইপিএলের মতো লিগে যাতে সাফল্য পাই, তার জন্য প্রস্তুতি নিয়েছি। সব রকম ভাবে তৈরি রয়েছি। যাতে সুযোগ পেলে নিজের সেরাটা দিতে পারি। বরাবর আমার একমাত্র লক্ষ্য পারফর্ম করে যাওয়া। তারপর ভালো সুযোগের জন্য অপেক্ষা করা।’

পঞ্জাবের হয়ে খেলার সময় লোকেশ রাহুল ক্যাপ্টেন ছিলেন তাঁর। সেই তাঁকেই এ বার পাবেন লখনঔয়ে। আবার ভারতীয় টিমেও রাহুলের সঙ্গেই খেলবেন রবি। যা নিয়ে বলছেন, ‘পঞ্জাবে ওর সঙ্গে খেলেছি। লখনঔয়েও ও থাকছে। মানিয়ে নিতে সুবিধা হবে আমার। আগামী আইপিএলেও আমি সেরাটা দেওয়ার জন্য তৈরি থাকব।’