ICC ODI World Cup 2023: বাড়িতে খোশমেজাজে ছিলেন, হঠাৎই এল বিশ্বকাপের ডাক! তারপর?
Ravichandran Ashwin: চেন্নাই অশ্বিনের ঘরের মাঠ। সেখানেই খেলে বড় হয়ে ওঠা তাঁর। সেই মাঠেই বিশ্বকাপের মঞ্চে আবারও জাত চিনিয়েছেন তিনি। কিন্তু এর পিছনের কাহিনিটা অজানা অনেকের।
চেন্নাই: এ বারের বিশ্বকাপে (ICC ODI World Cup 2023) ভারতের বড় চমক রবিচন্দ্রন অশ্বিন (Ravichandran Ashwin)। এই অভিজ্ঞ স্পিনারের কামব্যাকে খুশি টিম ইন্ডিয়া। অক্ষর প্যাটেল চোটে ছিটকে যাওয়ার কারণে বিশ্বকাপ দলে জায়গা পান অশ্বিন। ‘পুরনো চাল, ভাতে বাড়ে’, কামব্যাকেই তা প্রমাণ করে দিয়েছেন তিনি। বিশ্বকাপের প্রথম ম্যাচে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যামেরন গ্রিনের উইকেট নেন। তারপরই জানান, দলে ফেরা নিয়ে কোচ রাহুল দ্রাবিড় ও অধিনায়ক রোহিত শর্মার সঙ্গে কী কথা হয়েছিল তাঁর। কী বলছেন অশ্বিন? TV9 Bangla Sports-এর প্রতিবেদনে বিস্তারিত।
চেন্নাই অশ্বিনের ঘরের মাঠ। সেখানেই খেলে বড় হয়ে ওঠা তাঁর। সেই মাঠেই বিশ্বকাপের মঞ্চে আবারও জাত চিনিয়েছেন তিনি। কিন্তু এর পিছনের কাহিনিটা অজানা অনেকের। ঘরোয়া কয়েকটি ম্যাচ খেলে বাড়িতে বিশ্রাম নিচ্ছিলেন অশ্বিন। তখনই হঠাৎই বিশ্বকাপের হাতছানি। অক্ষয় প্যাটেলের পরিবর্ত হিসেবে ওয়াশিংটন সুন্দর ও অশ্বিনের নাম সবার প্রথম এসেছিল কোহলিদের কোচ রাহুল দ্রাবিড়ের মাথায়। এরপর অশ্বিনকেই বেছে নেয় টিম ইন্ডিয়া। প্রয়োজনে তাঁকে ডাকা হতে পারে, এ কথা আগেই অশ্বিনকে জানান দ্রাবিড়। নিছক মজা করেই অশ্বিনও বলেন, “আমায় যেন আবার প্রয়োজন না পড়ে।” তবে এটাই সত্যি হল। শেষ পর্যন্ত অশ্বিনের উপর আস্থা রাখল টিম ম্যানেজমেন্ট।
চেন্নাইয়ের মাঠে খেলেই বড় হয়ে উঠেছেন তিনি। সেই মাঠে এ বারে বিশ্বকাপে ভারতের প্রথম ম্যাচে খেলেছেন তিনি। মাঠ নিয়ে তাঁর বক্তব্য, “চেন্নাইয়ে প্রচুর ক্রিকেট খেলেছি। তবে এমন আগে পিচ দেখিনি। অনেক জায়গাই ভেঙে গিয়েছে। ভালোই হয়েছে টস হেরে গিয়েছি আমরা। দ্বিতীয় ইনিংসে হ্যাজলউড এবং বাকিদের বল যে ভাবে নীচু হচ্ছিল, তা দেখে ড্রেসিংরুমে বসে ভাবছিলাম আমাদের কী হবে। তবে দর্শক আমাদের জন্য সব সময় গলা ফাটিয়ে গিয়েছে। এই পিচে এক রকম গতিতে বল করা ভীষণই কঠিন। পিচ বুঝতে আমার প্রথম ৬-৮ বল লেগে গিয়েছিল।”