Virat-Rahul: ডাক্তারি সার্টিফিকেট চাইলেই পাওয়া যায়… বিরাট-রাহুলকে ধুয়ে দিলেন সানি!
Ranji Trophy 2024-25: বোর্ড নতুন নিয়ম এনেছে, জাতীয় দলের নির্বাচন ও বোর্ডের চুক্তির আওতায় থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনে রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা সহ একঝাঁক সিনিয়র-জুনিয়র রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। ব্যতিক্রম একমাত্র বিরাট ও রাহুল।
কলকাতা: চোট দেখিয়ে রঞ্জি ট্রফির ম্যাচ খেলেননি বিরাট কোহলি, লোকেশ রাহুল। যা নিয়ে বিতর্ক চলছে। সেই বিতর্কে এ বার ঘি ঢাললেন সুনীল গাভাসকর। বিরাট ও রাহুল দু’জনেই রঞ্জি খেলার জন্য তৈরি। টিমের সহ্গে প্র্যাক্টিসও করেছেন দুই ভারতীয় ক্রিকেটার। কিন্তু বিসিসিআই যদি নিয়মই করে থাকে, তা ভাঙবেনই বা কেন, এই প্রশ্ন কিন্তু তুলে দিলেন সানি। ভারতের প্রাক্তন ক্রিকেটার যে যুক্তি তুলে ধরেছেন, তা কিন্তু বেশ জোরালো। আর তাতেই নতুন করে বেঁধে গিয়েছে বিতর্ক।
বোর্ড নতুন নিয়ম এনেছে, জাতীয় দলের নির্বাচন ও বোর্ডের চুক্তির আওতায় থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলা বাধ্যতামূলক। সেই নিয়ম মেনে রোহিত শর্মা, রবীন্দ্র জাডেজা সহ একঝাঁক সিনিয়র-জুনিয়র রঞ্জি ট্রফির ম্যাচ খেলেছেন। ব্যতিক্রম একমাত্র বিরাট ও রাহুল। কনুইয়ের চোট দেখিয়েছেন রাহুল। বিরাটের ঘাড়ে চোট ছিল। গাভাসকরের প্রশ্ন, ‘তারকা ক্রিকেটাররা যদি ঘরোয়া ক্রিকেটে না খেলে বোর্ড কী ব্যবস্থা নেয়, তা কিন্তু আকর্ষনীয় একটা ব্যাপার হতে চলেছে। চোটের জন্য মেডিক্যাল সার্টিফিকেট জোগাড় করাটা কিন্তু বাচ্চাদের খেলার মতো একটা ব্যাপার। যদি ওরা চোটই পেয়ে থাকে, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে চিকিৎসার জন্য গিয়েছে? রিকভারি করেছে?’
এখানেই থেকে থাকেননি সানি। নিজের কলামে তিনি লিখেছেন, ‘বোর্ডের চুক্তিবদ্ধ প্লেয়ারদের ক্ষেত্রে কি এমনটা হওয়া উচিত? যদি ওরা চোট পায়, এনসিএ-তে রিপোর্ট করা উচিত। বিসিসিআইয়ের ডাক্তাররাই একমাত্র বলবেন, ভারতের হয়ে খেলবেন কিনা? আমরা সবাই জানি, এই সমস্ত প্লেয়াররা কিন্তু শুরুর দিকের ম্যাচগুলো চোট জাতীয় কোনও কারণ ছাড়াই খেলেনি।’
এই খবরটিও পড়ুন
গাভাসকর বরাবরই ঠোঁটকাটা। সোজা কথা সোজাসাপ্টাই বলেন। বিরাট কোহলি প্রায় ১২ বছর পর খেলবেন রঞ্জির ম্যাচ। রেলওয়েজের বিরুদ্ধে তিনি প্রস্তুতিও নিয়েছেন। রাহুল আবার কর্নাটকের হয়ে খেলবেন হরিয়ানার বিরুদ্ধে। এই দুই ক্রিকেটারকে ঘিরে কিন্তু বিতর্ক বাড়ছে।