T20 World Cup 2022: স্কটিশদের দাপটে প্রথম ম্যাচেই হার দু’বারের বিশ্বকাপ চ্যাম্পিয়নদের
টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) শুরুতেই বড়সড় অঘটন। বলা উচিত, অঘটনের ধারাবাহিক ব্যাটিং করছে বিশ্বকাপে।
হোবার্ট: টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup 2022) শুরুতেই বড়সড় অঘটন। বলা উচিত, অঘটনের ধারাবাহিক ব্যাটিং করছে বিশ্বকাপে। নামিবিয়া আগের দিনই হারিয়েছে শ্রীলঙ্কাকে। সোমবার আবার প্রথম ম্যাচেই দু’বারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজকে (West Indies) হারিয়ে চমকে দিল স্কটল্যান্ড (Scotland)। কুড়ি-বিশের ফর্ম্যাট যে অনিশ্চয়তায় ভরা, বারবার তার প্রমাণ মিলেছে। আরও একবার তাই দেখা গেল। ২০১২ ও ২০১৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ক্যারিবিয়ান টিম। এই ফর্ম্যাটের অন্যতম সেরা শক্তি বলে ধরা হয় তাদের। সেই ওয়েস্ট ইন্ডিজকে গ্রুপ এ প্রথম ম্যাচে হারিয়ে চমকে দিল স্কটল্যান্ড টিম। দলগত পারফরম্যান্সের জেরেই এই সাফল্য স্কটিশদের।
আগে ব্যাট করে ১৬০-৫ তুলেছিল স্কটল্যান্ড। জবাবে মাত্র ১১৮ রানে শেষ হয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্রিস গেইল, ডোয়েন ব্র্যাভো, কায়রন পোলার্ডদের ক্যারিবিয়ান টিম অনেক শক্তিশালী ছিল। অসংখ্য ম্যাচ উইনার থাকায় যে কোনও টিমকে যখন তখন হারিয়ে দিতে পারত তারা। নতুন প্রজন্মের ওয়েস্ট ইন্ডিজে ম্যাচ উইনারের সংখ্যা যে কমেছে, তারই ঝলক দেখা গেল। ক্যাপ্টেন নিকোলাস পুরান স্বীকার করে নিয়েছেন, ‘এটা আমাদের কাছে একটা খারাপ হার। খুবই হতাশাজনক পারফরম্যান্স। পরের দুটো ম্যাচ জেতার জন্য মরিয়া হয়ে মাঠে নামতে হবে। দায়িত্বও নিতে হবে। কেউ যখন কোনও ম্যাচে খারাপ খেলে, পরের ম্যাচে প্রবল ভাবে ফিরে আসার চেষ্টা করে। স্কটল্যান্ডের বিরুদ্ধে এই হারটা ভুলে আমাদের সামনে তাকাতে হবে।’
What a performance ?
Scotland get their campaign underway with a commanding victory against West Indies ?#T20WorldCup | #WIvSCO | ? https://t.co/zYWEnEHtif pic.twitter.com/rWZPmS9wyR
— T20 World Cup (@T20WorldCup) October 17, 2022
শুরু থেকেই দুরন্ত খেলেছে স্কটল্যান্ড। ওপেনার জর্জ মুনসে ৫৩ বলে ৬৬ রান করে অপরাজিত থেকে যান। তাঁর দায়িত্বশীল ব্যাটিংই ইনিংসের ভিত গড়ে দিয়েছিল। অন্য ওপেনার মিচেল জোন্স ২০ করেন। কালাম ম্যাকলয়েড ১৪ বলে ২৩ রান করে যান। ২টো করে উইকেট নিয়েছেন আলজারি জোসেফ ও জেসন হোল্ডার। ১৬০-৫ বিশাল টার্গেট ছিল না। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ টিমের কেউই সেই অর্থে ভরসা দিতে পারেননি। হোল্ডার ৩৮ রানের ইনিংস খেলেন। কাইল মেয়ার্সের ২০ বাদ দিলে বাকিরা আর কেউই দাঁড়াতে পারেননি। লেগস্পিনার মার্ক ওয়াট ১২ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। অফস্পিনার মিচেল লিস্ক ১৫ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট। দুই স্পিনারের দাপটেই ভেঙে পড়ে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিং লাইনআপ।