Rohit-Babar: গাড়ি-বাড়ি-সংসার, মেলবোর্নের মহারণের আগে রোহিত-বাবরের জমিয়ে আড্ডা

রোহিতকে সবসময় সিনিয়র হিসেবে দেখেছেন এবং মেন ইন ব্লু ক্যাপ্টেন কাছ থেকে শেখার চেষ্টা করেন। অকপটে বলে দিলেন বাবর।

Rohit-Babar: গাড়ি-বাড়ি-সংসার, মেলবোর্নের মহারণের আগে রোহিত-বাবরের জমিয়ে আড্ডা
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 15, 2022 | 1:21 PM

মেলবোর্ন: দুই চিরপ্রতিদ্বন্দ্বী ক্রিকেট টিমের দুই অধিনায়ক। রোহিত শর্মা ও বাবর আজম। মাঠের বাইরে তাঁদের দেখা হলে কী কথা হয়? সবটাই কী ক্রিকেট সংক্রান্ত? অনেকে বলবেন, ক্রিকেট ছাড়াও আলোচনায় থাকতে পারে রাজনীতি, বই। এমনটা ভেবে থাকলে ভুল করবেন। মাঠের বাইরে বাবর-রোহিতের দেখা হলেই উঠে আসে পরিবারের কথা, ব্যক্তিগত পছন্দ-অপছন্দ। ঠিক যেন প্রতিবেশী দুই ব্যক্তির মধ্যে কথোপকথন। এশিয়া কাপের আগে অনুশীলনের সময় রোহিতকে দেখে নিজেই এগিয়ে গিয়ে আলাপ করেছিলেন বাবর। বেশ কিছুক্ষণ ধরে দুই ক্যাপ্টেন গল্পগুজব করেন। টি-২০ বিশ্বকাপের শুরুর একদিন আগেও হালকা মেজাজে দুই ক্যাপ্টেন আড্ডা দিলেন। মেলবোর্নের মহারণের আগে কী কী আলোচনা হল দু’জনের মধ্যে?

অপেক্ষার আর মাত্র কয়েকদিন। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড অপেক্ষা করছে টি-২০ বিশ্বকাপে ভারত-পাকিস্তান মহারণের জন্য। দুই সপ্তাহ আগে থেকেই অস্ট্রেলিয়ায় ঘাঁটি গেড়েছে মেন ইন ব্লু। অফিশিয়ালি না হলেও স্থানীয় ক্লাবের বিরুদ্ধে দুটি প্রস্তুতি ম্যাচ খেলে ফেলেছে ভারত। চলছে কঠিন অনুশীলন। অন্যদিকে এশিয়া কাপের ফাইনালে ওঠার পর ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন হয়ে অস্ট্রেলিয়া ফিরেছে পাকিস্তান। ২৩ অক্টোবরের কানায় কানায় পূর্ণ মেলবোর্নে একটা হাড্ডাহাড্ডি উপভোগ্য লড়াইয়ের অপেক্ষা করছে। একে অপরকে টেক্কা দিতে পরিকল্পনা তৈরি দুই দলের ক্যাপ্টেন রোহিত শর্মা ও বাবর আজমের। মাঠের লড়াইয়ের আগে দু’জনের দেখা হয়ে গেল বিশ্বকাপের জন্য অধিনায়কদের ফোটেশুট ও সাংবাদিক বৈঠকে। ফোটেশুটের সময়টা দু’জনে যে বেশ উপভোগ করছেন তা বোঝা গিয়েছে ছবিতেই। হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন রোহিত-বাবর। কী একটা কথায় যেন হেসে গড়িয়ে পড়লেন দু’জনে।

দু’জনের মধ্যে সাংবাদিক বৈঠকে কথোপকথনের বিষয় খোলসা করলেন স্বয়ং রোহিত। বললেন, “আমরা পরিবার নিয়ে কথা বললাম। আমাদের জীবনে এইমুহূর্তে কী কী চলছে তা নিয়ে কথা বলেছি। বাবর কী কী নতুন গাড়ি কিনেছে জিজ্ঞেস করলাম। এসব নিয়েই কথাবার্তা আর কী?” বাবরকে একই বিষয়ে প্রশ্ন করা হলে পাক ক্যাপ্টেন বলেন, “উনি আমার থেকে সিনিয়র। ওনার অভিজ্ঞতা থেকে শেখার চেষ্টা করি। যত বেশি শিখব ততই আমার লাভ।”