ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্যে এক সুর রবি-বিরাটের
WTC ফাইনালের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রায় এক মাসের মত সময় পাবেন রোহিতরা। যেটা তাঁদের পক্ষেই যাবে মনে করছেন রবি-বিরাটরা।
মুম্বই: করোনা (COVID-19) আবহেই বিরাটব্রিগেড উড়ে যাচ্ছে ইংল্যান্ড। প্রথমে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ (WTC Final), তার পর ইংল্যান্ডের (England) বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টিম ইন্ডিয়া (Team India)। মহামারির কারণে ক্রিকেটারদের দীর্ঘদিন জৈব সুরক্ষা বলয়ে থাকতে হচ্ছে। সেখানে যাতে ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য ঠিক থাকে সে দিকে নজর দেওয়া উচিত। এমনটাই বলছেন টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী (Ravi Shastri) ও ভারত অধিনায়ক বিরাট কোহলি (Virat Kohli)।
ইংল্যান্ডে যাওয়ার আগে সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার হেড কোচ রবি শাস্ত্রী বলেছেন, “ইংল্যান্ডের বিরুদ্ধে ছ’সপ্তাহের মধ্যে ৫টি টেস্ট খেলতে হবে, এটা কোনও রসিকতা নয়। সব থেকে ফিট যে তাঁরও বিরতির প্রয়োজন। এর সঙ্গে শারীরিক অবস্থার পাশাপাশি মানসিক স্বাস্থ্যও জড়িত। যখন কাউকে একই কাজ বার বার করতে বলা হয়, তখন সে বিধ্বস্ত হয়ে পড়তেই পারে। যখন কোনও খারাপ দিন যায়, সেটা থেকে বেরিয়ে আসা অতটাও সহজ কাজ হয় না। তাই উচিত ছেলেদের ঘুরিয়ে ফিরিয়ে খেলানোর এবং ওদের মানসিকভাবে তরতাজা থাকাটাও জরুরি।”
ক্রিকেটারদের মানসিক স্বাস্থ্য নিয়ে একই কথা শোনা গেছে বিরাটের মুখেও। তিনি বলেছেন, “বর্তমানে যে পরিকাঠামোর মধ্যে থেকে প্রতিযোগিতা করছি তাতে অনুপ্রাণিত হওয়া এবং মানসিকভাবে শক্ত থাকার জায়গা খুঁজে পাওয়া খুব কঠিন। একটা জায়গায় সীমাবদ্ধ থাকা এবং চাপের সাথে পরিস্থিতি সামাল দেওয়া খুবই কঠিন কাজ। কাজের চাপ বাদ দিয়ে, এটি অবশ্যই ভবিষ্যতের আদর্শ হয়ে উঠবে। তখন মানসিক স্বাস্থ্যের দিকটিও সকলের নজর কাড়বে।”
তিনি আরও বলেন, “কারণ এখন আমরা এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি যেখানে কোথাও যাওয়ার সুযোগ নেই। মাঠে যাই, আবার মাঠ থেকে ফিরে আসি সোজা রুমে। খেলার বাইরে আর কোনও কিছু করার সুযোগ থাকে না। কোথাও হাঁটতে পর্যন্ত যাওয়া যায় না। এটা একটা বড় কারণ, আমার মনে হয় এটি অবহেলা করা উচিত নয়। এই দলটা গড়তে আমরা যতটা পরিশ্রম করেছি, মানসিক স্বাস্থ্যের কারণে সেটা ভেঙে পড়তে দিতে পারি না আমরা। ক্রিকেটারদের বিরতির প্রয়োজন হলে, তাদের অবশ্যই সেটা দেওয়ার ব্যবস্থা করতে হবে।”
WTC ফাইনালের পর, ইংল্যান্ডের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রায় এক মাসের মত সময় পাবেন রোহিতরা। যেটা তাঁদের পক্ষেই যাবে মনে করছেন রবি-বিরাটরা। ভিকের কথায়, “আমার মনে হয় সব কিছু ঠিক থাকলে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর, ৫ ম্যাচের সিরিজের চাপ সামলানোর আগে আমরা সতেজ হওয়ার ও পুনরায় শুরু করার জন্য যথেষ্ট ভালো সুযোগ পাব। অস্ট্রেলিয়ার মত দীর্ঘসময় বাবলে থাকতে হলে আমাদের পক্ষে এটা খুবই কঠিন হত।”
তিনি আরও বলেন, “কেবল আমাদের বাইরে যাওয়ার স্বাধীনতা ছিল। সেটাই আমাদের রিফ্রেশ করেছিল এবং পুনরায় নিজেদের তৈরি করাতে সাহায্য করেছিল। আমি মনে করি এই সিদ্ধান্তটি ঠিক। একটা বড় সিরিজের জন্য প্রস্তুত হওয়ার সময় পাব। একটা বড় সিরিজে খেলার আগে এই ধরণের সেটআপ দরকার। ইংল্যান্ডে সেই চ্যালেঞ্জটা ভয়ঙ্কর হতে পারে, তাই আমরা সিরিজের আগে সময়টা পেতে চাই।”
আরও পড়ুন: টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে বেস্ট অফ থ্রি চান শাস্ত্রী