Indian Cricket: বিরাট কোহলি ফিরছেন, মুম্বইয়ের মরণ-বাঁচন ম্যাচে নেই রোহিতরা
Ranji Trophy 2024-25: অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পর কড়া হয়েছে বোর্ড। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ, শুভমন গিলরা। শেষ ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজও। কিন্তু খেলবেন না রোহিতরা।
রঞ্জি ট্রফিতে প্রত্যাবর্তন করেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালরা। তেমনই গ্রুপ পর্বের শেষ ম্যাচে দীর্ঘ এক যুগ পর রঞ্জিতে ফিরছেন ভারতীয় দলের সুপারস্টার বিরাট কোহলি। ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-টোয়েন্টি সিরিজ খেলছে ভারত। বিরাট-রোহিত-জাডেজা দেশের জার্সিতে এই ফরম্যাটে অবসর নিয়েছেন। বাকি যাঁরা স্কোয়াডে নেই তাঁদের ঘরোয়া ক্রিকেটে খেলতে বলা হয়েছিল। অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফিতে বিপর্যয়ের পর কড়া হয়েছে বোর্ড। ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নেমেছিলেন রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, রবীন্দ্র জাডেজা, ঋষভ পন্থ, শুভমন গিলরা। শেষ ম্যাচে নামতে চলেছেন বিরাট কোহলি, মহম্মদ সিরাজও। কিন্তু খেলবেন না রোহিতরা।
নিজেদের ষষ্ঠ রাউন্ডের ম্যাচে ঘরের মাঠে জম্মু কাশ্মীরের বিরুদ্ধে খেলেছিল মুম্বই। রঞ্জি ট্রফির সফলতম টিম হেরেছে জম্মু-কাশ্মীরের কাছে। ফলে সপ্তম রাউন্ডের ম্যাচ মরণ-বাঁচন। নকআউটে যেতে এই ম্যাচ জেতা জরুরি। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়ালের পাশাপাশি খেলবেন না শ্রেয়স আইয়ারও। ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ রয়েছে। ৬ ফেব্রুয়ারি শুরু হবে তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ।
অস্ট্রেলিয়া এবং ইংল্য়ান্ড সিরিজের আগে অন্তত একটি ম্যাচ খেলতে হবে, সম্ভবত বোর্ডের তরফে এমনটাই বলা হয়েছিল ক্রিকেটারদের। ওয়ান ডে অধিনায়ক রোহিত শর্মা। স্কোয়াডে রয়েছেন যশস্বী, শ্রেয়সও। একটি ম্যাচ খেলে নেওয়ায় ইংল্য়ান্ড সিরিজের প্রস্তুতিতে দেখা যাবে তাঁদের। সামান্য চোট থাকায় ষষ্ঠ রাউন্ডের ম্যাচে নামতে পারেননি বিরাট কোহলি ও লোকেশ রাহুল। এই দু-জনই সপ্তম রাউন্ডের ম্যাচে নামতে চলেছেন। ৬ ফেব্রুয়ারি শুরু ওয়ান ডে সিরিজ। রঞ্জি ম্যাচ শেষ ২ ফেব্রুয়ারি।
ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ দিয়েই চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারবে ভারতীয় দল। তার আগে ঘরোয়া ক্রিকেটে একটু ঝালিয়ে নেওয়ার সুযোগ। যদিও রোহিতের জন্য প্রস্তুতি সেই অর্থে হয়নি। এ বার নজরে বিরাট।