Shoaib Malik: শোয়েব যেন অচেনা, সানা মাঠে নামতেই সুপারহিট PSL
একাধিক বিদেশি ক্রিকেটার পিএসএল থেকে সরে দাঁড়ানোর পর থেকে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। শোনা গিয়েছিল, একাধিক ফ্র্যাঞ্চাইজি আলাদা উইন্ডোতে পিএসএল করার কথাও জানিয়েছিল পাকিস্তান ক্রিকেটকে। স্বাভাবিকভাবেই পিএসএলকে কী ভাবে হিট করা যায় সেই চিন্তা ঘুরছে পাকিস্তান ক্রিকেটের।
কলকাতা: পাকিস্তান সুপার লিগের (Pakistan Super League) জৌলুস কমছে। ক্রিকেট মহলে কান পাতলে এমনটাই শোনা যাচ্ছে। একাধিক বিদেশি ক্রিকেটার পিএসএল থেকে সরে দাঁড়ানোর পর থেকে পাকিস্তানের এই ফ্র্যাঞ্চাইজি লিগের ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠেছিল। শোনা গিয়েছিল, একাধিক ফ্র্যাঞ্চাইজি আলাদা উইন্ডোতে পিএসএল করার কথাও জানিয়েছিল পাকিস্তান ক্রিকেটকে। স্বাভাবিকভাবেই পিএসএলকে কী ভাবে হিট করা যায় সেই চিন্তা ঘুরছে পাকিস্তান ক্রিকেটের। এরই মাঝে পাকিস্তানের তারকা ক্রিকেটার শোয়েব মালিকের (Shoaib Malik) তৃতীয় স্ত্রী সানা জাভেদকে (Sana Javed) দেখা গেল পিএসএলের ম্যাচে মুলতানে। নেটিজ়েনরা বলা শুরু করেছেন, সানা মাঠে নামতেই সুপারহিট হল পিএসএল।
মুলতান ক্রিকেট স্টেডিয়ামে পিএসএলের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয়েছিল মুলতান সুলতানস ও করাচি কিংস। চলতি পাকিস্তান সুপার লিগে করাচি কিংস ফ্র্যাঞ্চাইজিতে খেলছেন শোয়েব মালিক। ওই ম্যাচ দেখতে হাজির হয়েছিলেন শোয়েব মালিকের স্ত্রী, পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী সানা জাভেদ। তাঁর ভিডিয়ো ছড়িয়ে পড়েছে নেটদুনিয়ায়। সুন্দরী সানা মন জিতে নিয়েছেন পাক ক্রিকেট প্রেমীদের।
#ShoaibMalik Performance k peechy Raaz😍😂 Cmnts 🔙💯 pic.twitter.com/WeKJnKfhAb
— Mohsin Qadeer (@qadeer3059) February 19, 2024
Sana Javed is supporting Shoaib Malik in the Multan Stadium 👏🏽👏🏽 #HBLPSL9 #PSL2024 pic.twitter.com/hD9MoDu4n1
— Huzaifa Khan (@Huz69052510Khan) February 19, 2024
অনেকেই সানার ছবিতে কমেন্ট করেছেন। সোশ্যাল মিডিয়া সাইট X এর এক ব্যবহারকারী লিখেছেন, ‘এত সুন্দরী হওয়ার জন্য কী খেতে হবে?’ শোয়েবের খেলা দেখতে যাওয়া সানাকে নিয়ে যা আলোচনা চলছে তাতেই পিএসএল সুপারহিট হওয়ার পথে। নেটিজ়েনরা এমনও বলছেন।
Ouchhhh 😭#malik #PSL2024 #PSL9 #SANA #ShoaibMalik pic.twitter.com/ZsYe4nK52Z
— Aazan (@aazanawais) February 19, 2024
ম্যাচের প্রসঙ্গে বলতে হলে, টস জিতে প্রথমে মুলতান সুলতানসকে ব্যাটিংয়ে পাঠিয়েছিলেন করাচি কিংসের ক্যাপ্টেন শান মাসুদ। প্রথমে ব্যাটিং করে ২ উইকেট হারিয়ে ১৮৫ রান তুলেছিল মুলতান। নেপথ্যে রিজা হেন্ডরিক্সের অপরাজিত ৭৯ রান এবং ডেভিড মালানের হাফসেঞ্চুরি। ১৮৬ রানের টার্গেট তাড়া করতে নেমে ৮ উইকেটে ১৩০ রানে গুটিয়ে যায় করাচি। ৩৫ বলে ৫৩ রান করেছিলেন শোয়েব মালিক। কিন্তু দলকে জেতাতে পারেননি। ৫৫ রানে এই ম্যাচ জিতে নিয়েছে মুলতান সুলতানস।