Rohit Sharma: আরে ইয়ার! তোমার যখন ডেবিউ হয়েছিল আমরা ন্যাপি পরতাম… অমিতের বয়স শুনে থ রোহিত

Watch Video: টিমের হার বা জিতের ওপর কোনও এক ক্রিকেটারের তো হাত থাকে না। তাই লখনউয়ের বিরুদ্ধে মঙ্গলবার হারার পরও ফুরফুরে মেজাজে ছিলেন রোহিত। লখনউয়ের স্পিনার অমিত মিশ্রর সঙ্গে রোহিতের কথোপকথনের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অমিতের বয়স শুনে বিশ্বাসই করতে পারছিলেন না রোহিত।

Rohit Sharma: আরে ইয়ার! তোমার যখন ডেবিউ হয়েছিল আমরা ন্যাপি পরতাম... অমিতের বয়স শুনে থ রোহিত
Rohit Sharma: আরে ইয়ার! তোমার যখন ডেবিউ হয়েছিল আমরা ন্যাপি পরতাম... অমিতের বয়স শুনে থ রোহিতImage Credit source: BCCI
Follow Us:
| Updated on: May 01, 2024 | 7:26 PM

কলকাতা: মুম্বই ইন্ডিয়ান্সের (Mumbai Indians) নেতা তিনি আর নন। কিন্তু বহু এমআই প্রেমীদের কাছে এখনও রোহিত শর্মাই (Rohit Sharma) তাঁদের ক্যাপ্টেন। হার্দিক পান্ডিয়াকে এ বারের আইপিএলে মুম্বই অধিনায়ক করেছে। তাঁর নেতৃত্বে চলতি আইপিএলে ১০ ম্যাচের মাত্র ৩টিতে জিতেছে মুম্বই। সম্প্রতি হারের হ্যাটট্রিক করেছে পাঁচ বারের আইপিএল চ্যাম্পিয়ন। টিমের হার বা জিতের ওপর কোনও এক ক্রিকেটারের তো হাত থাকে না। তাই লখনউয়ের বিরুদ্ধে মঙ্গলবার হারার পরও ফুরফুরে মেজাজে ছিলেন রোহিত। লখনউয়ের স্পিনার অমিত মিশ্রর সঙ্গে রোহিতের কথোপকথনের এক ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। যেখানে অমিতের বয়স শুনে বিশ্বাসই করতে পারছিলেন না রোহিত।

লখনউ সুপার জায়ান্টসের সোশ্যাল মিডিয়া সাইট X এ ১৬ সেকেন্ডের একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে অমিত মিশ্রর সঙ্গে কথা বলছেন রোহিত। ভিডিয়োটিতে রোহিতকে দেখা যায় অমিতের দিকে হাত তুলে বলছেন, ‘আরে তুমি কোথায় ৪০? আমার থেকে ৩ বছরের বড় তুমি?’ রোহিতের এই প্রশ্নের উত্তরে অমিত বলেন, ‘আমার বয়স ৪১।’ রোহিত এরপর বলেন, ‘আরে ইয়ার।’ হাসতে হাসতে অমিত বলেন, ‘দেখলে ইয়ার (আরে বন্ধু দেখে নাও)।’

রোহিত এখানেই থেমে থাকেননি। এরপর তিনি অমিতকে বলেন, ‘তা হলে তোমার যখন ডেবিউ হয়েছে, আমরা তখন ন্যাপি পরতাম?’ হাসতে হাসতে অমিত তখন বলেন, ‘এতে কি আমার দোষ আছে?’ এরপর রোহিত বলেন, ‘তোমার ২০ বছর বয়সে অভিষেক হয়েছে?’ অমিত জানান, ২০-২১ বছর বয়সে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছিল।

অমিত ও রোহিতের এই হাসতে হাসতে হওয়া কথোপকথনের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। আইপিএলে রোহিত শর্মার টিম ভালো জায়গায় না থাকলেও, এখন থেকে তাঁর নেতৃত্বাধীন ভারতের বিশ্বকাপ টিম নিয়ে অনেকে আশায় বুক বেঁধেছেন। উল্লেখ্য, আগামী জুনে রোহিত শর্মার নেতৃত্বে টি-২০ বিশ্বকাপ সফর শুরু করবে টিম ইন্ডিয়া। এপ্রিলের শেষ দিন বিশ্বকাপের জন্য ভারতের ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করা হয়েছে।