রোহিত-রিতিকার পঞ্চম বিবাহবার্ষিকী (5th year of marriage anniversary)।
ইন্সটাগ্রামে রিতিকার প্রতি রোহিতের মেসেজ, 'স্নেহের পাঁচ বছর। আমাদের জীবনের শেষ পর্যন্ত এই ভালোবাসা যেন নট আউট থাকে।'
হিটম্যানের জন্য রিতিকার মেসেজ, 'হ্যাপি ফাইভ মাই লাভ। ভবিষ্যতেও আমি সারাজীবন তোমাকে পাশে পেতে চাই।'
'হ্যাপি ফ্যামিলি'। ২০১৮ সালের ৩০ ডিসেম্বর রোহিত-রিতিকার জীবনে আসে একমাত্র মেয়ে সামাইরা।
নীল সীমানার পাড়ে দম্পতি। (ছবি-ইন্সটাগ্রাম)