Wriddhiman Saha : ঋদ্ধি কেন নেই? এ বার নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন কুম্বলে

Anil Kumble on Wriddhiman Saha : এ বারের আইপিএলে (IPL 2023) বার বার ঋদ্ধির ভক্তরা মনে করেছে, হয়তো তিনি নিজেও ভেবেছেন এই বুঝি ডাক পড়বে জাতীয় দলে। কিন্তু কোথায় কী! চলতি আইপিএলে লোকেশ রাহুল যখন চোট পেয়ে ছিটকে গেলেন, তখন থেকেই সকলে মনে করছিল আসন্ন WTC Final এর জন্য হয়তো ডাক পাবেন ঋদ্ধি। আদতে তা হয়নি। ঋদ্ধিকে বিশ্ব টেস্ট ফাইনাল স্কোয়াডে না দেখে নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন অনিল কুম্বলে।

Wriddhiman Saha : ঋদ্ধি কেন নেই? এ বার নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন কুম্বলে
ঋদ্ধি কেন নেই? এ বার নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করালেন কুম্বলে
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 6:20 PM

আমেদাবাদ : ক্রিকেট কেরিয়ারের সায়াহ্ণে এসে পৌঁছেছেন। কিন্তু এখনও আগের মতোই ক্রিকেটটা উপভোগ করেন ভারতের সিনিয়র তারকা উইকেটকিপার-ব্যাটার ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha)। জাতীয় দলের দরজা বহুদিন ধরে তাঁর জন্য বন্ধ। এ বারের আইপিএল (IPL 2023) চলাকালীন বার বার ঋদ্ধির ভক্তরা মনে করেছে, হয়তো তিনি নিজেও ভেবেছেন এই বুঝি ডাক পড়বে জাতীয় দলে। কিন্তু কোথায় কী! চলতি আইপিএলে লোকেশ রাহুল যখন চোট পেয়ে ছিটকে গেলেন, তখন থেকেই সকলে মনে করছিল আসন্ন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য হয়তো ডাক পাবেন ঋদ্ধি। আদতে তা হয়নি। বরং বিসিসিআই লোকেশের পরিবর্তে ঈশান কিষাণকে বিশ্ব টেস্ট ফাইনালের জন্য ভারতীয় দলে যোগ করেছে। চলতি আইপিএলে গুজরাট টাইটান্সের প্রত্যেক ম্যাচেই ঋদ্ধিমান সাহা দারুণ পারফর্ম করে চলেছেন। যার ফলে, তিনি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতীয় স্কোয়াডে জায়গা পাওয়ার প্রবল দাবিদার ছিলেন। বিসিসিআইয়ের এই সিদ্ধান্ত অনেককে চমকে দিয়েছে। এ বার ভারতের প্রাক্তন ক্রিকেটার অনিল কুম্বলেও (Anil Kumble) নির্বাচকদের এই সিদ্ধান্ত নিয়ে আঙুল তুলেছেন। ঠিক কী বলেছেন কুম্বলে? বিস্তারিত জেনে নিন  TV9 Bangla Sports এর এই প্রতিবেদনে।

প্রাক্তন ভারতীয় কোচ অনিল কুম্বলে মনে করেন যে লোকেশ রাহুলের জায়গায় WTC ফাইনালের জন্য ঋদ্ধিমান সাহাকে দলে অন্তর্ভুক্ত না করে নির্বাচকরা একটি কৌশল মিস করেছে। ঋদ্ধিকে না নিয়ে ঈশান কিষাণকে বিশ্ব টেস্ট ফাইনালে নেওয়ার জন্য নির্বাচকদের কাঠগড়ায় দাঁড় করিয়েছেন কুম্বলে। তিনি বলেন, ‘স্টাম্পের পিছনে ঋদ্ধিমান সাহা অসাধারণ। শুধু তাই নয়, আইপিএলের চলতি মরসুমে গুজরাট টাইটান্সের হয়ে স্টাম্পের পিছনে তো বটেই পাশাপাশি ব্যাট হাতেও ঋদ্ধি দারুণ পারফর্ম করছে। ও ভীষণ ধারাবাহিক। ভারতের অন্যতম সেরা উইকেটকিপার হলেও ও যোগ্য সুযোগ পায়নি।’

তিনি আরও বলেন, ‘আমার মনে হয় বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের স্কোয়াডে ঋদ্ধিকে না রেখে নির্বাচকরা একটা কৌশল মিস করল। আমি জানি কেএস ভরত দলে রয়েছে। ও সুযোগ পেলে ভালো পারফর্ম করেছে। কিন্তু ঋদ্ধি সাহা স্টাম্পের পিছনে অসামান্য এবং যখনই সুযোগ পেয়েছে ও ব্যাটিংয়েও ছাপ রেখেছে।’

ঋদ্ধি যে কেরিয়ারের অন্তিম পর্যায়ে রয়েছেন তা কখনও অস্বীকার করেন না। আর কেরিয়ারের এই পর্যায়ে ঋদ্ধির সাফ কথা, তিনি ক্রিকেটটাকে শুধুমাত্র উপভোগ করে যেতে চান। জাতীয় দলে আর তিনি ডাক পাবেন কিনা তা তাঁর হাতে নেই। তাই এই নিয়ে বেশি ভাবতে নারাজ পাপালি।