Rohit Sharma: ভিডিয়ো: রোহিত শর্মাকে চুমুর চেষ্টা, না পেরে জাপটে ধরলেন; তারপর…
MI, IPL 2024: সোমবার রাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণরা। তার আগে রোহিত শর্মার (Rohit Sharma) এক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে রোহিতকে একজন মাঠের মাঝে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন।
কলকাতা: রোহিত শর্মা যে মজার মানুষ, তা অনেকেই জানেন। মাঠে এক এক সময় তিনি এমন কাণ্ড করে বসেন, তা দেখে অনেকেই হাসি চেপে রাখতে পারেন না। বর্তমানে রোহিত শর্মা ব্যস্ত ১৭তম আইপিএলে (IPL)। সোমবার রাতে জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে নামবেন হার্দিক পান্ডিয়া, ঈশান কিষাণরা। তার আগে রোহিত শর্মার (Rohit Sharma) এক ভিডিয়ো ঘুরছে সোশ্যাল মিডিয়ায়। যেখানে দেখা যাচ্ছে রোহিতকে একজন মাঠের মাঝে চুমু খাওয়ার চেষ্টা করেছিলেন। তাতে সফল না হওয়ার পর তিনি রোহিতকে জড়িয়ে ধরার চেষ্টাও করেছিলেন। ওই ব্যক্তি কে জানেন?
মুম্বই ইন্ডিয়ান্সের সোশ্যাল মিডিয়া সাইটে একটি ৯ সেকেন্ডের ভিডিয়ো শেয়ার করা হয়েছে। যেখানে দেখা যাচ্ছে, ম্যাচের আগের দিন সন্ধেবেলায় জয়পুরের সওয়াই মানসিং স্টেডিয়ামে অনুশীলনের ফাঁকে রবিচন্দ্রন অশ্বিনের সঙ্গে গল্প করছেন রোহিত শর্মা। হঠাৎ করেই পিছন থেকে রোহিতের দিকে এগিয়ে আসেন নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা ক্রিকেটার শেন বন্ড। যিনি বর্তমানে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ। পিছন থেকে তিনি রোহিতকে চুমু খাওয়ার চেষ্টা করেন। সঙ্গে সঙ্গে চমকে যান রোহিত। এরপর শেন বন্ডকে সামনে দেখে হাসতে থাকেন। একে অপরকে তাঁরা আলিঙ্গনও করেন। রোহিতের পাশে দাঁড়িয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিন সেই সময় হাসতে থাকেন।
এক ঝলকে দেখে নিন সেই ভিডিয়ো—
Some 𝘉𝘰𝘯𝘥𝘴 are priceless 💙🩷#MumbaiMeriJaan #MumbaiIndians | @ImRo45 pic.twitter.com/s627hbYzuN
— Mumbai Indians (@mipaltan) April 21, 2024
২০১৫ সালের আইপিএলের সময় নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা শেন বন্ড মুম্বই ইন্ডিয়ান্সের বোলিং কোচ হিসেবে কাজ করেছিলেন। গত বছরের আইপিএল অবধি তিনি মুম্বই শিবিরের সদস্য ছিলেন। চলতি আইপিএলে অবশ্য মুম্বইয়ের বোলিং কোচ হিসেবে দেখা যাচ্ছে লাসিথ মালিঙ্গাকে। ২০০৯-২০১৯ সাল অবধি লাসিথ মালিঙ্গা আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে খেলেছেন। শ্রীলঙ্কার প্রাক্তন ক্রিকেটার ২০২২ ও ২০২৩ সালে রাজস্থান রয়্যালসের বোলিং কোচ হিসেবে কাজ করেছেন।