Virat kohli : টুপির আড়ালে কান্না লুকোলেন, চেয়ারে ঘুষি; সেরাটা দিয়েও ট্র্যাজিক ‘কিং’ বিরাট
RCB vs GT, IPL 2023 : এ বারের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬১ বলে ১০১ রানের ইনিংস। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচেও বিরাটের ব্যাটে এসেছে শতরান।
বেঙ্গালুরু: দারুণ ফর্ম, জোড়া সেঞ্চুরি, আইপিএলের ইতিহাসে রেকর্ড সপ্তম শতরান। তবুও পারলেন না। আরও একবার স্বপ্ন ভঙ্গ বিরাট কোহলির, আরও একবার হৃদয় ভাঙল আরসিবি জনতার। রবিবার যুগপৎ আনন্দ ও দুঃখ ছুঁয়ে গিয়েছে বিরাট কোহলিকে। আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি সাতটি শতরানের মালিক হয়েছেন (RCB vs GT)। গ্যালারিতে উপস্থিত নায়িকা স্ত্রী তাঁর জীবনের আসল নায়কের দিকে ছুঁড়ে দিচ্ছেন মুহূমুর্হূ চুমু। এমন সুন্দর মুহূর্তের সময়ও বিরাট জানতেন না, ম্যাচ শেষে তাঁকেই টুপির আড়ালে মুখ লুকোতে হবে। ভারতীয় ক্রিকেটের ভবিষ্যৎ বলে পরিচিত এক তরুণের ব্যাট স্বপ্ন ভেঙে চুরমার করে দিয়েছে। ইস্পাত কঠিন দৃষ্টি, ম্যাচের পর কোহলির (Virat Kohli) মুখের জ্যামিতি বলে দিচ্ছিল হৃদয়ভঙ্গের যন্ত্রণা। সামনের চেয়ারের কয়েকটা ঘুষি মেরে রাগের বহিঃপ্রকাশ ঘটালেন। আগের ১৫ বারের মতো এ বারও হল না। ২০২৩ আইপিএলের (IPL 2023) ট্র্যাজিক নায়ক হয়ে থেকে গেলেন বিরাট। বিস্তারিত Tv9 Bangla Sports-র এই প্রতিবেদনে।
এ বারের আইপিএলে দুরন্ত ফর্মে ছিলেন বিরাট কোহলি। সানরাইজার্স হায়দরাবাদের বিরুদ্ধে ৬১ বলে ১০১ রানের ইনিংস। রবিবার গুজরাট টাইটান্সের বিরুদ্ধে ডু অর ডাই ম্যাচেও বিরাটের ব্যাটে এসেছে শতরান। পরপর দুটো ম্যাচে জোড়া শতরান হাঁকিয়েও দলকে প্লে অফে তুলতে না পারার যন্ত্রণা তাঁকে কুরে কুরে খাচ্ছে। অন্যদিকে ভাগ্যের জোরে চতুর্থ দল হিসেবে প্লে অফে পৌঁছে গিয়েছে মুম্বই ইন্ডিয়ান্স। আরসিবি সমর্থকদের মন খারাপ। প্রবল হতাশায় মহম্মদ সিরাজ মাঠের মধ্যেই শুয়ে পড়ে পড়েন। তাঁরও চোখে জল টলমল। ম্যাচ শেষ হওয়ার পর বিরাটের প্রতিক্রিয়া দেখে সবচেয়ে বেশি মন খারাপ নেটপাড়ার। কিছুক্ষণ বসে থেকে নিজেকে শান্ত করেন, এরপর মাঠে প্রবেশ করে মুখে হাসি নিয়ে এসে শুভমন গিলকে শুভেচ্ছা জানান। পরে আরসিবির গোটা দল মাঠ প্রদক্ষিণ করে চিন্নাস্বামীর দর্শকদের ধন্যবাদ জানিয়েছে।
— Gujarat Titans (@Gujrat_titans_) May 21, 2023
ব্যাটিং-বোলিং সবদিক থেকেই আজ অনবদ্য ছিল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। শুধুমাত্র শুভমন গিলকে আটকানোর মতো অস্ত্র খুঁজে পাননি মহম্মদ সিরাজরা। এখানেই পিছিয়ে পড়ল আরসিবি। এ বারের মতো অভিযান শেষ। আরও একবছরের অপেক্ষা। ১৭তম আইপিএলে ফের নতুন স্বপ্ন নিয়ে নয়া উদ্যোমে নেমে পড়বেন কোহলিরা।