Suryakumar Yadav: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্য

ICC Men's T20I Cricketer of the Year: গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে স্কাইয়ের পারফরম্য়ান্স ছিল আকাশছোঁয়া। এ বছরও সেই ফর্ম ধরে রেখেছেন। তবে গত বছরটা যেন স্কাইয়েরই ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্য়াটার হিসেবে এক বছরে হাজারের উপর রানের নজির গড়েছিলেন সূর্য।

Suryakumar Yadav: আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটার সূর্য
Image Credit source: ICC
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2023 | 7:50 PM

দুবাই : স্বপ্নের ফর্মে থাকা সূর্যকুমার যাদব জিতে নিলেন আরও একটা পুরস্কার। সদ্য আইসিসির বর্ষসেরা টি-টোয়েন্টি একাদশে জায়গা করে নিয়েছিলেন সূর্যকুমার যাদব। এ বার আরও বড় স্বীকৃতি। পুরুষদের ক্রিকেটে আইসিসির বর্ষসেরা হলেন স্কাই। গত বছর টি-টোয়েন্টি ক্রিকেটে স্কাইয়ের পারফরম্য়ান্স ছিল আকাশছোঁয়া। এ বছরও সেই ফর্ম ধরে রেখেছেন। তবে গত বছরটা যেন স্কাইয়েরই ছিল। টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে দ্বিতীয় ব্য়াটার হিসেবে এক বছরে হাজারের উপর রানের নজির গড়েছিলেন সূর্য। মাত্র ৩১ ম্যাচে ১১৬৪ রান। স্ট্রাইকরেট প্রায় ১৮৮! তাঁর অনবদ্য ব্যাটিংয়ে নতুন মিস্টার ৩৬০ ডিগ্রি বলেও ডাকা হয় সূর্যকে। গত বছর ৬৮টি ছয় মেরেছিলেন স্কাই। টি-টোয়েন্টি ফরম্য়াটে এটিই সর্বাধিক। গত বছর ৩১ ম্য়াচের মধ্যে দুটি শতরান এবং ৯টি অর্ধশতরানের ইনিংসও ছিল সূর্যর এই রানে। বিস্তারিত TV9Bangla-য়।

পুরুষদের আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটের ইতিহাসে বছরে হাজারের বেশি রানের নজির ছিল পাকিস্তানের ওপেনার মহম্মদ রিজওয়ানের। গত বছর সেই রেকর্ডে ভাগ বসিয়েছেন সূর্য। বর্ষসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতে আইসিসিকে একটি সাক্ষাৎকারে সূর্য বলেছেন, ‘এত তারকা ক্রিকেটারদের মধ্য থেকে প্য়ানেল যে আমাকে বেছে নিয়েছে, আমার কাছে দারুণ সম্মানের বিষয়। গত বছর বেশ কিছু ম্যাচের মুহূর্ত মনে পড়ছে। এই স্বীকৃতিকে সঙ্গী করেই এ বছরও ভালো খেলার চেষ্টা করব। এখান থেকে ইতিবাচক দিকগুলিই নিচ্ছি।’

ব্য়ক্তিগত পুরস্কার জিতলেও সতীর্থদের কৃতিত্ব দিতে ভুলছেন না সূর্য। তাঁর বহু ইনিংস দলের জয়ে বড় ভূমিকা নিয়েছে। সূর্য আরও বলছেন, ‘এই স্বীকৃতি টিমের জন্যই সম্ভব হয়েছে। আমার এই সোনালি সফরে সঙ্গ দিয়েছেন সতীর্থ, কোচ, সাপোর্ট স্টাফ এবং সমর্থকদের কথা ভুললে চলবে না। নতুন বছরে আমাদের আরও অনেক ক্রিকেট রয়েছে। অনবদ্য পারফরম্যান্সেই নজর থাকবে। গত বছরের মতোই দেশের হয়ে আরও ভালো খেলতে চাই।’