Virat Kohli vs Babar Azam: বিরাট-বাবরের তুলনা অনুচিত, এমনটা মনে করছেন কে?

Asia Cup 2023: শিয়রে যেহেতু এশিয়া কাপ তাই আরও এক বার বিরাট এবং বাবরকে নিয়ে তুমুল আলোচনা এবং তুলনা চলছে।

Virat Kohli vs Babar Azam: বিরাট-বাবরের তুলনা অনুচিত, এমনটা মনে করছেন কে?
Virat Kohli vs Babar Azam: বিরাট-বাবরের তুলনা অনুচিত, এমনটা মনে করছেন কে? Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Aug 26, 2023 | 5:23 PM

নয়াদিল্লি: সেরা ক্রিকেটারদের তুলনা বরাবরই কিংবদন্তিদের সঙ্গে হয়ে থাকে। ক্রিকেট বিশ্বে প্রায়শই কিংবদন্তি সচিন তেন্ডুলকরের সঙ্গে ভারতের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলির (Virat Kohli) তুলনা হয়। শুধু তাই নয়। কোহলি এবং পাকিস্তানের অধিনায়ক বাবর আজমেরও (Babar Azam) তুলনা হয়। ভারত-পাকিস্তান (India vs Pakistan) ম্যাচ থাকলে বিরাট-বাবরের তুলনাটা যেন একটু বেশিই বাড়ে। শিয়রে যেহেতু এশিয়া কাপ তাই আরও এক বার বিরাট এবং বাবরকে নিয়ে তুমুল আলোচনা এবং তুলনা চলছে। যদিও ভারতের প্রাক্তন ক্রিকেটার সঞ্জয় মঞ্জরেকর মনে করেন, বিরাট এবং বাবরের তুলনা হওয়াটা অনুচিত। অন্যদিকে আর এক প্রাক্তন ক্রিকেটার জানিয়েছেন, বাবর আজমকে দেখলে তাঁর বিরাট কোহলির কথা মনে পড়ে। এশিয়া কাপের আগে কে বললেন এমন কথা? বিস্তারিত জেনে নিন TV9Bangla Sports এর এই প্রতিবেদনে।

বিরাট ও বাবরের তুলনা নিয়ে সম্প্রতি সঞ্জয় মঞ্জরেকর এশিয়া কাপের সম্প্রচারকারী চ্যানেল স্টার স্পোর্টসে বলেন, ‘দু’জনই দারুণ ক্রিকেটার। বাবর কিন্তু বয়সে বিরাটের থেকে ছোট। সামনে যে টুর্নামেন্ট তা টি-২০ ফর্ম্যাটে নয়। এশিয়া কাপ ওডিআই ফর্ম্যাটে হবে। সেখানে বিরাটের দিকে নজর তো থাকবেই, বাবরের দিকেও বাড়তি নজর থাকবে।’

সঞ্জয় মঞ্জরেকর একদিকে বিরাট-বাবরের তুলনা চাইছেন না। অন্যদিকে, প্রাক্তন অজি ক্রিকেটার টম মুডি আবার বলেছেন, ‘বাবর আমাকে বিরাটের কথা মনে করায়।’ তিনি আরও বলেন, ‘ওর ব্যাটে যে দারুণ দারুণ ক্রিকেট শটগুলো দেখা যায় যা দেখে মনে হয় ও বল দারুণ ভাবে পড়তে পারে। যেটা বিরাট গত এক দশক ধরে করে আসছে। বছরের পর বছর ধরে বিরাট কোহলি যে ভাবে রান তাড়া করে আসছে, সেটা এখন বাবর করে দেখাচ্ছে। বলাই যায় ওদের মধ্যে অনেক মিল রয়েছে। তাই আমি এমনটা বলতে পারি না যে বিরাট কোহলি আসন্ন এশিয়া কাপে বাবর আজমকে ছাপিয়ে যেতে পারবে। তবে ওরা একে অপরের উপর চাপ তৈরি করতে পারে এ কথা অস্বীকার করার জায়গা নেই। ওদের ব্যাটিং দেখার একটা আলাদাই মজা হবে।’

উল্লেখ্য, ওডিআইতে বিরাট কোহলি এখনও অবধি ২৭৫টি ম্যাচ খেলেছেন। তাতে কোহলি করেছেন ১২,৮৯৮ রান। কোহলির গড় ৫৭.৩২। অন্যদিকে বাবর ওডিআইতে ১০২টি ম্যাচ খেলেছেন। তাতে করেছেন ৫১৪২ রান। গড় ৫৮.৪৩।