Watch Video: ভিডিয়ো: কেকেআর তারকার ১০১ মিটারের ছক্কা, বল উড়ে গেল মাঠের বাইরে
Phil Salt: এক দৈত্যাকার ছয় মেরে শিরোনামে কেকেআরের তারকা ক্রিকেটার ফিল সল্ট। ২০২৪ সালের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে সল্ট ভালো ছন্দে ছিলেন। ইংল্যান্ডের তারকাকে এখন কোথায় খেলতে দেখা যাচ্ছে, জানেন?
কলকাতা: বাইশ গজে এখন চার-ছক্কার ফুলঝুরি দেখতে অভ্যস্ত হয়ে পড়েছেন ক্রিকেট প্রেমীরা। বরং যে ক্রিকেট ম্যাচে চার-ছয় কম হয়, দর্শকরা কেমন যেন বিরক্ত বোধ করেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ দিন দিন চার-ছক্কা, উইকেটের কামালের জন্য জনপ্রিয়তার শিখরে পৌঁছে যাচ্ছে। এ বার দ্য হান্ড্রেডে (The Hundred) এক দৈত্যাকার ছয় মেরে শিরোনামে কেকেআরের তারকা ফিল সল্ট (Phil Salt)। ২০২৪ সালের আইপিএলে সল্ট ভালো ছন্দে ছিলেন। ইংল্যান্ডের তারকাকে এখন খেলতে দেখা যাচ্ছে দ্য হান্ড্রেডে। সেখানে তাঁর মারা একটি ছয়ের ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
নাইট তারকা ফিল সল্ট দ্য হান্ড্রেডে ১০১ মিটারের একটি ছয় মেরেছেন। আর সেই বল উড়ে গিয়েছে এক্কেবারে মাঠের বাইরে। ওই ভিডিয়ো ঘুরছে নেটদুনিয়ায়। এ বারের দ্য হান্ড্রেডের মরসুমটা ভালো কাটছে না সল্টের। তিনি ৪১ বলে ৫৮ রানের ইনিংস উপহার দিয়েছেন। দ্য হান্ড্রেডে এটিই তাঁর প্রথম অর্ধশতরান।
Good luck fetching that! 😵
A super 1️⃣0️⃣1️⃣-meter strike from Phil Salt 🤩#TheHundredonFanCode pic.twitter.com/kjcWg03GNP
— FanCode (@FanCode) August 10, 2024
লন্ডন স্পিরিট ও ম্যাঞ্চেস্টার অরিজিনালসের ওই ম্যাচে লর্ডসের বাইরে অলি স্টোনের শর্ট লেনথ বল মাঠের বাইরে পাঠান ফিল সল্ট। ১০০ বলের এই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগে প্রথমে ব্যাটিং করে ৫ উইকেটে ১৩৫ রান করে ফিল সল্টের দল। এরপর লন্ডন স্পিরিট থেমে যায় ৫ উইকেটে ১২৩ রানে। যার ফলে ১২ রানে ম্যাচ জিতেছে ম্যাঞ্চেস্টার অরিজিনালস। ম্যাচের সেরার পুরস্কার পেয়েছেন ম্যাঞ্চেস্টারের ক্যাপ্টেন সল্ট। এ বারের দ্য হান্ড্রেডে ৬টি ম্যাচে ১৩২.৪৭ স্ট্রাইকরেটে ১৫৫ রান করেছেন ফিল সল্ট।