MS Dhoni : বয়স হচ্ছে ধোনির, টসের সময় বেমালুম ভুলে গেলেন সতীর্থর নাম!

CSK vs DC, IPL 2023 : বুধবার চিপকের মাঠে চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচ ছিল। ম্যাচের আগে মহেন্দ্র সিং ধোনি করে ফেললেন 'বড়' ভুল। ধোনির এই ভুলে কিছুক্ষণের জন্য ঘাবড়ে গিয়েছিলেন সিএসকে ফ্যানরা।

MS Dhoni : বয়স হচ্ছে ধোনির, টসের সময় বেমালুম ভুলে গেলেন সতীর্থর নাম!
Image Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: May 11, 2023 | 6:44 PM

চেন্নাই: বয়স তাঁর ৪২ ছুঁইছুঁই। যে বয়সে ব্যাট তুলে রেখে অবসরের গ্রহে ঢুকে যান ক্রিকেটাররা, মহেন্দ্র সিং ধোনি সেই বয়সেই একটি আইপিএল (IPL 2023) দলের ক্যাপ্টেন। এই বয়সেও তাঁর গ্রহণযোগ্যতা আকাশছোঁয়া। ধোনি (MS Dhoni) ব্যাট হাতে নামলেই যেন ধন্য হয়ে যায় ক্রিকেট জনতা। তাঁর ব্যাটে কত রান এল,  এখন আর কেউ তার হিসেব রাখতে চান না। অনুরাগীদের বিশ্বাস, মাহির গালের কাঁচাপাকা দাড়ি তাঁর অভিজ্ঞতার নিদর্শন, বয়সের নয়। এমন একটা মানুষের উপর চোখ বন্ধ করে ভরসা করেন ক্রিকেট অনুরাগীরা। ধারাভাষ্যকারদের কথায়, মাহি ‘হ্যায় তো মুমকিন হ্যায়।’ সেই ধোনিই এমন একটা ভুল করে ফেললেন যার প্রত্যাশা ছিল না সিএসকে (CSK) ফ্যানদের কাছে। চমকে গেলেন সমর্থকরা। বিস্তারিত রইল TV9 Bangla Sports-র এই প্রতিবেদনে।

ঘটনাটি চেন্নাই সুপার কিংস বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের। চিপকের মাঠে বুধবার টস জেতার পর সঞ্চালককে প্লেয়িং ১১-এর বিষয়ে বলছিলেন ধোনি। শিব দুবের পরিবর্তে প্রথম একাদশে অম্বাতি রায়াডুর নাম নেন ক্যাপ্টেন কুল। সিএসকে ফ্যানরা ঘাবড়ে যান। ধোনির মুখ থেকে বেরনো কথায় বিশ্বাস না করে উপাও নেই। কিন্তু টিভি স্ক্রিনে যখন সিএসকে-র প্রথম একাদশের নাম ভেসে ওঠে সেখানে শিবম দুবের নাম ছিল। হাঁফ ছেড়ে বাঁচেন সিএসকে ফ্যানরা। এরপরই ধোনি ও সিএসকে ফ্যানদের নিয়ে মিমসে ভরে যায় সোশ্যাল মিডিয়া। ধোনির সচরাসর নিজের দলের সদস্যদের নাম ভোলেন না। অতীতে এরকম কিছু দেখেননি তাঁর অনুরাগীরা। কিন্তু বুধবার সিএসকে ক্যাপ্টেন বেমালুম ভুলে গেলেন সতীর্থর নাম। তিনিও যে রক্ত মাংসের মানুষ, সেটা মনে করিয়ে দিলেন তাঁর অন্ধ অনুরাগীদের।

ধোনির কাণ্ডে সিএসকে ফ্যানদের প্রতিক্রিয়া ছিল দেখার মতো। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া মিমগুলো মজার। এমনকী চেন্নাই সুপার কিংসের টুইটার পেজেও ধোনির ভুলে যাওয়া নিয়ে মজার পোস্ট দেখা গিয়েছে। প্রতিক্রিয়া দেখে নিন ভাইরাল হওয়া সেরকমই কিছু পোস্ট-