টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বেস্ট অফ থ্রি চান শাস্ত্রী
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC final) জিতলেও শাস্ত্রীর কাজ শেষ হয়ে যাবে না।
মুম্বই: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপকে (World Test Championship) আরও আকর্ষণীয় করার জন্য বেস্ট অফ থ্রি ফাইনাল করার পরামর্শ দিচ্ছেন রবি শাস্ত্রী (Ravi Shastri)। নিউজিল্যান্ডের বিরুদ্ধে সেরা টেস্ট টিমের খেতাব জেতার জন্য মুখিয়ে আছেন বিরাট কোহলি-রোহিত শর্মারা। কাল ইংল্যান্ড রওনা দেবে ভারত (India)। টেস্ট চ্য়াম্পিয়নশিপ ফাইনালের পর ইংল্যান্ডের বিরুদ্ধে পূর্ণাঙ্গ সিরিজ খেলবেন বিরাটরা। সব মিলিয়ে কঠিন একটা সফরের আগে পুরোমাত্রায় তৈরি ভারতীয় ক্রিকেট টিম।
ভার্চুয়াল প্রেস মিটে ভারতীয় টিমের কোচ শাস্ত্রী বলেছেন, ‘এই টেস্ট চ্যাম্পিয়নশিপকে যদি আরও আকর্ষণীয় করতে হয়, তা হলে বেস্ট থ্রি ফাইনাল হওয়া উচিত।’
ইংল্যান্ডে পৌঁছে ১৪ দিনের কোয়ারান্টিনে থাকতে হবে ভারতীয় টিমকে। তার পর সাউদাম্পটনে প্র্যাক্টিসে নেমে পড়বেন বিরাটরা। শাস্ত্রী বলছেন, ‘এই প্রথম টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল হচ্ছে। এটাই সবচেয়ে বড় মঞ্চ। কারণ, টেস্ট ক্রিকেটই সবচেয়ে কঠিন। টেস্ট ক্রিকেটেই একজন ক্রিকেটারের পরীক্ষা হয়। একটা টিমকে এই জায়গায় পৌঁছতে হলে দুটো বছর ধরে ধারাবাহিক পারফর্ম করতে হয়। বিশ্বের বিভিন্ন কোণে সেরা প্রতিপক্ষদের হারিয়ে এই জায়গায় পৌঁছতে হয়। অনেক সমস্যার মধ্যে দিয়ে গিয়ে ভারত এই জায়গায় পৌঁছেছে। ফাইনালটা জিততে পারলে বিরাট একটা জয় হবে টিমের কাছে।’
টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল (WTC final) জিতলেও শাস্ত্রীর কাজ শেষ হয়ে যাবে না। ভারতীয় কোচের কথায়, ‘এটাতেই কাজ শেষ হবে না। ফুটবলে কোনও টিম যখন চ্যাম্পিয়ন্স লিগ জেতে, তাদের কাজ শেষ হয়ে যায় না। তারা আবার এগোতে শুরু করে। ভারতের ক্ষেত্রেও ব্যাপারটা তাই। মান বাড়ানো এবং নিজেদের সর্বোচ্চ জায়গায় ধরে রাখার প্রক্রিয়া চলতেই থাকবে। ফাইনালটা জেতার পর আবার অন্য লক্ষ্য সামনে রেখে এগোতে হবে।’
আরও পড়ুন: কাতারের বিরুদ্ধে টিমগেম চান সুনীল