Trisha Gongadi: মেয়েদের বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় তৃষা গোঙ্গারি

ICC U19 Women’s T20 World Cup 2025: এই নিয়ে কেরিয়ারের দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ খেলছেন তৃষা গোঙ্গারি। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের গত সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তৃষার ঝুলি সেই অর্থে শূন্যই ছিল। এ বছর তিনি ইতিমধ্যেই ২টো প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন।

Trisha Gongadi: মেয়েদের বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় তৃষা গোঙ্গারি
Trisha Gongadi: মেয়েদের বিশ্বকাপে সেঞ্চুরি হাঁকিয়ে ইতিহাসের পাতায় তৃষা গোঙ্গারিImage Credit source: BCCI Women X
Follow Us:
| Updated on: Jan 28, 2025 | 2:42 PM

কলকাতা: মেয়েদের অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপে দুরন্ত ছন্দে তৃষা গোঙ্গারি (Trisha Gongadi)। ইতিহাসের পাতায় নাম লিখিয়ে ফেলেছেন ভারতীয় ওপেনার। স্কটল্যান্ডের বিরুদ্ধে সেঞ্চুরি হাঁকিয়েছেন তৃষা। অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপে এই কীর্তি আর কেউ গড়েননি। টুর্নামেন্টের সেমিফাইনালের টিকিট ইতিমধ্যেই পেয়ে গিয়েছে ভারতীয় অনূর্ধ্ব-১৯ মেয়েদের টিম। যদি ভারতীয় দল শীর্ষে থেকে গ্রুপ পর্ব শেষ করতে পারে, তা হলে পাবে একটা অ্যাডভান্টেজ। সেমিতে সেক্ষেত্রে চার নম্বরে শেষ করা টিমের মুখোমুখি হতে পারে টিম ইন্ডিয়া।

এই নিয়ে কেরিয়ারের দ্বিতীয় অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপ খেলছেন তৃষা গোঙ্গারি। অনূর্ধ্ব-১৯ টি-২০ বিশ্বকাপের গত সংস্করণে ভারত চ্যাম্পিয়ন হয়েছিল। কিন্তু তৃষার ঝুলি সেই অর্থে শূন্যই ছিল। এ বছর তিনি ইতিমধ্যেই ২টো প্লেয়ার অব দ্য ম্যাচ জিতেছেন। আর এ বার স্কটিশদের বিরুদ্ধে সেঞ্চুরি করে ইতিহাসের পাতায় নাম তুলে ফেলেছেন।

এই খবরটিও পড়ুন

১৯ বছর ৪৪ দিন বয়সে আইসিসি অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপে সেঞ্চুরি করেছেন তৃষা। তিনি ৫৩ বলে তিন অঙ্কের রান পূর্ণ করেন। এ বারের মেয়েদের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে তৃষার ব্যাট চলেনি। সেই ম্যাচে তিনি করেছিলেন ৪ রান। এ ছাড়া মালয়েশিয়ার বিরুদ্ধে তিনি করেন ২৭ নট আউট। এরপর শ্রীলঙ্কা ও বাংলাদেশএর বিরুদ্ধে যথাক্রমে তিনি করেন ৪৯ ও ৪০ রান। আর আজ, স্কটল্যান্ডের বিরুদ্ধে তিনি ৫৯ বলে ১১০ রানের অপরাজিত ইনিংস উপহার দেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১৩টি চার ও ৪টি ছয়ে। স্ট্রাইকরেট ১৮৬.৪৪।

কুয়ালা লামপুরে হওয়া অনূর্ধ্ব-১৯ মেয়েদের এশিয়া কাপে সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার হয়েছিলেন তৃষা। সেখানে তিনি ৫ ম্যাচে ১৫৯ রান করেছিলেন। গড় ৫৩, স্ট্রাইক রেট ১২০.৪৫। উল্লেখ্য, চলতি অনূর্ধ্ব-১৯ মেয়েদের টি-২০ বিশ্বকাপে তৃষাই এখনও অবধি সর্বাধিক রান সংগ্রহকারী ভারতীয় ব্যাটার।

স্কটিশদের ২০৯ রানের টার্গেট দিয়েছিল টিম ইন্ডিয়া। সেখানে ৫৮ রানে গুটিয়ে যায় স্কটল্যান্ড। ১৫০ রানে জয় ভারতের। ৪টি উইকেট নেন আয়ুষি শুক্লা, ৩টি করে উইকেট নেন বৈষ্ণবী শর্মা ও তৃষা। স্কটিশদের বিরুদ্ধে এক কথায় ব্যাটে-বলে সুপারহিট তৃষা।