IND vs ENG Toss: অবশেষে সামির আন্তর্জাতিক কামব্যাক, টস জয়ের হ্যাটট্রিক সূর্যকুমার যাদবের

India vs England Rajkot Toss Report: রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় সামির। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টেও খেলেন। আবারও চোট থাকায় বিজয় হাজারে টুর্নামেন্টে বেশ কয়েক ম্যাচ মিস করেন। ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে জাতীয় দলের স্কোয়াডে প্রত্যাবর্তন হয়। কিন্তু প্রথম দু-ম্যাচে তাঁকে খেলানো হয়নি।

IND vs ENG Toss: অবশেষে সামির আন্তর্জাতিক কামব্যাক, টস জয়ের হ্যাটট্রিক সূর্যকুমার যাদবের
Image Credit source: PTI FILE
Follow Us:
| Updated on: Jan 28, 2025 | 6:45 PM

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক মহম্মদ সামির। সেই ২০২৩ সালে ঘরের মাঠে ওয়ান ডে বিশ্বকাপে শেষ বার দেশের জার্সিতে খেলেছিলেন মহম্মদ সামি। চোটের কারণে দীর্ঘদিন বাইরে ছিলেন। তাঁর অস্ত্রোপচারও হয়। রিহ্যাব পর্বে ফের চোট লাগে। রঞ্জি ট্রফি দিয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে প্রত্যাবর্তন হয় সামির। সৈয়দ মুস্তাক আলি টুর্নামেন্টেও খেলেন। আবারও চোট থাকায় বিজয় হাজারে টুর্নামেন্টে বেশ কয়েক ম্যাচ মিস করেন। ঘরের মাঠে ইংল্য়ান্ডের বিরুদ্ধে জাতীয় দলের স্কোয়াডে প্রত্যাবর্তন হয়। কিন্তু প্রথম দু-ম্যাচে তাঁকে খেলানো হয়নি।

রাজকোটে ভারত-ইংল্যান্ড টি-টোয়েন্টি ম্যাচ হাইস্কোরিং হতে চলেছে। তবে স্পিনারদের জন্যও সুযোগ রয়েছে বিস্তর। পিচ রিপোর্টে এমন ইঙ্গিতই দিলেন ভারতের প্রাক্তন ক্রিকেটার পার্থিব প্য়াটেল। এই পিচে প্রথমে ব্যাট করলে সুবিধা হবে। কারণ পরের দিকে স্পিনাররা বাড়তি সুবিধা পাবেন। তবে চার স্পিনারের প্রয়োজন নেই বলেন পার্থিব প্যাটেল। এই পিচে অন্তত ১৮০ প্লাস স্কোর করতে হবে, এমনটাই জানালেন।

টানা তৃতীয় ম্যাচে টস জিতলেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। পিচ নিয়ে উচ্ছ্বসতি সূর্যকুমার যাদব। টস জেতায় ব্যাটিং অবশ্য নিলেন না। রান তাড়া করার সিদ্ধান্তই নিলেন গত দু-ম্যাচের মতো। আর এরপরই ভারতীয় ক্রিকেট প্রেমীদের জন্য দুর্দান্ত একটা ঘোষণা স্কাইয়ের। খেলতে চলেছেন মহম্মদ সামি। অর্শদীপ সিংকে বিশ্রাম দেওয়া হয়েছে। তাঁর পরিবর্তে ফিরছেন মহম্মদ সামি। ইংল্যান্ড একাদশে কোনও পরিবর্তন না হলেও ফিল সল্ট কিপিং করবেন না। জেমি স্মিথ এই ম্য়াচে কিপার।

ভারতের একাদশ- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক ভার্মা, সূর্যকুমার যাদব, ওয়াশিংটন সুন্দর, ধ্রুব জুরেল, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্য়াটেল, রবি বিষ্ণোই, বরুণ চক্রবর্তী, মহম্মদ সামি।

ইংল্যান্ড একাদশ – বেন ডাকেট, ফিল সল্ট (উইকেটকিপার), জস বাটলার (অধিনায়ক), হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, জেমি স্মিথ, জেমি ওভার্টন, ব্রাইডন কার্স, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড।