ধোনিকে ‘কিং কং’ বললেন শাস্ত্রী
মাহির প্রশংসা করে শাস্ত্রী বলেন, 'সাদা বলের ক্রিকেটে ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। আইসিসির টুর্নামেন্টে ওর রেকর্ড ঈর্ষণীয়। কি জেতেনি ও? আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, দুটো বিশ্বকাপ, আইসিসির সমস্ত ইভেন্ট। ওর রেকর্ডের ধারেকাছে কেউ নেই। সর্বকালের সেরা ও। ওকে কিং কং বলে ডাকা যেতে পারে। ওর প্রসার এতটাই বেশি।'
মুম্বই: হাতে আর বেশিদিন সময় নেই। ২৪ অক্টোবর থেকে টি২০ বিশ্বকাপ (T20 World Cup) অভিযান শুরু করবে ভারত (India)। কাউন্টডাউন শুরু হয়ে গিয়েছে। বিশ্বকাপের পরই কোচিং ছাড়ছেন রবি শাস্ত্রী। এ বারের বিশ্বকাপে বিরাটদের (Virat Kohli) মেন্টর হিসেবে দলের সঙ্গে যাচ্ছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিশ্বকাপে নামার আগে ধোনিকে দরাজ সার্টিফিকেট রবি শাস্ত্রীর (Ravi Shastri)।
ধোনিকে ‘কিং কং’ বললেন ভারতীয় দলের কোচ। মাহির প্রশংসা করে শাস্ত্রী বলেন, ‘সাদা বলের ক্রিকেটে ধোনি সর্বকালের সেরা অধিনায়ক। আইসিসির টুর্নামেন্টে ওর রেকর্ড ঈর্ষণীয়। কি জেতেনি ও? আইপিএল, চ্যাম্পিয়ন্স লিগ, দুটো বিশ্বকাপ, আইসিসির সমস্ত ইভেন্ট। ওর রেকর্ডের ধারেকাছে কেউ নেই। সর্বকালের সেরা ও। ওকে কিং কং বলে ডাকা যেতে পারে। ওর প্রসার এতটাই বেশি।’
এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এমনটাই বললেন রবি শাস্ত্রী। আইপিএলে ধোনির নেতৃত্বে ৩ বার চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। এ বছরও খেতাব জয়ের অন্যতম দাবিদার সিএসকে। শাস্ত্রী আরও বলেন, ‘ধোনি যেই দলের হয়ে অধিনায়কত্ব করে সেই দলের একটা প্লাস পয়েন্ট থাকে। টিমটা ধারে ভারে এগিয়ে থাকে। ওর হাতে কন্ট্রোল থাকে। অন্য দলে হয়তো চার কিংবা ছয় মারার বিগ হিটার থাকতেই পারে। কিন্তু ক্যাপ্টেন ধোনির সামনে সব কিছুই পাল্টে যেতে বাধ্য।’
২৮ বছর পর ধোনির নেতৃত্বে বিশ্বকাপ জেতে ভারত। এমনকি টি-২০ বিশ্বকাপ আত্মপ্রকাশের পর তাঁর নেতৃত্বেই চ্যাম্পিয়ন হয় টিম ইন্ডিয়া। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও মেন্টর হয়ে ফের ভারতীয় দলের শিবিরে ফিরেছেন ধোনি। তাঁর চ্যাম্পিয়ন্স লাককে কাজে লাগিয়ে টি-টোয়েন্টিতে ১৪ বছর পর বিশ্বসেরা হতে পারে কিনা ভারত সেটাই এখন দেখার।
আরও পড়ুন: জুনিয়র শুটিং বিশ্বকাপে ভারতের জয়জয়কার