Ravichandran Ashwin: ‘৪৮ ঘণ্টা আগেই জানতে পেরেছিলাম…’ WTC ফাইনালে না সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন অশ্বিন

WTC Final 2023 : বিশ্বের এক নম্বর টেস্ট বোলার রবিচন্দ্রন অশ্বিনকে (Ravichandran Ashwin) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ভারতের একাদশে রাখা হয়নি। অজিদের বিরুদ্ধে অশ্বিনের না খেলা নিয়ে রীতিমতো তোলপাড় ক্রিকেট বিশ্ব। এ বার অশ্বিন নিজে বিশ্ব টেস্ট ফাইনালে না খেলতে পারা নিয়ে মুখ খুললেন।

Ravichandran Ashwin: '৪৮ ঘণ্টা আগেই জানতে পেরেছিলাম...' WTC ফাইনালে না সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন অশ্বিন
Ravichandran Ashwin: '৪৮ ঘণ্টা আগেই জানতে পেরেছিলাম...' WTC ফাইনালে না সুযোগ পাওয়া নিয়ে মুখ খুললেন অশ্বিন Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Jun 16, 2023 | 11:22 AM

নয়াদিল্লি : এ বারের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল এখন অতীত। আজ থেকে শুরু হচ্ছে নতুন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের চক্র। অ্যাসেজ সিরিজ দিয়ে শুরু হচ্ছে WTC-র তৃতীয় চক্র। কিন্তু ক্রিকেট মহলে এখনও চলতি বছরের বিশ্ব টেস্ট ফাইনালে ভারতের (India) হারের কারণ নিয়ে চর্চা থামছে না। এখনও ক্রিকেট বিশেষজ্ঞ থেকে শুরু করে দেশ-বিদেশের প্রাক্তন ক্রিকেটাররা রোহিত শর্মার ভারতের হারের কারণ নিয়ে কাঁটাছেড়া করছেন। এই আলোচনার মধ্যে ঘুরে ফিরে আসছে রবিচন্দ্রন অশ্বিনের (Ravichandran Ashwin) মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটারকে কেন WTC ফাইনালে খেলাল না ভারত। এই নিয়ে অশ্বিন এতদিন কিছু না বললেও এ বার মুখ খুলেছেন। অশ্বিন জানিয়েছেন, তিনি বিশ্ব টেস্ট ফাইনালের ৪৮ ঘণ্টা আগে থেকেই জানতেন ভারতের একাদশে তাঁর ঠাঁই হবে কিনা। বিস্তারিত রইল TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের হারের প্রথম কারণ কী? কারও কাছে এটা জানতে চাওয়া হলে একবাক্যে সকলে বলবেন, রবিচন্দ্রন অশ্বিনকে একাদশে না রাখা। বিশ্ব টেস্ট ফাইনালের পুরো চক্রে দলকে এগিয়ে নিয়ে যাওয়ার পিছনে সাহায্য করার পরও ফাইনালে সুযোগ পাননি অশ্বিন। তাঁর কি খারাপ লেগেছিল? এতদিন অশ্বিন এই নিয়ে কিছু বলেননি। এ বার জানালেন মনের কথা। তিনি বলেন, ‘ফাইনালে খেলতে পারলে তো নিশ্চয়ই খুব ভালো লাগত। কারণ আমি ফাইনালে পৌঁছাতে দলকে সাহায্যও করেছিলাম। এমনকি আগের বারের ফাইনালেও চারটে উইকেট পেয়েছিলাম। আমি ফাইনালের ৪৮ ঘণ্টা আগেই জানতাম যে একাদশে থাকব না। তাই আমি চেয়েছিলাম খেতাব জয়ের জন্য সতীর্থদের সাহায্য করতে। কারণ ফাইনালে ওঠার জন্য আমিও একটা ভূমিকা পালন করেছিলাম।’

বিদেশের মাটিতে অতীতে যে দুর্দান্ত পারফর্ম করেছেন সে কথা সকলেরই জানা। আইসিসি ব়্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা বোলার অশ্বিন বলেন, ‘সেই ২০১৮-১৯ মরসুম থেকেই বিদেশের মাটিতে আমার পারফরম্যান্স ভালোই। আমার মনে হয় আমি দেশকে বহু ম্যাচ জেতাতেও পেরেছি।’

অশ্বিন বিশ্ব টেস্ট ফাইনালে টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত নিয়ে বলেন, ‘কোচ-অধিনায়কের দিক থেকে ভাবতে গেলে বলতে হবে, শেষ বার ইংল্যান্ড সফরে যখন আমাদের সিরিজ ২-২ হল, তখন হয়তো ওদের মনে হয়েছিল ৪ পেসার এবং এক স্পিনারটাই হবে সঠিক কম্বিনেশন। তাই হয়তো ফাইনালে ওই দল নামানো হয়েছিল। তা ছাড়া ইংল্যান্ডে সমস্যা হল, স্পিনাররা চতুর্থ ইনিংসের আগে তেমন সুবিধাও করতে পারে না। আর চতুর্থ ইনিংস খুব গুরুত্বপূর্ণ হয়।’ অশ্বিনের এই কথা থেকে পরিষ্কার যে তিনি, সরাসরি টিম ম্যানেজমেন্টের WTC ফাইনালে একাদশের সিদ্ধান্তের বিরোধিতাও করেননি।