আইসোলেশনে পন্থ, ওপেনার ভাবনায় মায়াঙ্ক

India vs County Select XI: ২০ জুলাই, মঙ্গলবার থেকে ডারহ্যামে (Durham) কাউন্টি একাদশের (County Select XI) বিরুদ্ধে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলির ভারত।

আইসোলেশনে পন্থ, ওপেনার ভাবনায় মায়াঙ্ক
আইসোলেশনে পন্থ, ওপেনার ভাবনায় মায়াঙ্ক
Follow Us:
| Edited By: | Updated on: Jul 19, 2021 | 7:41 PM

ডারহ্যাম: ২০ জুলাই, মঙ্গলবার থেকে ডারহ্যামে (Durham) কাউন্টি একাদশের (County Select XI) বিরুদ্ধে ৩ দিনের প্রস্তুতি ম্যাচ খেলবে বিরাট কোহলির ভারত। কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন ভারতীয় ক্রিকেটার ঋষভ পন্থ (Rishabh Pant)। এখনও আইসোলেশনে রয়েছেন পন্থ। তাঁর জায়গায় কিপিং করতে পারেন কেএল রাহুল (KL Rahul)। পাশাপাশি চোটের কারণে শুভমন গিল (Shubman Gill) না থাকায় ওপেনিংয়ে সুযোগ পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল (Mayank Agarwal)।

জো রুটদের বিরুদ্ধে ৫ ম্যাচের টেস্ট সিরিজ শুরু হওয়ার আগে, প্রস্তুতি ম্যাচে নিজেদের ঝালিয়ে নিতে চাইছেন রোহিত-রাহানেরা। ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের আগে টিম ম্যানেজমেন্ট প্রস্তুতি ম্যাচেই প্রথম শ্রেণির ক্রিকেট দেখতে চাইছে। বিসিসিআইয়ের (BCCI) সূত্রের খবর, ঋষভ পন্থ করোনা আক্রান্ত হওয়ার পর ১০দিন আইসোলেশেন কাটিয়ে ফেলেছেন। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠছেন। তবে ডারহ্যামের বায়ো বাবলে যোগ দেওয়ার মতো অবস্থায় পৌঁছননি পন্থ। বিসিসিআইয়ের এক কর্তা বলেন, “পন্থ অনুশীলন ম্যাচের সময় ডারহ্যামে এসে পৌঁছলেও ওকে যথেষ্ট বিশ্রাম দেওয়া হত। ওর করোনা হওয়ার কোনও উপসর্গ ছিল না। কিন্তু এখন ও যেহেতু সংক্রামিত হয়েছে তাই ওর পর্যাপ্ত বিশ্রাম দরকার। নট্যিংহ্যামে প্রথম টেস্টের আগে ওকে ভালো ভাবে অনুশীলনও করতে হবে।”

ঋষভ পন্থ ছাড়াও ভারতীয় দলে কিপার-ব্যাটসম্যান হিসেবে ঋদ্ধিমান সাহা রয়েছেন। যদিও সতর্কতামূলক ব্যবস্থার জন্য তিনিও আইসোলেশনে রয়েছেন। এই পরিস্থিতিতে আপাতত কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে কেএল রাহুলকে দেখা যেতে পারে টিম ইন্ডিয়ার কিপার-ব্যাটসম্যানের ভূমিকায়। পাশাপাশি টিম ম্যানেজমেন্ট গভীর ভাবে মায়াঙ্ক আগরওয়ালের খেলা পর্যবেক্ষণ করছে। গিলের পরিবর্ত হিসেবে তাঁকে ব্যাবহার করা যায় কিনা, সেই দিকটি খতিয়ে দেখছে। যদিও অস্ট্রেলিয়া সিরিজের পর আর কোনও টেস্টে খেলেননি মায়াঙ্ক। তবুও রুটদের বিরুদ্ধে তাদের ঘরের মাঠে এবার রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নামার সুযোগ পেতে পারেন মায়াঙ্ক আগরওয়াল।

বিকল্প ওপেনার হিসেবে কেএল রাহুলও রয়েছেন বিরাটদের সংসারে। তবে তাঁকে মিডল অর্ডারে খেলাতে আগ্রহী টিম ম্যানেজমেন্ট। সব মিলিয়ে কাউন্টি সিলেক্ট একাদশের বিরুদ্ধে মায়াঙ্ক-রাহুল খেলেন কিনা সেদিকে নজর রাখবেন ক্রিকেটপ্রেমীরা। আর এখান থেকেই খানিকটা পরিস্কার হয়ে যাবে রুটদের বিরুদ্ধে ভারতের প্রথম একাদশে ঢোকার সম্ভাবনা থাকবে কোন কোন ক্রিকেটারের।

আরও পড়ুন: Shikhar Dhawan: আন্তর্জাতিক ক্রিকেটে ওপেনার ধাওয়ানের ১০ হাজার রান