Rinku Singh: পরিসংখ্যানের কাছে হেরে গেল ক্রিকেটীয় বুদ্ধি! রিঙ্কুকে নিয়ে পোস্ট প্রাক্তনের…
ICC MEN’S T20 WC 2024: ঘোষিত ১৫ সদস্যের দলে রিঙ্কু সিংকে না দেখে অবাক ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। তাঁর মতেই, পরিসংখ্যানের কাছে হেরে গেল ক্রিকেটীয় বুদ্ধি। রিঙ্কু সিং চাপের মুহূর্তেও ভালো পারফর্ম করতে পারেন, জাতীয় দলে সীমিত সুযোগে প্রমাণ করে দিয়েছেন। অন্যতম সেরা ফিনিশার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কুকে ঘিরে একইরকম প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশার পরিস্থিতি।
জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১৫ সদস্যের মূল স্কোয়াড ঘোষণা করে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সঙ্গে চারজন রিজার্ভে। মূল স্কোয়াডে জায়গা হয়নি রিঙ্কু সিংয়ের। তা নিয়ে চারিদিকে ক্ষোভের পরিবেশ। ফিনিশার হিসেবে রিঙ্কু সিংকে তৈরি করা হয়েছিল। সেই রিঙ্কুই রিজার্ভে! কোনও প্লেয়ার চোট পেলে তবেই মূল স্কোয়াডে ঢুকতে পারেন। এমনটা নাও হতে পারে। ২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপেও রিজার্ভ স্কোয়াড নিয়ে প্রচুর বিতর্ক হয়েছিল। প্রয়োজনের সময় রিজার্ভ স্কোয়াডের প্লেয়ারকে নেওয়া হয়নি।
ঘোষিত ১৫ সদস্যের দলে রিঙ্কু সিংকে না দেখে অবাক ভারতের প্রাক্তন ক্রিকেটার অম্বাতি রায়ডু। তাঁর মতেই, পরিসংখ্যানের কাছে হেরে গেল ক্রিকেটীয় বুদ্ধি। রিঙ্কু সিং চাপের মুহূর্তেও ভালো পারফর্ম করতে পারেন, জাতীয় দলে সীমিত সুযোগে প্রমাণ করে দিয়েছেন। অন্যতম সেরা ফিনিশার হিসেবে নিজেকে তুলে ধরেছেন। মহেন্দ্র সিং ধোনির পর রিঙ্কুকে ঘিরে একইরকম প্রত্যাশা তৈরি হয়েছে। বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় স্বাভাবিক ভাবেই হতাশার পরিস্থিতি।
অম্বাতি রায়ডু সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘রিঙ্কু সিংয়ের বাদ পড়াই পরিষ্কার বুঝিয়ে দিচ্ছে, ক্রিকেটীয় বুদ্ধি নয়, পরিসংখ্যান দিয়েই বিচার করা হয়। ওকে না নেওয়াটা বিশাল মিস। গত দু-বছর ধরে রিঙ্কু একটা জিনিস প্রমাণ করে দিয়েছে, ও এমন একজন, যে ১৬-১৭ ওভারে নেমেও দুর্দান্ত স্ট্রাইকরেটে ম্যাচ জেতানো ইনিংস খেলতে পারে। বেছে নেওয়া এই দলে জাডেজা ছাড়া এই কাজ আর কেউ পারে বলে মনে হয় না। যোগ্যতা দিয়েই বিচার করা উচিত ছিল। ইনস্টাগ্রামে কার কত লাইক সেটা দিয়ে নয়।’
২০১৯ সালের ওয়ান ডে বিশ্বকাপের কথাই ভাবা যাক। বিশ্বকাপের আগে থেকে ব্যাটিং অর্ডারে চার নম্বর পজিশনের জন্য প্রস্তুত করা হয়েছিল অম্বাতি রায়ডুকে। যদিও স্কোয়াডে সুযোগ পাননি। তাঁকে রিজার্ভে রাখা হয়েছিল। ভারতীয় দলে বেশ কিছু চোটের পরিস্থিতি তৈরি হলেও ডাক আসেনি রায়ডুর।