CSK VS KKR: দু-বছর পর হলুদ জার্সিতে, ‘লর্ড’ কেমন পারফর্ম করলেন!
IPL 2024, Chennai Super Kings vs Kolkata Knight Riders: কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন না করায় অবাক হয়েছিলেন অনেকেই। জাতীয় দলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না শার্দূল। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। রঞ্জি ট্রফি নকআউটে সেঞ্চুরি করেছেন শার্দূল ঠাকুর। তাও এমন একটা পরিস্থিতিতে, যখন মুম্বই বিপদে ছিলেন।
অতীতে চেন্নাই সুপার কিংসে খেলেছেন শার্দূল ঠাকুর। গত দু- মরসুমে কলকাতা নাইট রাইডার্সে ছিলেন। এ বার তাঁকে রিটেইন করেনি কলকাতা নাইট রাইডার্স। মিনি অকশনে তাঁকে নেয় চেন্নাই সুপার কিংস। দু-বছর পর হলুদ জার্সিতে ফিরেছেন। প্রথম চার ম্যাচে অবশ্য সুযোগ মেলেনি। অবশেষে সদ্য প্রাক্তন দলের বিরুদ্ধেই চেন্নাই সুপার কিংসে নতুন শুরু শার্দূল ঠাকুরের। লর্ড-শার্দূলের দুর্দান্ত পারফরম্যান্স দেখার অপেক্ষায় ছিল চিপকের গ্যালারি।
কলকাতা নাইট রাইডার্স তাঁকে রিটেইন না করায় অবাক হয়েছিলেন অনেকেই। জাতীয় দলেও নিয়মিত সুযোগ পাচ্ছেন না শার্দূল। তবে ঘরোয়া ক্রিকেটে দুর্দান্ত পারফর্ম করেছেন। রঞ্জি ট্রফি নকআউটে সেঞ্চুরি করেছেন শার্দূল ঠাকুর। তাও এমন একটা পরিস্থিতিতে, যখন মুম্বই বিপদে ছিলেন। তিনি যে প্রকৃত অর্থেই অলরাউন্ডার এ বারের রঞ্জিতে ধারাবাহিক ভাবে ভালো পারফর্ম করে দেখিয়ে দিয়েছেন।
Home Again in #Yellove! 🦁💛#CSKvKKR #WhistlePodu pic.twitter.com/ScxemexmJm
— Chennai Super Kings (@ChennaiIPL) April 8, 2024
যদিও হলুদ জার্সিতে প্রত্যাবর্তন সুখকর হল না শার্দূলের। চিপকে মরসুমের প্রথম দু-ম্যাচে পেসারদের দাপট দেখা গিয়েছিল। এই ম্যাচেও তেমনই প্রত্যাশা ছিল। চেনা চিপক ফিরল কেকেআরের বিরুদ্ধে। সেই স্পিন সহায়ক পিচ। পাওয়ার প্লে-তে ১১ রান ওঠে শার্দূলের ওভারে। যদিও এরপর আক্রমণে এসে মাত্র ৬ রান দেন। তাঁকে দিয়ে মাত্র ৩ ওভারই বোলিং করানো হল। ২৭ রান দিলেও উইকেট নেই। অন্য দুই পেসার মুস্তাফিজুর রহমান ও তুষার দেশপান্ডে মিলিত ভাবে ৫ উইকেট নেন।