Ranji Trophy: দ্বিতীয় দিনও অস্বস্তি, বাংলার একাধিক চোট, নিতে হল কনকাশন পরিবর্ত

Ranji Trophy 2022-23: যদিও ম্যাচে পারফরম্যান্সের চেয়ে চোট চিন্তাই ভোগাচ্ছে বাংলাকে। কোয়ার্টার ফাইনালের আগে যা নিঃসন্দেহে চাপের। এ দিন খেলায় একাধিক চোট। এমনকি নিতে হল কনকাশন পরিবর্তও।

Ranji Trophy: দ্বিতীয় দিনও অস্বস্তি, বাংলার একাধিক চোট, নিতে হল কনকাশন পরিবর্ত
Image Credit source: CAB, FILE
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 6:59 PM

কলকাতা : রঞ্জি ট্রফিতে কোয়ার্টার ফাইনাল আগেই নিশ্চিত হয়েছিল বাংলার। ওড়িশার বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্যাচে নকআউটের মহড়া সেরে নেওয়াই লক্ষ্য ছিল। তাতেও যেন একের এক ধাক্কা। প্রথম দিন পিচ ভেজা থাকায় চার ঘণ্টা দেরীতে শুরু হয় খেলা। ম্য়াচের আগের দিন পিচে অতিরিক্ত জল দেওয়ার ফলেই এমন কান্ড। প্রথম দিন মাত্র ৩৫ ওভার খেলা হয় সে কারণেই। দ্বিতীয় দিন বাংলার বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্স। প্রতিপক্ষ ওড়িশাকে ২৬৫ রানেই অলআউট করে বাংলা। যদিও ম্যাচে পারফরম্যান্সের চেয়ে চোট চিন্তাই ভোগাচ্ছে বাংলাকে। কোয়ার্টার ফাইনালের আগে যা নিঃসন্দেহে চাপের। এ দিন খেলায় একাধিক চোট। এমনকি নিতে হল কনকাশন পরিবর্তও। বিস্তারিত TV9Bangla-য়।

প্রথম দিনের শেষে ওড়িশার স্কোর ছিল ৩৫ ওভারে ২ উইকেটে ৯৬। দেরীতে খেলা শুরু হওয়ায় প্রথম সেশনের সুবিধা নিতে পারেননি বাংলার পেসাররা। দ্বিতীয় দিন বাংলার নিয়ন্ত্রিত বোলিং। ওড়িশার প্রথম ইনিংস শেষ হল ২৬৫ রানেই। ওড়িশা ইনিংসে উল্লেখযোগ্য় রান অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির। ১২৭ বলে ৬৭ রান করেন তিনি। বাংলা বোলারদের মধ্যে নজর কাড়লেন দুই পেসার ঈশান পোড়েল এবং প্রীতম চক্রবর্তী। দু-জনই তিনটি করে উইকেট নিয়েছেন। ব্যাটিংয়ে নেমে বাংলা শিবিরেও ধাক্কা। ৩০ রানেই ওপেনার করণ লাল ও তিনে নামা সুদীপ ঘরামির উইকেট খুঁইয়েছে বাংলা। দিনের শেষে বাংলার স্কোর ২ উইকেটে ৩৯।

কোয়ার্টার ফাইনাল নিশ্চিত হওয়ায় বাংলার নজরে ছিল নকআউটের প্রস্তুতি। মুকেশ কুমার, শাহবাজ আহমেদরা জাতীয় দলে। এই ম্যাচে মাথায় চোট পেলেন পেসার আকাশ দীপ। পরিস্থিতি এমনই যে, আকাশ দীপের কনকাশন পরিবর্ত নিতে হল। তাঁর পরিবর্তে নামেন গীত পুরি। এ ছাড়াও জোড়া চোট। অভিষেক কারী পেস বোলিং অলরাউন্ডার আকাশ ঘটক। তবে বাংলা শিবিরে বড় চিন্তা ক্রাইসিস ম্যান অনুষ্টুপ মজুমদারের চোট। ওড়িশা অধিনায়ক শুভ্রাংশু সেনাপতির জোরালো কভার ড্রাইভ আটকাতে যান অনুষ্টুপ। হঠাৎই লাফিয়ে ওঠা বলে আঙুলে চোট পান অনুষ্টুপ। হাতে ব্যান্ডেজ বাঁধা। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা দিনের খেলার শেষে জানিয়েছেন, অনুষ্টুপের স্ক্যানের রিপোর্টে গুরুতর চোট ধরা পড়েনি। চোটের জায়গা ফোলা এবং ব্যাথাও রয়েছে। ব্যাটিং করবেন অনুষ্টুপ। তবে নিজের পজিশনে নয়, নীচের দিকে ব্যাট করবেন অনুষ্টুপ।