Shardul Thakur: টি-টোয়েন্টি বিশ্বকাপে সুযোগ না পাওয়ায় মনখারাপ শার্দূলের
শার্দূল ঠাকুর (Shardul Thakur) কিন্তু প্রত্যাশা করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) টিমে সুযোগ পাবেন। ভারতীয় অলরাউন্ডার তা পাননি। আর তাই তাঁর কিছুটা হলেও মনখারাপ রয়েছে। টিমে সুযোগ পাননি ঠিকই, স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন টিমে।
শেষ পাঁচটা টেস্টে তিনটে হাফসেঞ্চুরি। সঙ্গে ১৪টা উইকেট। তিনি পারফর্ম করা মানে যেন ভারতের টেস্ট ম্যাচ জেতা। ওভালেও সেটাই দেখা গিয়েছিল। সেই শার্দূল ঠাকুর (Shardul Thakur) কিন্তু প্রত্যাশা করেছিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup) টিমে সুযোগ পাবেন। ভারতীয় অলরাউন্ডার তা পাননি। আর তাই তাঁর কিছুটা হলেও মনখারাপ রয়েছে। টিমে সুযোগ পাননি ঠিকই, স্ট্যান্ডবাই হিসেবে রয়েছেন টিমে।
শার্দূল বলেই দিচ্ছেন, ‘টি-টোয়েন্টি বিশ্বকাপ টিমে সুযোগ না পেয়ে আমার সত্যিই মনখারাপ হয়েছিল। দেশের হয়ে খেলা এবং বিশ্বকাপ জেতা সব ক্রিকেটারের স্বপ্ন থাকে। আমি ব্যতিক্রম নই। যদি আমার শেষ পারফরম্যান্স দেখা হয়, ওভাল টেস্টে আমি ভালো খেলেছি। ওটা লাল বলের ক্রিকেট ছিল। কিন্তু সাদা বলের ক্রিকেটেও কিন্তু নিজেকে প্রমাণ করেছি গত দু’বছরে। তবে, বিশ্বকাপের রিজার্ভ টিমে আছি। যে কোনও সময় হয়তো ডাক পেতে পারি। আর তার জন্য তৈরি রাখতে হবে নিজেকে।’
বিরাট কোহলির (Virat Kohli) টি-টোয়েন্টি বিশ্বকাপের পর অবসরের খবর তাঁকে নাড়িয়ে দিয়েছিল। শার্দূল বলছেন, ‘চমকে গিয়েছিলাম। ওকে আরও বেশি সময় ক্যাপ্টেন দেখতে চেয়েছিলাম। তবে এটাও ঠিক যে, দীর্ঘদিন ধরে ও ক্যাপ্টেন্সি করছে। আর তাই ও অধিনায়ক হিসেবে অব্যহতি চেয়েছে।’
বিরাটের সঙ্গে তাঁর ঘনিষ্ঠ সম্পর্কের কথাও তুলে ধরেছেন শার্দূল। ‘খুব মজার ছেলে। সব সময় হাসিখুশি থাকে। ও মুডে থাকলে আমিও ওর সঙ্গে মজা করি। এটা নিয়ে কোনও সন্দেহ নেই, ওকে অনেক দায়দায়িত্ব সামলাতে হয়। ওর ক্যাপ্টেন্সিতে খেলতে আমার ভালো লাগে। ওর জন্য আলাদা মানসিকতা নিয়ে মাঠে নামি। বিরাটের কাছ থেকে অনেক সাহায্য পাই। সব সময় মোটিভেট করে আমাদের।’
চেন্নাই থেকেই উঠে আসা শার্দূলের। ধোনির সিএসকে-তে গত পাঁচবছর খেলছেন তিনি। সেই ধোনিকেই পাবেন বিশ্বকাপের মেন্টর হিসেবে। শার্দূলের কথায়, ‘ধোনিভাইকে বিশ্বকাপের সময় পাব, এটা একটা দারুণ ব্যাপার। ৪-৫ বছর ধরে চেন্নাইয়ে ওর ক্যাপ্টেন্সিতেই খেলছি। আমার খেলার উন্নতির পিছনে ওর অনেকটা হাত আছে। ওর থাকার গুরুত্বই অন্যরকম।’
আরও পড়ুন: IPL 2021: ‘মরুশহরে মহাযজ্ঞ’ জেনে নিন কবে, কখন এবং কীভাবে দেখবেন আইপিএলের ম্যাচ
আরও পড়ুন: T20 World Cup: বিশ্বকাপের আগে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে খেলবেন কোহলিরা