India vs South Africa: পন্থের আউট হওয়া নিয়ে সমালোচনায় সলমন বাট
ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে সমালোচনা থামছে না। জো'বার্গে ভারতের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার বলে তাঁর আউট হওয়াটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ক্রিকেটমহলে।
করাচি: ভারতের তরুণ উইকেটকিপার ব্যাটার ঋষভ পন্থকে (Rishabh Pant) নিয়ে সমালোচনা থামছে না। জো’বার্গে ভারতের দ্বিতীয় ইনিংসে দক্ষিণ আফ্রিকার কাগিসো রাবাডার বলে তাঁর আউট হওয়াটা নিয়ে চুলচেরা বিশ্লেষণ চলছে ক্রিকেটমহলে। ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর থেকে শুরু করে গৌতম গম্ভীর সকলেই পন্থের ভুল শট নির্বাচনকে দুষছেন। এই তালিকায় এ বার যুক্ত হলেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটার সলমন বাট (Salman Butt)।
নিজের ইউটিউব চ্যানেলে সলমন বাট বলেন, “অবশ্যই, তাকে তার উইকেটের মূল্য দিতে হবে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওর ওই শটটা দায়িত্বজ্ঞানহীন ছিল। আমি মনে করি এটা একটি আত্মবিশ্বাসী শট নয়। এটা ঠিক তার উল্টো। আত্মবিশ্বাসের অভাবের কারণে, ও এমন খেলে গেলে। ও যদি ক্রিজে এসে কিছুটা সময় কাটায়, তা হলে এই ব্যাপারগুলো ঠিক হয়ে যাবে। পন্থ আসে এবং সজোরে মারার চেষ্টা করা শুরু করে দেয়।” পন্থ আক্রমণাত্মক ব্যাটিং করে থাকেন। তবে তাঁকে শট নির্বাচনের ব্যাপারে আরও বেশি সচেতন হওয়া উচিত, এমনটাই শোনা যাচ্ছে দেশ বিদেশের প্রাক্তন ক্রিকেটারদের মুখে।
পাক তারকা ক্রিকেটার সলমন বাট আরও বলেন, “পন্থের কিন্তু যোগ্যতা রয়েছে এবং ও প্রতিভাবানও বটে। কিন্তু ও যখন শুরু করে তখন ওকে যতটা আত্মবিশ্বাসী দেখায়, পরক্ষণেই সেটা আত্মবিশ্বাসের অভাবে ভুগতে থাকা শটের মতো দেখায়। যার জন্যই ও সাম্প্রতিক কালে রানও পাচ্ছে না সেভাবে। ও কিন্তু রান তোলার অন্য উপায়ও বের করছে না।”
অন্যরা যখন পন্থকে শিশুশুলভ শট নেওয়ার জন্য তুলোধোনা করছেন, ভারতের হেড কোচ দ্রাবিড় বলছেন, তিনি কিন্তু পন্থকে শট নির্বাচনের ব্যাপারে বোঝাবেন। এমনটা দ্রাবিড় বলে যান দ্বিতীয় টেস্টের শেষে যোগ দেওয়া সাংবাদিক সম্মেলনে। তিনি বলেন, ‘‘একটা জিনিস ভুলে গেলে চলবে না। পন্থ কিন্তু এখনও শিখছে। ওর আক্রমণাত্মক ব্যাটিংয়ের ভঙ্গি তাই আমি বদলে দিতে চাই না। তবে হ্যাঁ, আমি ওর সঙ্গে কথা বলব। বিশেষ করে শট নির্বাচন নিয়ে ওকে বোঝাতে হবে। কিন্তু আমি ওর স্বাভাবিক খেলা কখনওই বদলে দেওয়ার কথা বলতে যাব না।’’
আরও পড়ুন: India vs South Africa: তৃতীয় টেস্টে কাকে বাদ দেওয়া উচিত টিম থেকে, গম্ভীরের ব্যাখ্যা
আরও পড়ুন: India vs South Africa: বাবার কাছে কোন প্রতিজ্ঞা করে জো’বার্গে টিম ইন্ডিয়াকে হারিয়েছেন ডিন এলগার?
আরও পড়ুন: Ashes Series: অ্যাসেজে নতুন রেকর্ড স্মিথের