India vs England: জাডেজার ভুল থেকে শিক্ষা, রান আউটের ভয়ে যশস্বীকে কী বলেছেন সরফরাজ?
১৯৯ রানে ব্যাটিং করার সময় আতঙ্কে ভুগছিলেন যশস্বী। তাঁর মনে আউট হয়ে যাওয়ার আশঙ্কা চেপে ধরেছিল। আর সেটাই নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো সরফরাজকে বলেন যশস্বী। বিপরীত প্রান্তে দাঁড়ানো সরফরাজ আশ্বাস দেন যশস্বীকে। আর সেই অডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়।
কলকাতা: রবীন্দ্র জাডেজার ভুল থেকে শিক্ষা নিলেন সরফরাজ খান (Sarfaraz Khan)। রাজকোটে টেস্ট অভিষেক হয় সরফরাজের। ঘরোয়া ক্রিকেটে ভালো ব্যাটিং করেও দীর্ঘদিন ব্রাত্য ছিলেন। অবশেষে জাতীয় দলের দরজা খুলে গিয়েছে মুম্বইয়ের ছেলের জন্য। অভিষেক টেস্টেই বেশ নজর কাড়েন সরফরাজ। প্রথম ইনিংসে ৬২-তে রান আউট হন তিনি। রবীন্দ্র জাডেজার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে প্যাভিলিয়নে ফেরেন সরফরাজ। আর দ্বিতীয় ইনিংসে ওই ভুল থেকেই শিক্ষা নেন তিনি। দ্বিতীয় ইনিংসে ৬৮ রানে অপরাজিত থাকেন সরফরাজ। প্রথম ইনিংসে জাডেজার ভুল থেকে শিক্ষা নিয়ে যশস্বী জসওয়ালকে ডাবল সেঞ্চুরির ঘরে পৌঁছতে সাহায্য করেন তিনি। ইংল্যান্ডের বিরুদ্ধে সরফরাজ-যশস্বী জুটির একটি অডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
১৯৯ রানে ব্যাটিং করার সময় আতঙ্কে ভুগছিলেন যশস্বী। তাঁর মনে আউট হয়ে যাওয়ার আশঙ্কা চেপে ধরেছিল। আর সেটাই নন স্ট্রাইকিং প্রান্তে দাঁড়ানো সরফরাজকে বলেন যশস্বী। বিপরীত প্রান্তে দাঁড়ানো সরফরাজ আশ্বাস দেন যশস্বীকে। আর সেই অডিও ভাইরাল হয় নেট দুনিয়ায়। সেখানে সরফরাজকে বলতে শোনা যায়, ‘চিন্তা করিস না, ডাবল সেঞ্চুরি হয়ে যাবে। রান নেওয়ার জন্য তুই আগে দৌড়বি না।’
প্রথম ইনিংসে জাডেজা ৯৯ রানে ব্যাটিং করার সময় তাঁরই ভুলে সরফরাজ খান রান আউট হয়। সরফরাজ প্যাভিলিয়নে ফেরার সময় রোহিত শর্মাকে বিরক্ত হতে দেখা যায়। হতাশায় টুপি ছুড়ে ফেলে দেন হিটম্যান। এমনকি নেটপাড়াতেও তুমুল চর্চা হয়। জাডেজাকে সরফরাজের কাছে ক্ষমা চাওয়ার নিদান দেন নেটিজেনরা। যশস্বী জসওয়ালের ক্ষেত্রে যদিও সে ভুল হয়নি। দ্বিতীয় ইনিংসে ২১৪ রানে অপরাজিত থাকেন যশস্বী। ৬৮ রানে নট আউট থাকেন সরফরাজ।