MS Dhoni: সুযোগ পেলে আমিও ধোনি ভাইয়ের মতো… বড় দাবি CSK-র তরুণ তুর্কি সমীর রিজভির
CSK, IPL 2024: মাহির মতো ম্যাচ ফিনিশ করতে চাওয়া সমীর জানিয়েছেন, এই টিমের প্রত্যেক ক্রিকেটার সাপোর্ট স্টাফদের থেকে সাহায্য পান। এই প্রসঙ্গে সমীর বলেন, 'এই টিমের যাঁরা সদস্য, তাঁরা থেকে টিমের কোচিং স্টাফদের থেকে অনেক সাহায্য পান। আমিও সেটা পাই। সকলে ভালোবাসে আমাকে, সাহায্যও করে।
কলকাতা: লখনউয়ের একানা স্টেয়িডামে আইপিএলের ম্যাচে আজ দুই সুপার টিম মুখোমুখি। ১০ ফ্র্যাঞ্চাইজির হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই দুই সুপার টিম হল – লখনউ সুপার জায়ান্টস এবং চেন্নাই সুপার কিংস। সোশ্যাল মিডিয়ায় এই ম্যাচের আগে থেকেই ট্রেন্ডিংয়ে সিএসকে, মহেন্দ্র সিং ধোনি। চেন্নাই সুপার কিংসের ম্যাচ মানেই ধোনিকে (MS Dhoni) নিয়ে মাতামাতি প্রত্যাশিত। এ বার সেই মহেন্দ্র সিং ধোনিকেই এক প্রকার ‘চ্যালেঞ্জ’ ছুড়ে দিলেন সিএসকের তরুণ তুর্কি সমীর রিজভি (Sameer Rizvi)।
চেন্নাই সুপার কিংসের সোশ্যাল মিডিয়া সাইট X এ একটি ২ মিনিট ৪০ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে লখনউ-চেন্নাই ম্যাচের প্রিভিউ তুলে ধরা হয়েছে। ভিডিয়োর শুরুতে এক গাল হাসি মুখে সমীর রিজভি বলেন, ‘মুসকুরাইয়ে আপ লখনউ ম্যায় হ্যায়।’ এরপর তিনি বলেন, ‘লখনউয়ে এসে আমার খুব ভালো লাগছে। আমি উত্তরপ্রদেশের ছেলে। তাই এখানে এসে মনে হচ্ছে আমি বাড়িতে ফিরেছি। লখনউয়ে খেলার অভিজ্ঞতা ভালো। গত বছর এখানে খেলেছিলাম। এ বছর অবশ্য খেলিনি। একটা জিনিস না বললেই নয়, তা হল লখনউয়ে ম্যাচ থাকলে এখানকার জনপ্রিয় খাবার খাওয়া। এখানকার কাবাব খুব জনপ্রিয়। লখনউয়ে খেলতে এলে বেশ মজা হয়।’
এর আগে সিএসকের আইপিএল শিবিরে মহেন্দ্র সিং ধোনিকে উত্তরপ্রদেশের তরুণ ক্রিকেটার সমীর রিজভি বেশ কয়েকটি প্রশ্ন করেছিলেন। সেই প্রসঙ্গে বছর কুড়ির সমীর বলেন, ‘আমি সিএসকের ক্যাম্পে ধোনি ভাইয়াকে বেশ কয়েকটি প্রশ্ন করেছিলাম। সেই সকল প্রশ্নের উত্তরে তিনি যা বলেছিলেন, আমি সেগুলো কাজে লাগিয়ে আমার খেলায় উন্নতি করার চেষ্টা করছি। যত দিন যাচ্ছে আমার উন্নতি হচ্ছে। ম্যাচে যদি ব্যাটিং করার সুযোগ পাই, তা হলে ধোনি ভাই যেমন ভালো পারফর্ম করেন, আমিও তেমনটাই করতে চাই।’
SUPERS challenge awaits and here’s the Game Preview of the #LSGvCSK clash 🥳📹#WhistlePodu #Yellove🦁💛 @TVSEurogrip pic.twitter.com/ITVOYnAXQh
— Chennai Super Kings (@ChennaiIPL) April 19, 2024
মাহির মতো ম্যাচ ফিনিশ করতে চাওয়া সমীর জানিয়েছেন, এই টিমের প্রত্যেক ক্রিকেটার সাপোর্ট স্টাফদের থেকে সাহায্য পান। এই প্রসঙ্গে সমীর বলেন, ‘এই টিমের যাঁরা সদস্য, তাঁরা থেকে টিমের কোচিং স্টাফদের থেকে অনেক সাহায্য পান। আমিও সেটা পাই। সকলে ভালোবাসে আমাকে, সাহায্যও করে। শেষ ২টো ম্যাচ আমরা জিতেছি, তাই সেই জয়ের ধারাটা বজায় রাখতে চাই। এখনও অবধি আমরা ভালো খেলেছি, আর সেই ছন্দটাই ধরে রাখতে চাই। লখনউ ভালো টিম, তাই ওদের বিরুদ্ধে জয় আমরা জিততে চাই। আর সেটা হলেই, জয়ের ধারাটা বজায় থাকবে।’