Rinku Singh: নীতীশের কাছে ব্যাট ধার করে নেমেছিলেন মাঠে, রিঙ্কুর ৫ ছক্কার কাহিনি ফাঁস!

GT vs KKR, IPL 2023: গত বারের চ্যাম্পিয়ন গুজরাটের বিরুদ্ধে শেষ ওভারে টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়ে কেকেআরকে ম্যাচ জিতিয়েছেন রিঙ্কু সিং।

Rinku Singh: নীতীশের কাছে ব্যাট ধার করে নেমেছিলেন মাঠে, রিঙ্কুর ৫ ছক্কার কাহিনি ফাঁস!
নাইট সুপারস্টার রিঙ্কুকে নিজের প্রিয় জিনিস পুরস্কার দিলেন রানা
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2023 | 12:44 PM

আমেদাবাদ: ‘অসম্ভব’ এই শব্দটা রিঙ্কু সিংয়ের (Rinku Singh) ডিকশনারিতে নেই বললেই চলে। আমেদাবাদে রবিবাসরীয় আইপিএল (IPL) জমিয়ে দিয়েছিলেন নাইট তারকা রিঙ্কু। আলিগড়ের বছর ২৫ এর রিঙ্কুর মহাকাব্যিক পাঁচ ছক্কার ঘোর এখনও কাটছে না ক্রিকেট প্রেমীদের। আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে গুজরাট টাইটান্সের বিরুদ্ধে শেষ ওভারে যখন যশ দয়ালের বল একের পর এক বাউন্ডারির বাইরে পাঠাচ্ছিলেন রিঙ্কু, সেই সময় প্রায় হৃদয় হাতের মুঠোয় ধরে বসেছিল নাইট শিবির। শেষ ওভারে টানা ৫ বলে ৫টি ছক্কা মারার পর রিঙ্কু যখন কেকেআরকে (KKR) জেতালেন, সেই সময় সবার আগে উচ্ছ্বসিত হতে মাঠের মধ্যে ছুট্টে ঢুকে পড়েন নাইট ক্যাপ্টেন নীতীশ রানা (Nitish Rana)। তাঁর চোখ-মুখই বলে দিচ্ছিল রিঙ্কু সত্যিকার অর্থেই এক দুরন্ত নাইট যোদ্ধা। আর ম্যাচের শেষে জানা গেল, মাঠে নামার আগে অধিনায়ক রানার ইচ্ছের বিরুদ্ধে গিয়েছিলেন রিঙ্কু। তাতে যদিও রানা হতাশ নন। উল্টে তাঁর ইচ্ছের বিরুদ্ধে যাওয়া রিঙ্কুকে এক দারুণ পুরস্কার দিয়েছেন রানা। কী সেই পুরস্কার? বিস্তারিত জেনে নিন TV9Bangla-র এই প্রতিবেদনে।

ম্যাচের শেষে রিঙ্কুকে কার্যত কোলে তুলে নেন নীতীশ রানা। আবেগে-উচ্ছ্বাসে ভাসছিল নাইট শিবির। মধ্যমণি অবশ্যই রিঙ্কু সিং। ম্যাচের শেষে রানা জানান, যে ব্যাটে রিঙ্কু টানা ৫ বলে ৫ ছক্কা হাঁকিয়েছেন সেটি তাঁর ব্যাট। ১৬তম আইপিএলে কেকেআরের হয়ে প্রথম ২টো ম্যাচে রানা যে ব্যাট নিয়ে খেলেছিলেন গুজরাটের বিরুদ্ধে সেই ব্যাট নিয়ে খেলতে নেমেছিলেন রিঙ্কু সিং।

সোশ্যাল মিডিয়ায় কেকেআরের শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে, রানাকে প্রশ্ন করা হয় এটি কোন ব্যাট? উত্তরে তিনি বলেন, ‘এটা আমার ম্যাচ ব্যাট। আইপিএলের প্রথম ২টো ম্যাচ আমি এই ব্যাটেই খেলেছি। পুরো ঘরোয়া টি-টোয়েন্টি মরসুম সৈয়দ মুস্তাক আলি এবং গত বছরের শেষ কয়েকটা ম্যাচ আমি এই ব্যাটেই খেলেছি। আজ আমি ব্যাট বদল করেছিলাম। রিঙ্কু আমার কাছে ব্যাটটা খুঁজেছিল। আমার ব্যাটটা ওকে দেওয়ার খুব একটা ইচ্ছে ছিল না। কিন্তু ভেতর থেকে কেউ ব্যাটটা নিয়ে এসেছিল। তখনই আমি বুঝতে পেরেছিলাম রিঙ্কু এই ব্যাটটাই নেবে। কারণ ব্যাটটা তুলনামূলক হালকা। এই ব্যাটটা তো আর আমার নয় এখন। এটা এ বার থেকে রিঙ্কুর।’

কেকেআরের শেয়ার করা আরও একটি ভিডিয়োতে দেখা যায় রিঙ্কুকে নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করার পর, তাঁকে খাবার খেতে বলেন নীতীশ রানা। সঙ্গে আরও বলেন অনেক ম্যাচ এখনও বাকি। সেগুলিতেও তাঁকে তো রান করতে হবে রিঙ্কুকে।