Ravindra Jadeja Record: কপিল দেবের পাশে জাডেজা! ‘অলরাউন্ড’ রেকর্ড গড়লেন
India vs England 3rd Test: রাজকোটে 'ঘরের' মাঠে রাজ করলেন রবীন্দ্র জাডেজা। রাজকোটের পিচকে ব্যাটিং প্যারাডাইস বলা হয়। ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছিল। মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে ভারতীয় দল। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় জাডেজাকে। রোহিত শর্মার সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপ। ৭৭ রানের জুটি গড়েন সরফরাজের সঙ্গেও। প্রথম দিনের শেষে ১১০ রানে অপরাজিত জাডেজা।
ভারতীয় দলে রবীন্দ্র জাডেজার প্রয়োজন এবং গুরুত্ব কতটা, আরও একবার প্রমাণ পাওয়া গেল। ভারত-ইংল্যান্ড পাঁচ ম্যাচের সিরিজ সমতায়। প্রাথমিক ভাবে প্রথম দু-ম্যাচ থেকে সরে দাড়িয়েছিলেন বিরাট কোহলি। বাকি তিন ম্যাচেও পাওয়া যাবে না কিং কোহলিকে। গত ম্যাচে চোটের জন্য খেলতে পারেননি লোকেশ রাহুল এবং রবীন্দ্র জাডেজাও। দ্বিতীয় জন ফিরলেও রাহুল এই ম্যাচেও নেই। দল থেকে ছেঁটে ফেলা হয়েছে ‘চোট’ থাকা শ্রেয়স আইয়ারকেও। ব্যাটিং অর্ডারে একঝাঁক তরুণ। এর মাঝে দলকে ভরসা দিলেন স্যার জাডেজা। অনন্য রেকর্ডও গড়লেন। বিস্তারিত জেনে নিন TV9 Bangla Sports-এর এই প্রতিবেদনে।
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার রবীন্দ্র জাডেজা। গত কয়েক বছর টেস্টে তাঁর ব্যাটিং ভারতের অন্যতম সেরা প্রাপ্তি। জাডেজার বোলিং এবং ফিল্ডিং বরাবরই ভালো। ব্যাটিংয়ের ক্ষেত্রেও ভরসা যোগ্য। প্রথম শ্রেনির ক্রিকেটে তিনটি ট্রিপল সেঞ্চুরিও রয়েছে। ভারতীয় টেস্ট দলে তাঁর ব্যাটিং ক্রমশ ক্ষুরধার হয়ে উঠেছে। সেটা দেশের মাটিতেই হোক কিংবা বিদেশে। হায়দরাবাদে প্রথম টেস্টে অনবদ্য ব্যাটিং করেছিলেন। যদিও অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন। রান আউট হয়েছিলেন জাডেজা। সেই রান কমপ্লিট করতে গিয়েই হ্যামস্ট্রিংয়ে চোট। গত ম্যাচে পাওয়া যায়নি।
রাজকোটে ‘ঘরের’ মাঠে রাজ করলেন রবীন্দ্র জাডেজা। রাজকোটের পিচকে ব্যাটিং প্যারাডাইস বলা হয়। ভারত টসে জিতে ব্যাটিং নিয়েছিল। মাত্র ৩৩ রানেই ৩ উইকেট হারিয়ে প্রবল চাপে পড়ে ভারতীয় দল। ব্যাটিং অর্ডারে প্রোমোশন দেওয়া হয় জাডেজাকে। রোহিত শর্মার সঙ্গে ২০৪ রানের পার্টনারশিপ। ৭৭ রানের জুটি গড়েন সরফরাজের সঙ্গেও। প্রথম দিনের শেষে ১১০ রানে অপরাজিত জাডেজা। এই ইনিংসে টেস্ট ক্রিকেটে ৩ হাজার রানের মাইলফলকও পেরিয়েছেন।
তৃতীয় ভারতীয় হিসেবে টেস্টে ৩ হাজার রান এবং আড়াইশোর বেশি উইকেটের ক্লাবে রবীন্দ্র জাডেজা। ভারতের বিশ্বজয়ী অধিনায়ক কপিল দেব টেস্ট কেরিয়ারে ১৩১ ম্যাচে করেছেন ৫২৪৮ রান এবং ঝুলিতে ৪৩৪ উইকেট। রবীন্দ্র জাডেজার বোলিং পার্টনার রবিচন্দ্রন অশ্বিনের ৯৮ ম্যাচে রয়েছে ৩২৭১ রান এবং ৪৯৯ উইকেট। জাডেজার ৭০ ম্যাচে ৩০০৩ রান এবং ২৮০ উইকেট। রান এবং উইকেট দুটোই যে এই তরতরিয়ে বাড়বে, এই প্রত্যাশা রাখাই যায়।