Hardik Pandya: প্রয়োজনের সময় ‘সম্ভাবনাময়’ ইনিংস, হার্দিক কি হিরো হতে পারলেন?

IPL, Mumbai Indians: টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিং, শেষ দিকে রোমারিও শেপার্ডের ক্যামিও ইনিংস। টিম ডেভিড ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। রোমারিও মাত্র ১০ বলে ৩৯ রান করেন। শেষ অবধি ৫ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ৫ ওভারে ৯৬ রান যোগ করে মুম্বই। দিল্লি বোলারদের মধ্যে সবচেয়ে সফল অক্ষর প্যাটেল। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। দুর্দান্ত ক্যাচও নিয়েছেন।

Hardik Pandya: প্রয়োজনের সময় 'সম্ভাবনাময়' ইনিংস, হার্দিক কি হিরো হতে পারলেন?
Image Credit source: BCCI
Follow Us:
| Updated on: Apr 07, 2024 | 5:28 PM

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে পাঁচ বারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স। এ বারও টানা তিন ম্যাচ হেরে প্রবল চাপে। দিল্লি ক্যাপিটালসের গুরুত্বপূর্ণ ম্যাচ। টানা চার হার রোখার লড়াই। টস জিতে মুম্বইকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় দিল্লি ক্যাপিটালস। রোহিত শর্মা ও ঈশান কিষাণ জুটিতে শুরুটা দুর্দান্ত হয় মুম্বই ইন্ডিয়ান্সের। মনে হচ্ছিল, এ বারের আইপিএলে রোহিতের প্রথম হাফসেঞ্চুরির ইনিংস সময়ের অপেক্ষা। যদিও ৪৯ রানেই ফিরলেন হিটম্যান। তার আগে চোখ ধাঁধানো ইনিংস খেলেছেন।

রোহিত আউট হতেই অবশ্য বড় ধাক্কা লাগে মুম্বই শিবিরে। তিনে নামা স্কাইও মাত্র ২ বলেই ফেরেন। তিলক ভার্মার অবদান ৫ বলে ৬ রান। মুম্বই মিডল অর্ডারে ফের ধস। অবশেষে সেই জায়গায় গুরুত্বপূর্ণ একটা জুটি গড়েন হার্দিক পান্ডিয়া ও টিম ডেভিড। ৩২ বলে ৬০ রান যোগ করে এই জুটি। হার্দিক পান্ডিয়া একটা বড় ইনিংসের সম্ভাবনা জাগিয়েছিলেন। যদিও গিয়ার শিফ্ট করতে পারেননি। ৩৩ বলে ৩৯ রানে ফেরেন তিনি। প্রয়োজনের সময় এই রানটাও কম নয়। বিশেষ করে বলতে হয়, পরিস্থিতির নিরিখে খুবই গুরুত্বপূর্ণ ইনিংস।

টিম ডেভিডের বিধ্বংসী ব্যাটিং, শেষ দিকে রোমারিও শেপার্ডের ক্যামিও ইনিংস। টিম ডেভিড ২১ বলে ৪৫ রানের অপরাজিত ইনিংস খেলেন। রোমারিও মাত্র ১০ বলে ৩৯ রান করেন। শেষ অবধি ৫ উইকেটে ২৩৪ রানের বিশাল স্কোর মুম্বই ইন্ডিয়ান্সের। শেষ ৫ ওভারে ৯৬ রান যোগ করে মুম্বই। দিল্লি বোলারদের মধ্যে সবচেয়ে সফল অক্ষর প্যাটেল। ৪ ওভারে ৩৫ রান দিয়ে ২ উইকেট নেন। দুর্দান্ত ক্যাচও নিয়েছেন।