Rohit Sharma: নিজেকে ভাগ্যবান মনে করছেন অধিনায়ক রোহিত!
ICC World Cup 2023: কিছুটা অভিমানের সুরেই রোহিত বলেন, "শুধু ট্রফি জেতাটাই ফ্যানেদের কাছে জেতা। চেষ্টা বা ভালো কাজটা সবাই দেখতে পান না।" বয়স ৩৬ ছুঁয়েছে। আর ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়া হবে কিনা, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যুবরাজ সিং, বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীরদের সুযোগ হয়নি ওডিআই বিশ্বকাপে অধিনায়কত্ব করার।
আইসিসি ট্রফি এবং ভারতের সঙ্গে দূরত্ব কিছুতেই মিটছে না। সেই ধোনির অধিনায়কত্বে শেষ আইসিসি ট্রফি এসেছিল ভারতে। ২০১৩ সালে চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল টিম ইন্ডিয়া। কেটে গিয়েছে দীর্ঘ ৯ বছর। ৫০ ওভারের ফরম্যাটে বিশ্বকাপ তারও আগে। ২০১১ সালে ঘরের মাঠেই দ্বিতীয় ট্রফি জিতেছিল ভারত। আজ শুরু হয়েছে এ বারের ওডিআই বিশ্বকাপ। ওপেনিং ম্যাচে মাঠে নেমেছে ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য বিশ্বকাপ যেন শুরু হবে ৮ অক্টোবর। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ অভিযান শুরু করবে মেন ইন ব্লু। এ বার বড় দায়িত্ব ক্যাপ্টেন রোহিত শর্মার কাঁধে। নিজ লক্ষ্যে অবিচল তিনি। কী বলছেন রোহিত? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports-এর এই প্রতিবেদনে।
দেশের মাটিতে এক যুগ পর বিশ্বকাপ। প্রত্যাশার চাপ তো রয়েইছে। তবে বাড়তি চাপ নিতে চান না টিম ইন্ডিয়ার ক্যাপ্টেন রোহিত। ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকারে বলেন, “বাড়তি চাপ নিয়ে ফোকাস নষ্ট করার মানুষ আমি নই।” ভারত কি চ্যাম্পিয়ন হবে? এই ব্যাপারে রোহিতের বক্তব্য খুব পরিষ্কার। সাফ জানিয়েছেন, এখনই কী করে বলবো? ফ্যানদের প্রত্যাশা নিয়েও মুখ খুলেছেন ‘হিট ম্যান।’ প্লেয়াররা যেখানেই যান সেখানেই তাঁদের ছেঁকে ধরেন ফ্যানেরা। একটাই আব্দার থাকে। ‘স্যার, বিশ্বকাপ জিততে হবে’। রোহিত বলেন, ‘সমর্থকেরা যা চান তা সবসময় আমাদের হাতে থাকে না। তাঁদের এই প্রত্যাশা আগেও ছিল, এখনও থাকবে। বলা ভালো সারাজীবন থেকে যাবে।’
কিছুটা অভিমানের সুরেই রোহিত বলেন, “শুধু ট্রফি জেতাটাই ফ্যানেদের কাছে জেতা। চেষ্টা বা ভালো কাজটা সবাই দেখতে পান না।” বয়স ৩৬ ছুঁয়েছে। আর ওডিআই বিশ্বকাপে অংশ নেওয়া হবে কিনা, তা নিয়ে দ্বন্দ্ব রয়েছে। যুবরাজ সিং, বীরেন্দ্র শেওয়াগ, গৌতম গম্ভীরদের সুযোগ হয়নি ওডিআই বিশ্বকাপে অধিনায়কত্ব করার। ২০১১ বিশ্বকাপ টিমেই যিনি জায়গা পাননি, সেই রোহিতের কাছে সুযোগ এসেছে বিশ্বকাপে নেতৃত্ব দেওয়ার! এই ব্যাপারে নিজেকে ভাগ্যবান মনে করেন রোহিত।