RCB vs MI : ঘরে ফেরার ‘রান’, উচ্ছ্বাসে ভাসলেন বিরাট কোহলি

Royal Challengers Bangalore vs Mumbai Indians Post Match Comment : বিরাট কোহলি ক্রিজে থাকলে প্রতিপক্ষ ফিল্ডাররা বাড়তি চাপে থাকেন। তাঁর রানিং বিটউইন দ্য উইকেট ঈর্ষণীয়। ফিল্ডিংয়েও বাড়তি এনার্জির সঞ্চার করেন।

RCB vs MI : ঘরে ফেরার 'রান', উচ্ছ্বাসে ভাসলেন বিরাট কোহলি
Image Credit source: IPL
Follow Us:
| Edited By: | Updated on: Apr 03, 2023 | 6:30 AM

বেঙ্গালুরু : কয়েকটা আগে থেকেই আবহ তৈরি হচ্ছিল। আরসিবি প্রস্তুতি শুরু করতেই সমর্থকদের উচ্ছ্বাস বাড়তে থাকে। চার বছর পর ঘরের মাঠে আইপিএলে প্রিয় দলের খেলা দেখার সুযোগ। বিরাট কোহলিকে ঘিরে বাড়তি আবেগ রয়েছে, এ বিষয়ে কোনও সন্দেহ নেই। আরসিবির প্রস্তুতিতেই উপচে পড়া ভিড় দেখা গিয়েছে। ম্যাচে এমন পরিস্থিতি থাকবে, সেটাই প্রত্যাশিত ছিল। বিরাট কোহলি আন্তর্জাতিক ক্রিকেটে ছন্দে। এশিয়া কাপের পর থেকেই টি-টোয়েন্টি ফরম্য়াটে ৭০-র বেশি ব্য়াটিং গড়। তাঁকে ফের চিন্নাস্বামীতে দেখার সুযোগ। গ্যালারি ভরাতে কার্পণ্য় করেননি আরসিবি সমর্থকরা। বিরাট কোহলিও ঘরে ফেরা স্মরণীয় করে রাখলেন। ম্যাচের আগের দিনই বলেছিলেন, আরসিবি ধ্বনিটা খুব মিস করছেন। ম্যাচে আরসিবি ধ্বনিই শুধু নয়, বিরাট ধ্বনিও শোনা গেল অবিরত। ম্যাচ জিতলেন, সমর্থকদের মনও। চিন্নাস্বামীতে অনবদ্য ইনিংস শেষে উচ্ছ্বাস ধরে রাখতে পারলেন না বিরাট কোহলিও। বিস্তারিত TV9Bangla-য়।

বিরাট কোহলি ক্রিজে থাকলে প্রতিপক্ষ ফিল্ডাররা বাড়তি চাপে থাকেন। তাঁর রানিং বিটউইন দ্য উইকেট ঈর্ষণীয়। ফিল্ডিংয়েও বাড়তি এনার্জির সঞ্চার করেন। গ্য়ালারিকেও পাশে নেন বিরাট। এই ম্য়াচেও অন্যথা হল না। ৪৯ বলে ৮২ রানের বিধ্বংসী ইনিংসে ‘ঘরে ফেরার রান’ বিরাট কোহলির। ম্যাচ জেতানো ইনিংসের পর বলেন, ‘স্মরণীয় জয়। এতটা সময় পর ঘরের মাঠে খেলার সুযোগ পেয়েছি। মুম্বই ব্য়াটারদেরও কৃতিত্ব দিতে হবে। ওরা বোর্ডে বড় লক্ষ্য দিয়েছে। তিলক খুবই ভালো ব্য়াট করেছে। তবে আমরা নিজেদের দক্ষতায় ভরসা রেখেছিলাম। শুরুতে ফাফ বিধ্বংসী মেজাজে ব্য়াট করছিল। আমি পরে যোগ দিই।’

বিরাটের মুখে সমর্থকদের প্রশংসা। যোগ করলেন, ‘গ্য়ালারি হাউসফুল। প্রত্যেকটা সিট ভরবে, পূর্ণ সমর্থন থাকবে, এমনটাই আশা করেছিলাম। সমর্থকদের জন্য়ই বাড়তি তাগিদ পাই। ওরা পুরো ম্য়াচেই পাশে থেকেছে।’ ৮ উইকেটের বড় ব্য়বধানে জিতেছে আরসিবি। ফাফ-বিরাটের ওপেনিং জুটিতেই যোগ হয়েছে ১৪৮ রান। ১৭২ রান তাড়া করতে নেমে ২২ বল বাকি থাকতেই জয়। বিরাট কৃতিত্ব দিতে ভুললেন না বোলিং বিভাগকেও। বিশেষ করে করণ শর্মা। আরসিবির প্রাক্তন অধিনায়ক বলছেন, ‘করণ অনবদ্য বোলিং করেছে। ও মুম্বইয়ের বাঁ হাতি ব্য়াটারকে (নেহাল) ফেরায় দুর্দান্ত ডেলিভারিতে। গত বছরও ভালো বোলিং করেছে। খেলার জন্য প্রস্তুত থাকে। নেটেও আক্রমণাত্মক বোলিং করে। ছয় খাওয়ার ভয় নেই, উইকেট নেওয়ার লক্ষ্যেই বোলিং করে।’