Sanju Samson: আমি তো চাই… ওডিআই টিম থেকে বাদ পড়া নিয়ে মুখ খুললেন সঞ্জু স্যামসন
বেশ কিছুদিন ধরেই সঞ্জু স্যামসন ভারতীয় টিমে ধারাবাহিক নন। যা নিয়ে অনেক আলোচনাও শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। তিনি যখন জাতীয় দলে সুযোগ পান না, তাঁর অনুরাগীরা গর্জে ওঠেন। কেরালায় তাঁর ভক্তর সংখ্যা অগণিত। তাঁরাও সঞ্জুর হয়ে সরব হন।
কলকাতা: ধারাবাহিক দলে সুযোগ না পেলে প্রতিভায় মর্চে ধরে? উত্তরটা হয়তো না। কথাটা ২২ গজকে কেন্দ্র করে। প্রতিভা থাকার সত্ত্বেও টিমে ধারাবাহিক সুযোগ না পেলে সেই ক্রিকেটার আরও ধারাল হয়। তাঁর প্রমাণ দিয়েছেন দেশের তারকা উইকেটকিপার ব্যাটার সঞ্জু স্যামসন (Sanju Samson)। তিনি যখন জাতীয় দলে সুযোগ পান না, তাঁর অনুরাগীরা গর্জে ওঠেন। কেরালায় তাঁর ভক্তর সংখ্যা অগণিত। তাঁরাও সঞ্জুর হয়ে সরব হন। বেশ কিছুদিন ধরেই তিনি ভারতীয় টিমে ধারাবাহিক নন। যা নিয়ে অনেক আলোচনাও শোনা গিয়েছে ভারতীয় ক্রিকেট মহলে। সম্প্রতি এক জনপ্রিয় মিডিয়া চ্যানেলে সাক্ষাৎকারে সঞ্জুকে প্রশ্ন করা হয়েছিল, তিনি দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করার পরও তাঁকে কেন ওডিআই টিম থেকে বাদ দেওয়া হয়েছিল।
এ বছর হওয়া টি-২০ বিশ্বকাপে ভারতীয় স্কোয়াডে ছিলেন সঞ্জু স্যামসন। একটিও ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। টি-২০ বিশ্বকাপের পর জিম্বাবোয়ে সফরে গিয়েছিলেন সঞ্জু। তারপর শ্রীলঙ্কাতেও যান। সেখানে টি-২০ টিমে তিনি ছিলেন। ওডিআইতে ছিলেন না। সঞ্জু স্যামসনের কাছে প্রশ্ন রাখা হয়েছিল, ‘আপনি দক্ষিণ আফ্রিকায় সেঞ্চুরি করেছিলেন, তারপরও ওডিআই স্কোয়াড থেকে বাদ পড়েছিলেন। ওডিআই বিশ্বকাপের বছরে আপনি টি-২০ খেলেছেন। টি-২০ বিশ্বকাপের বছরে ওডিআই খেলেছেন। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় আলোচনার অন্ত নেই। দল নির্বাচন নিয়ে আপনার কী মতামত?’
নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে চান সঞ্জু। সে কথা পরিষ্কার জানিয়েছেন। একইসঙ্গে কেরালার উইকেটকিপার ব্যাটার মনে করেন, টিমে ডাক পড়লে দলের হয়ে অবদান রাখতে পারাই তাঁর কাজ। তাঁর কথায়, ‘যখন আমি ডাক পাই, তখন যাই ও খেলি। যদি সুযোগ নাও পাই ঠিক আছে। আমি অতিরিক্ত ভাবি না। দল ভালো পারফর্ম করছে। তাই কোনও সমস্যা বেই। আমি পজিটিভ থাকায় বিশ্বাসী। যা নিয়ন্ত্রণ করতে পারি, সেদিকে ফোকাস করি। আমি অনুশীলন করায় বেশি সময় দিই। কঠোর পরিশ্রম করি। যার ফলে আমার খেলায় উন্নতি হয়েছে। আমি চাই নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে যেতে। তাই নিজের খেলাতে উন্নতি করায় মনোযোগী হতে চাই।’