Rohit Sharma: আমাকে এমন প্রশ্ন করবেন না… কেন রেগে আগুন রোহিত?
Rohit Sharma-Team Selection: সাংবাদিকের প্রশ্ন উত্তর দিতে গিয়ে চোখে মুখে বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে রোহিতের। এমনকি, ওয়ান ডে ফর্ম্যাটে রোহিতের ব্য়াটে অনেক দিন বড় রান নেই। তা নিয়ে কম সমালোচনা চলছে না।
কলকাতা: রোহিত শর্মা কো গুসসা কিউঁ আতা হ্যায়? তিনি ক্যাপ্টেন হওয়ার পর থেকে এই প্রশ্ন অনেকেই করেন! মাঠে প্লেয়ারদের উপর হঠাৎ রেগে যেতে দেখা গিয়েছে অতীতে। এ বার মাঠের বাইরেও ভারতীয় টিমের ক্যাপ্টেন রেগে গেলেন। অবশ্য রাগ না বলে বিরক্ত কিংবা ক্ষুব্ধ বলাই ভালো। মঙ্গলবার ঘোষণা করে দেওয়া বিশ্বকাপের টিম। ৫ অক্টোবর থেকে ঘরের মাঠে শুরু হচ্ছে বিশ্বকাপ। এই প্রথম বিশ্বকাপের পূর্ণাঙ্গ আয়োজক ভারত। সে দিক থেকে এই বিশ্বকাপ ভারতের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১১ সালে শেষবার দেশের মাঠেই বিশ্বকাপ জিতেছিল ভারত। তারপর থেকে শুধুই ব্যর্থতা। মহেন্দ্র সিং ধোনি পরবর্তী জমানায় তারকা ক্রিকেটার বিরাট কোহলি, রোহিত শর্মা। তাঁরাও কি দেশের মাঠে উজ্জ্বল হয়ে উঠতে পারেন? এ সব প্রশ্নের মাঝেই আবার ক্ষুব্ধ রোহিত। TV9Bangla Sportsএ বিস্তারিত।
এই মুহূর্তে শ্রীলঙ্কায় এশিয়া কাপ খেলতে ব্যস্ত ভারত। পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ ভেস্তে গেলেও নেপালের বিরুদ্ধে সহজ জয় পেয়েছে ভারত। প্রত্যাশা মতোই এশিয়া কাপের সুপার ফোরেও উঠে গিয়েছে টিম। পাল্লেকেলে প্রেস মিটের সময় ক্ষোভে ফেটে পড়লেন রোহিত। এক সাংবাদিক প্রশ্ন করেছিলেন, টিম পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ না জিতলে অনেকেই অনেক কথা বলেন। বিশ্বকাপের সময় সমালোচনা সামলাবে কী ভাবে টিম? বিসিসিআইয়ের মিডিয়া ম্যানেজার পাশ থেকে বলেন, এটা বিশ্বকাপের টিম নিয়ে প্রেস মিট। তারই মধ্যে রোহিত বলে ওঠেন, ‘বাইরে থেকে কে কী বলছে, আমরা ভাবিই না, দেখিও না। টিমের বাইরে বসে কে কী ভাবছে, সেই মতো টিম খেলে না। বিশ্বকাপের সময় আমাকে এই ধরনের প্রশ্ন একেবারে করবেন না। আমরা খেলি টিমের কথা ভেবে, জেতার জন্য। টিম যাতে পারফর্ম করে, সেই কারণে বিশ্বকাপে ফোকাসড থাকতে চাই।’
সাংবাদিকের প্রশ্ন উত্তর দিতে গিয়ে চোখে মুখে বিরক্তি স্পষ্ট হয়ে ওঠে রোহিতের। এমনকি, ওয়ান ডে ফর্ম্যাটে রোহিতের ব্য়াটে অনেক দিন বড় রান নেই। তা নিয়ে কম সমালোচনা চলছে না। পাকিস্তানের বিরুদ্ধেও শাহিন শাহ আফ্রিদির বলে খারাপ আউট হয়েছেন। তা নিয়ে সোচ্চার হয়েছিলেন অনেকে। ঘরের মাঠে বিশ্বকাপের সময় তাঁর উপর যে অযাচিত অনেক চাপ এসে পড়বে, সন্দেহ নেই। সে সব থেকে দূরে থাকতে চান বলেই কি এই সব প্রশ্ন করতে বারণ করে দিলেন?