Rinku Singh: দেশের জার্সিতে প্রথম বার চূড়ান্ত ‘হতাশ’ করলেন রিঙ্কু সিং!
India Tour of Zimbabwe: টি-২০ বিশ্বকাপে স্ট্যান্ড বাইতে ছিলেন রিঙ্কু সিং। তিনি মূল টিমে সুযোগ না পাওয়ায় অনেকেই সরব হয়েছিলেন। ক্রিকেট মহল ধরেই নিয়েছিল জিম্বাবোয়ে সিরিজে রিঙ্কু সিং হবেন ভারতের সফল ফিনিশার। কিন্তু প্রথম ম্যাচে তেমনটা দেখা গেল না।
কলকাতা: হারারেতে যেন ভারতের ব্যাটিং বিপর্যয় হল। জিম্বাবোয়েকে (Zimbabwe) ১১৫ রানে আটকে দিয়েছিলেন রবি বিষ্ণোই, ওয়াশিংটন সুন্দররা। কিন্তু শুরু থেকেই উইকেট হারাতে থাকে টিম ইন্ডিয়া। ওপেনিংয়ে শুভমন গিলের সঙ্গে নেমে দাগ কাটতে পারেনি অভিষেক শর্মা। এ বারের আইপিএলে তিনি দুরন্ত ছন্দে ছিলেন। কিন্তু দেশের হয়ে অভিষেক টি-২০ ম্যাচ খেলতে নেমে শূন্যে আউট শুভমনের ছেলেবেলার বন্ধু। তিনি ছাড়াও জিম্বাবোয়ের বিরুদ্ধে শূন্যে আউট হয়েছেন রিঙ্কু সিং। বিশ্বকাপে স্ট্যান্ড বাইতে ছিলেন। প্র্য়াক্টিসও করেছিলেন। কিন্তু সুযোগ না পাওয়ার হতাশা যেন কাজ করছিল। তার ছাপই দেখা গেল হারারেতে। দেশের জার্সিতে প্রথম বার চূড়ান্ত হতাশ করলেন রিঙ্কু সিং (Rinku Singh)।
রিঙ্কু সিং এক্সট্রা বাউন্সে চাপে পড়েন। পুল শট খেলতে চেয়েছিলেন, কিন্তু শেষ মুহূর্তে তাঁর ব্যাট ঘুরে যায়। তেন্ডাই চাতারা তুলে নেন রিঙ্কু সিংয়ের উইকেট। শূন্যে ফেরেন আলিগড়ের ছেলে। টি-২০ বিশ্বকাপ রিঙ্কু সুযোগ পাননি বলে অনেকেই সওয়াল তুলে ছিলেন। মনে করা হচ্ছিল তিনি যদি মূল টিমে সুযোগ পেতেন ভারতের সফল ফিনিশার হতেন।
ক্রিকেট মহল মনে করেছিল বিশ্বকাপে রিঙ্কু সুযোগ পাননি ঠিকই, কিন্তু জিম্বাবোয়ের বিরুদ্ধে যাদু দেখাবেন। কিন্তু কোথায় কী! ফিনিশার তো দূর বরং রিঙ্কু সিং প্রথম বার আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে শূন্যে আউট হলেন। এরপর সোশ্যাল মিডিয়ায় ফের ট্রেন্ডিংয়ে কেকেআরের তারকা। বিশ্বকাপের সময় রিঙ্কু যেমন সমর্থন পাচ্ছিলেন, জিম্বাবোয়ের বিরুদ্ধে শূন্যে আউট হওয়ায় সমালোচিতও হচ্ছেন। তবে সমর্থকরা আশাবাদী, দ্রুতই আত্মবিশ্বাস ফিরবে রিঙ্কুর। আর আত্মবিশ্বাসী রিঙ্কু সিং কতটা ভয়ঙ্কর হতে পারে, সকলেরই জানা।
Abhishek Sharma 0(4) Ruturaj Gaikwad 7(9) Riyan Parag 2(3) Rinku Singh 0(2) Aur in sabko world cup squad me shamil hona tha 🤨
India 28/4 lowest score in power play against Zimbabwe.#INDvsZIM pic.twitter.com/tjATRCTk9e
— Rajkumar Meena (@Rajkumar0440) July 6, 2024
IPL Talent exposed today.
– Top performers like Ruturaj Gaikward, Abhishek Sharma and Rinku Singh performed badly. Two of them gone for a Golden Duck 🦆 #INDvsZIM #INDvZIM #ZIMvsIND pic.twitter.com/j5jxPs3Kp7
— Ehtisham Siddique (@iMShami_) July 6, 2024